মঙ্গলবার উত্তরবঙ্গের ডাবগ্রাম থেকে একের পর এ🌃ক উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে কেবলমাত্র এই উন্নয়🐻নের খতিয়ান নয়, সেই সঙ্গেই এই উন্নয়ন করতে গিয়ে কী পরিমাণ অর্থ খরচ হয় ও কেন্দ্রের কাছে কী বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে সেকথাও উল্লেখ করেন তিনি।
জলপাইগুড়ির মঞ্চ থেকে মমতা বলেন, কেন্দ্রের কাছে ১ লক্ষ ৭৫ হাজার কোটি 𒆙টাকা বকেয়া রয়েছে। চার বছর ধরে আবাস সড়ক ও ১০০ দিনের কাজে 🦹টাকা দিচ্ছে না। তার মধ্য়েও আমরা করছি। আমি ম্যাজিসিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে। গুপী গাইন বাঘা বাইন সিনেমার মতো নয়। টাকা আসতে হয়। বলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
সেই সঙ্গেই মুখ্য়মন্ত্রী বলেন, দাঁত ༺থাকতে আমরা অনেকে দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জি▨কে গালাগালি দিতে গিয়ে সরকারকে অপমান, বাংলাকে অসম্মান করবেন না। বলেন মমতা।
বিরোধীদের নিশানা করে স্পষ্ট জবাব মমতার।
এদিকে বিরোধীদের তরফে বꦉার বার অভিযোগ তোলা হয় যে খেলা মেলা করে টাকা উড়িয়ে দেয় সরকার। উৎসব, ফূর্তি করার টাকা পায় সরকার অথচ উন্নয়নের টাকা জোগাড় করতে পারে না। সরকার ফূর্তি করার টাক🅰া পায় অথচ কর্মচারীদের ডিএ দিতে পারে না সঠিক হারে। এনিয়ে বিরোধীরা বার বার মুখ খুলেছে।
তবে এবার মুখ্য়মন্ত্রী কার্যত বুঝিয়ে দিলꦐেন যে,' আমি ম্যাজিসিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে। গুপী গাইন বাঘা বাইন সিনেমার মতো নয়।'
মমতা বলেন, আজ থেকেই ১২ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে 𓃲দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করা হবে। এদিকে বিরোধীরা বাংলায় কত বিনিয়োগ হল তার শ্বেতপত্র প্রকাশের দাবি নানা সময়ে করেছে। মমতা বলেন, কেউ কেউ বলছেন কত বিনিয়োগ হয়েছে বলল না তো? কেন বলব? আপনি কে? আপনাকে বলতে হবে? শুধু দেউচা পাঁচামিতে কত বিনিয়োগ হ🀅চ্ছে জানেন?
কার্যত বিরোধীদের মুখের উপর জবাব দিলেন মমতা। কত বিনিয়োগ হয়েছে কেন বলব? মমতা উন্নয়নের ফিরিস্তি দিয়ে বলেন, আমরা যে কথা দিই সে কথা রাখি। সারা পৃথিবীর মধ্য়ে আমরাই প্রথম লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল🌟াম। মহারাষ্ট্র, মধ্য়প্রদেশও বলেছিল করবে। কিন্তু করেনি। ওরা কথা রাখে না। আমরা রাখি।