ঘুঁটের মধ🎐্যে নিজেরই লুকিয়ে রাখা বোমা ফেটে উড়ে গেল হাতের কব্জি। আহত ওই ব্যাক্তিকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।⛄ আহত ব্যাক্তির নাম রঙ্গলাল মাল। বাড়ি বীরভূমের মারগ্রাম থানার বামদেবপুর গ্রামে।
আহত ওই ব্যাক্তির অভিꦛযোগ, কয়েক বছর আগে গ্রামে রাজনৈতিক অশান্তির জন্য বোমা মজুত করেছিলেন। সেই মজুত বোমা পরে ফেলে দিলেও একটা বোমা ঘুটার মধ্যে রাখা ছিলো। সেই ঘুটে সরাতে গিয়ে একটা বোমা ফেটে যায় তার হাতে। ঘটনার তদ𝄹ন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ।
আহত ব্যক্তি হাসপাতালে শুয়ে স্বীকার করেছেন, রাজনৈতিক সংঘর্ষ থেকে বাঁচতে অনেক বছর আগে বাড়িতে বোমা মজুত করে রেখেছিলেন তিনি। পরে তা ♑ফেলেও দেন। তারই মধ্যে একটি বোমা সম্ভবত ঘুঁটের ভিতরে রয়ে গিয়েছিল। এদিন ♚হাত লাগতেই সেটি ফেটে যায়। উড়ে যায় বাঁ হাতের তালু।
বাংলার মুখ খবর