তৃণমূল কংগ্রেস বিধায়ক ডাঃ নির্মল মাঝি মা সারদা হিসাবে তুলে ধরেছিলেন বাংলার মুখ্যমন্ত্র🙈ী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের উদাহরণ টানলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। যিনি সম্প্রতি বিজেপি সংস্রব ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার বেফাঁস মন্রব্য নিয়ে শোরগোল রাজ্য–রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রানি রাসমণির সঙ্গে তুলনা করেন তিনি।
ঠিক কী বল✨েছেন বাগদার বিধায়ক? রবিবার বনগাঁয় তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ছিল। সেখানে অনেকে উপস্থিত ছিলেন। ওই ভরা সভায় বিশ্বজিৎবাবু মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী রানি রাসমণির মতো করে কাজ করছেন। তাঁর মতো করেই আমাদের মনে জায়গা করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ বছর সকলে মনে রাখবেন মুখ্যমন্ত্রীকে।’ এরপরই সমালোচন🦂া শুরু হয়।
ঠিক কী বলছে বিরোধীরা? এই বিষযে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন💖, ‘উনি বিজেপি ভোটে জিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ লাস্ট বেঞ্চে রয়♛েছেন। সানমে যাওয়ার জন্য এসব কথা বলছে। ১০০টার মধ্যে যে ৯৯টি মিথ্যা কথা বলে তার সঙ্গে রানি রাসমণির তুলনা! ওনার পড়াশুনা করা উচিত।‘ সিপিআইএম নেতা পীযুষকান্তি সাহা বলেন, ‘উনি কোন দলের বিধায়ক এখনও সেটার ঠিক নেই൲। এসব কথা বলে আখের গোছানোর চেষ্টা করছেন।’
কিন্তু কেন এমন মন্তব্য করলেন বিধায়ক? এই বিষয়ে সংবাদমাধ্যমে বিশ্বজিৎ দাস বলেন, ‘রানি রাসমণি যেভাবে পিছিয়ে পড়া, দরিদ্র মানুষের জন্য কাজ করেছেন। মুখ্যমন্ত্রীও ঠিক সেভাবেই মানুষের জন্য ভাবেন, তাঁদের জন্য কাজ করছেন। তাই এই ত🌠ুলনা।’ নির্মল মাজির মন্তব্যের পর রামকৃষ্ণ মিশন থেকে বিবৃতি দিতে হয়েছিল। এবার কোন🌼 দিকে জল গড়ায় সেটাই দেখার।