একাকী বৃদ্ধার ফ্ল্যাটে লুঠপাট চালিয়ে পুলিশের তৎপরতায় কয়েক মিনিটের মধ্যে ধরা পড়ল অভিযুক্তরা। ঘটনা বিধাননগরের পূর্বাচলের। অভিযোগ, লুঠপাট 🍰চালানোর আগে বৃদ্ধাকে ইনজেকশন দিয়ে অচৈতন্য করে পরিচারক ও আরও ১ যুবক। এমনকী গলা টিপে অভিযুক্তরা তাঁকে খুনের চেষ্টা করে বলেও অভিযোগ।
আরও পড়ুন - ছ'🐷টাতেই হারব, আগেই জানতাম, উপ নির্বাচন🧸ের ভরাডুবির পরে মুখ খুলেই বললেন দিলীপ ঘোষ
পড়তে থাকুন - ‘কলকাতায় বসে সিদ্ধান্ত নিলে এরকমই হবে, BJPর এই নেতৃত্ব মানুষকে মানুষ ভাবে🐠 না’
আক্রান্ত ছায়া সেনগুপ্ত কলকাতার একটি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। গত মাসেই তাঁর স্বামী প্রয়াত হয়েছেন। তার পর থেকে বিধাননগরের পূর্বাচল এলাকার ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। অভিযোগ, শনিবার সকালে তাঁর ফ্ল্যাটে ঢোকেন পরিচারক শুভঙ্কর ও এলাকায় ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার কাছে যুক্ত বেসরকারি সংস্থার এক কর্মী। ছায়াদেবী জানিয়েছেন, ফ্ল্যাটে ঢুকেই তাঁর গলা টিপে ধরে এক যুবক। অন্য যুবক তাঁর বাঁ হাতে একটি ইনজেকশন দেয়। এর কয়েক মিনিটের মধ্যে নিস্তেজ হয়ে পড়েন তিনি। এর পর আলমারি খুলে প্রায় ৩ লক্ষ টাকা ও প্রচুর স🧔োনার গয়না নিয়ে পালায় ২ যুবক। ফ্ল্যাট ছেড়ে যাওয়ার সময় বাইরে থেকে তালা দিয়ে চাবি ভিতরে ছুড়ে ফেলে যায়।
লুঠেরারা ফ্ল্যাট ছাড়তেই পুলিশকে ফোন করেন বৃদ্ধা। পဣুলিশ আধিকারিকরা সঙ্গে⭕ সঙ্গে পৌঁছন ফ্ল্যাটে। কিন্তু কে বা কারা লুঠ করেছে তা বুঝতে পারেননি বৃদ্ধা। এর পর পুলিশ আধিকারিকরাই সিসিটিভি ফুটেজ দেখে তাদের সনাক্ত করেন। কিছুক্ষণের মধ্যেই আটক করা হয় তাদের। লুঠের সামগ্রীর খোঁজে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।
আরও পড়ুন - ‘ডোন্ট গেট ওয়ার🌱িড’, উপ নির্বাচনে ভরাডুবিক♚ে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু
এই ঘ𒈔টনায় কলকাতা ও শহরতলিতে একাকী বসবাসকারী প্রবীণদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কী ভাবে দিনে দুপুরে বৃদ্ধাকে লুঠ করার সাহস অভিযুক্তরা পেল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।