আনন্দপুর শিশুপাচারকাণ্ডে এবার জড়াল এক চিকিৎসকের নাম। বৃহস্পতিবার একথা ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚজানিয়েছেন তদন্তকারীরা। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত মম🌟তা পাত্র তাঁদের এক চিকিৎসকের নাম জানিয়েছেন বলে লালবাজার সূত্রে খবর। তবে চিকিৎসকের নাম এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ।
আনন্দপুর শিশুপাচারকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন কলকাতার কড়েয়া এলাকার দরগা রোডের একটি পরীক্ষাকেন্দ্রের রক্ত সংগ্রহের দায়িত্বে থাকা গোলাম আম্বিয়া ও টাকার বিনিময়ে গর্ভ ভাড়া দেন, মমতা পাত্র নামে এমন এক মহিলা। গোয়েন্দা সূত্রে খবর, মমতা পাত্র জেরায় এক চিকিৎসকের নাম জানিয়েছেন। তাঁর দাবি, ওই চিকি𝐆ৎসকের তত্ত্বাবধানেই ডিম্বাণু - শুক্রাণু নিষেক ও তা গর্ভ ভাড়া দেওয়ার মহিলার দেহে স্থাপন করা হত। তবে এই চিকিৎসকের ব্যাপারে বিস্তারে জানাতে চাইছে না লালবাজার।
বুধবার ধৃতদের নিয়ে বেহালার বকুলতলায় একটি IVF সেন্টারে হানা দেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ২০১৭ সাল থেকে সেখানে চিকিৎসা করাচ্ছিলেন কল্ꦆযাণী গুহ নামে ওই নিঃসন্তান মহিলা। গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, রক্তের নমুনা নিতে গিয়ে🦹 কল্যাণীকে টাকার বিনিময়ে শিশু এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন গোলাম সাম্বিয়া। তাতে কল্যাণীদেবী রাজি হলে তাঁর সঙ্গে এই পাচারচক্রের অন্যতম চক্রী লাল্টি দের পরিচয় করিয়ে দেন তিনি।
গোয়েন্দাদের অনুমান, এই প🥃াচারচক্র ছড়িয়ে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুরসহ বেশ কয়েকটি জেলায়।