আজও শীতে কাঁপছে কলকাতা-সহ পুরো রাজ্য। গতকালের থেকে পারদ আরও নীচে নেমে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন আজ।পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ার পর রাজ্যে হু হু করে ঢুকছে কনকনে উত্তুরে হাওয়া। তার জেরে বুধবার থেকেই দ্রুত পারদের পতন হয়। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছিল। গতকাল সেই তাপমাত্রা একধাক্কায় নেমে আসে ১১.৯ ডিগ্রি সেলসিয়াসে। সঙ্গে বইছিল কনকনে উত্তুরে হাওয়া। আজও একইভাবে ঠান্ডা হাওয়ায় কাবু মহানগরী। দিনের বেলাও তাপমাত্রা বেশি বাড়বে না।কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিও শীতের দাপটে কাঁপছে। জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। ইতিমধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আট বছর পর আজ ফের কলকাতার পারদ ১১ ডিগ্রির নীচে নামতে পারে। ২০১১ সালে ২২ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রির নীচে নেমেছিল। সেবার তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি। এদিকে, আগামী কয়েকদিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে সপ্তাহান্তে তো বটেই বড়দিনেও রাজ্যে জাঁকিয়ে শীত থাকবে।