ভারত-পাক সংঘর্ষ বিরতি। আপাতত কেউ গুলি গোলা 𓃲আর ছুঁড়বে না অপরের দিকে। সংঘর্ষ বিরতির ঘোষণা হতেই সোস্য়াল মিডিয়ায় কী লিখলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর।
তবে লড়াই চলার সময়তেও সಞিপিএমের নেত্রীর আবেদন ছিল লড়াই থামানোর পক্ষে। এনিয়ে নানা আক্রমণের মুখেও পড়তে হয়ে🌠ছিল তাঁকে।
তবে এবার সংঘর্ষ বিরতির পরে তিনি বলছেন, 'হতেই পারে বেলেঘাটার বল্টুর চাইতে 🥂দেশের প্রতিরক্ষা মন্ত্রক কম বোঝেন, কম দেশপ্রেমিক!
যাই হোক! ভারত সরকারের সময়োচিত পদক্ষেপ🐬ের জেরে এই বোঝাপড়া। যারা ভুগলেন, যাঁদের প্রাণ গেল, আমার প্রার্থনা তাঁদের জন্য। ভারতের ঐক্য, শান্তির জয় হোক।' লিখেছেন দীপ্সিতা।
এরপর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের 𒀰ট☂ুইটের একটি স্ক্রিনশট তুলে ধরেছেন তিনি।
এদিকে সিপিএমও এই সংঘর্ষ বিরতিকে স্বাগত জানিয়েছে। সিপিএমের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে. উভয় দেশের মানুষই শান্তি চান তাঁদের উন্নয়নের জন্য।পাকিস্তানকে নিশ্চিত করতে হবে যে তাদের সীমান্তের মধ্য়ে জঙ্গি কার্যকলা🌠প বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে। আর যাতে সংঘাত না হয় সেটা নিশ্চিত করতে হবে।
এদিকে দীপ্সিতার পোস্টের জবাবে নেটিজেনরা নানা কথা লিখছেন। একজন লিখেছেন আপনার পোস্ট দেখেই লড়াই থামল। একেবারে মাস্টারস্ট্রোক। আবার ধন্যবাদ। একজন লিখেছেন, সব বুঝলাম কবে থেকে কৌটো আর ক্র🌊াউড ফান্ডিং শুরু হবে যুদ্ধের নামে?
অপর একজন লিখেছেন আপনি যে ব♐িদেশমন্ত্রক আর প্রতিরক্ষামন্ত্রক গুলিয়ে ফেলেছেন এটা বু꧙ঝলাম।
অপর একজন লিখেছেন, আমাদের দেশবাসীর খুনিরা খোলা আকাশে ঘুরে বেড়াবে আর ট্রাম্প তার ব্যবসায়িক স্বার্♑থ সুরক্ষিত করবে এটাই কি ন্য়ায় দেশের প্রতি🐈?
এই কমেন্টের জব🐻𝓰াবে দিপ্সীতা লিখেছেন, মোদীকে বলুন আমায় কেন বলছেন?
নানাজনে নানা মন্তব্য করছেন দীপ্সিতার পোস্টের পরে। তবে গত কয়েকদিন ধরেই দীপ্সিতার পোস্টকে ঘিরে বাংলার ময়দানে চর্চা তুঙ্গে। অনেকেই বলছেন জন🐭তার মনে কিছুটা ভেসে থাকার জন্য আপাতত সোস্য়াল মিডিয়াকেই হাতিয়ার করেছেন সিপিএমের একাধিক নেতা নেত্রী। এমন কিছু পোস্ট করা হচছে যাতে নতুন বিতর্ক তৈরি হচ্ছে।