সম্প্রতি বাংলায় শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিভাগে নিয়োগে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। দুর্নীতির কারণে মাসখানেক আগে এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তার ফলে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর। এখনও আন্দোলন চলছে চাকরিহারাদের। সেই আবহে এবার হজ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠল বাংলায়। এমনটাই অভিযোগ তুলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ, হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে বাংলায় দুর্নীতি হয়েছে।
আরও পড়ুন: ডোমজুড়ে নওশাদের গাড়িতে লরির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন বিধায়ক
এই অভিযোগ তুলে সপ্তাহ খানেক আগেই সেন্ট্রাল হজ কমিটির অফিস পরিদর্শন করেছিলেন নওশাদ। তাঁর অভিযোগ, হজ কমিটি এবং কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু দফতরের মন্ত্রীকে বিষয়টি জানিয়েও কোনও সাড়া পাননি। তাই এবার তিনি এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবার রাজ্য বিধানসভার বাইরে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন নওশাদ।
বিধায়কের অভিযোগ, হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম রয়েছে বাংলায় সেই নিয়ম মানা হয়নি। নিয়ম বহির্ভূতভাবেই ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে। আর যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, নিয়ম অনুযায়ী ১৫০ জন হজ যাত্রী পিছু একজন করে ইন্সপেক্টর নিয়োগ করতে হয়। এই নিয়োগের জন্য প্রথমে সরকারি কর্মীদের আবেদন করতে হয়। তারপরে লিখিত পরীক্ষা হয়। পরীক্ষার উত্তীর্ণ হলে মুম্বইয়ে দুদিনের প্রশিক্ষণ হয় বা তারও বেশি হতে পারে। তারপরে তাঁদের হজ যাত্রীদের দেখাশোনার জন্য নিয়োগ করা হয়। তবে নওশাদের অভিযোগ, পরীক্ষায় না বসে এবং প্রশিক্ষণ না নিয়ে অনেকে ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, পরীক্ষা দিয়ে পাশ করা এবং প্রশিক্ষণ পাওয়া প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে।