রহস্যজনক মৃত্যু মা ও ছেলের। দমদমের নবপল্লী এলাকা থেকে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার হল। আর এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মা–ছেলের দেহ উদ্ধার করেছে দমদম থানার পুলিশ। এই বাড়ি থেকে পচা দুর্গ𒊎ন্ধ বেরোচ্ছিল। প্রশ্ন উঠছে, এটা কী আত্মহত্যা? নাকি খুন? গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, হাওড়ার আন্🌱দুলের বাসিন্দা শ্রাবনী পাল এবং তাঁর ছেলে সন্দীপ পাল। এই দমদমের বাড়িতে ৬ মাস আগে ভাড়া নিয়ে তাঁরা থাকতে শুরু করেন। এমনকী তিন মাস বাড়ি ভাড়াও দেন। কিন্তু পরে আরও তিন মাস বাড়ি ভাড়ার টাকাও দিতে পারেননি তাঁরা। এই নিয়ে বাড়িওয়ালা–কে জানান কয়েকদিন তাঁরা থাকবেন না। আজ মৃতদেহ উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এই পরিবার বাড়ি থেকে বিশেষ বেরোতেন না। বাড়ির মালিককে আর্থিক সমস্যার কথা জানালে তাঁদের সময় দেওয়া হয়। কিন্তু বিরক্ত করা হয়নি। এমনকী বাড়ি ভাড়ার জন্য যোগাযোগ করা হয়নি। এদিন𝓡 সন্দীপের মামা কোনও খবর না পেয়ে এই বাড়িতে আসেন। বারবার কলিং বেল বাজিয়েও কোনও সাড়া পাননি তিনি। তখন বাড়ির দরজা ভাঙলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আর তাঁদের পচাগলা দেহ পড়ে থাকতে দেখা যায়।
এই ঘটনার পর বাড়ির মালিক থানায় ফোন করে পুলিশ ডাকেন। মৃতদেহের পাশ থেকে দমদম থানার পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করে। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান দেনায় জর্জড়িত হয়ে ছিলেন মা–ছেলে। তা থেকেই এই নির্মম পথ বেছে নিয়েছেন তাঁরা। তবে কিভাবেജ তাঁদের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।