আবারও সেই একই মোডাস অপারেন্ডি। আবারও পাসপোর্ট তৈরির আবেদন জানিয়ে সঙ্গে নথি হিসাবে ভুয়ো 🌠বার্থ সা﷽র্টিফিকেট পেশ। পুলিশ তথ্য যাচাই করতেই ধরা পড়ে গেল জালিয়াতি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। কিন্তু, এবারের এই ঘটনায় যাঁকে পাকড়াও করা হয়েছে, তিনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ⛄এহসাহান খান। তিনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। কিন্তু, বর্তমানে থাকছিলেন কলকাতার গার্ডেনরিচ এলাকায়। সম্প্রতি পাসপোর্ট তৈরির আবেদন জানান তিনি। সেই আবেদনপত্রের সঙ্গে নথি হিসাবে জমা করেছিলেন জন্মের শংসাপত্র। সেই শংসাপত্র তৈরি করা হয়েছিল গোসাবা থেকে!
শংসাপত্রটি দেখে সন্দেহ হয় কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন শাখার সদস্যদের। খোঁজ নিয়ে জানা যায়, আসলে ওই বার্থ সার্টিফিকেটটি জা🅰ল! এরপরই ওই যুবককে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, মোটামুটি গত দেড় থেকে দু'সপ্তাহের মধ্য়ে এমন অন্তত তিনটি ঘটনা সংবাদমাধ্যমে উঠে এসেছে। প্রত্যেকটি ক্ষেত্রেই ভুয়ো বার্থ সার🦋্টিফিকেট জমা দিয়ে পাসপোর্ট তৈরির আবেদন জানানো হয়েছে। বারবার এমন ঘটনা কীভাবে ঘটছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কোনও নির্দিষ্ট চক্র এই কুকীর্তি করে বেড়াচ্ছে কিনা, সেটাও 🧸তদন্ত করে দেখা হচ্ছে।