পরবর্তী খবর
বাংলা নিউজ > হাতে গরম > বিছানায় কিং কোবরা! না নড়ে শান্তভাবে ভিডিয়ো করলেন ব্যক্তি, তারপরেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা
শান্তির ঘুম নিমেষে পাল্টে গেল আতঙ্কে। বিছানার উপর ভয়ঙ্কর সাপ। দেখা মাত্রই রীতিমতো লাফিয়ে ওঠার কথা। কিন্তু সাহসী ওই ব্যক্তি চুপচাপ শান্ত অবস্থায় পড়ে থাকলেন বিছানায়। বরং রেকর্ড করলেন সাপটির গতিবিধি। তাঁর পায়ের উপর দিয়ে তাঁর ঠিক সামনে ফণা তুলে দাঁড়ায় সাপটি। তখনই ঘটল আসল ঘটনা।
আরও পড়ুন - থামছে না চুরি, এবার চরম সিদ্ধান্ত নিলেন প্রবীণ সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, কী বললেন ভিডিয়োতে?
দেখুন ভিডিয়ো
কী করল সাপটি?
ঘটনার ভিডিয়ো ভাইরাল নেটে। দেখা যায়, সাপটি ফণা তুলে চোখে চোখ রাখতেই একটু ভয় পেয়ে যান ওই ব্যক্তি। তিনি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে নেমে যান খাট থেকে। সাপটি ওই অবস্থাতেই ফণা তুলে দাঁড়িয়ে থাকে। টাইমস নাওয়ের রিপোর্ট মোতাবেক ঘটনাটি উত্তরাখণ্ডের। ভাইরাল ভিডিয়োটি রীতিমতো ভয় পাইয়ে দিয়েছে নেটিজেনদের।