কলকাতায় কর্মী নিয়োগ করছে কমপক্ষে তিনটি সংস্থা। ইনফোসিসের তরফে আগামী ফেব্রুয়ারির গোড়ার দিকেই নিউ টাউনের ক্যাম্পাসে ‘ওয়াক-ইন রিক্রুটমেন্ট ড্রাইভ’-র আয়োজন করা হয়েছে। তাছাড়াও নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর্নস্ট অ্যান্ড ইয়ং এবং বিটি গ্রুপের তরফে। যেদিন ইনফোসিসের ‘ওয়াক-ইন রিক্রুটমেন্ট ড্রাইভ’ হবে, তার ঠিক আটদিনের মাথায় আর্নস্ট অ্যান্ড𝓡 ইয়ং গ্রুপের ওয়াক-ইন-ইন্টারভিউ হবে বলে জানানো হয়েছে। আর সেই তিনটি সংস্থার নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিন।
ইনফোসিস কলকাতায় ‘ওয়াক-ইন রিক্রুটমেন্ট ড্রাইভ’
ভারতের অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস কলকাতায় ‘ওয়াক-ইন রিক্রুটমেন্ট ড্রাইভ’-র আয়োজন করেছে। আগামী মাসের শুরুর দিকেই সেই ইন্টারভিউ হবে। ইনফোসিসের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক সিভি, বৈধ সচিত্র সরকারি পরিচয়পত্র এবং দুটি পাসপোর্ট ছবি ন🌳িয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের।
১) ইন্টারভিউয়ের দিনক্ষণ ও সময়: ৮ ফেব্রুয়ারি (শনিবার), সকাল ১০ টা থꦐেকে শুরু𓃲 হবে।
২) ইন্টারভিউয়ের ঠিকানা: ইনফোসিস কলকাতা ক্যাম্পাস, নিউ টাউন রোড, হাতিশালা, পশ্চিমবঙ্গ, কলকাতা- ৭০০১৩৫ (Infosyꦰs Kolkata campus, New Town Road, Hat♏isala, West Bengal -700135)।
৩) রেজিস্টার করার লিঙ্ক -
কলকাতার ইনফোসিসে কোন কোন পদে নিয়োগ করা হবে?
১) Oracle Apps Technical (২-১০ বছর)
২) Oracle PL/SQL (৩-৮ বছর)
৩) Oracle EBS/Cloud/Fusion SCM (১-১০ বছর)
৪) Oracle EBS/Cloud/Fusion Financials (২-১০ বছর)
৫) Oracle EBS/Cloud/Fusion HCM (১-১০ বছর)
৬) Oracle Apps Database administration (DBA)/Oracle Core Database administration (DBA) (৩-১০ বছর♊)
৭) OBIEE/ODI (২-১০ বছর)
৮) Workday (১-১৫ বছর)
৯) Hyperion (২-১০ বছর)
আরও পড়ুন: Career Sugge๊stion: ভারতে বড়লোক হত✤ে হলে কোন কেরিয়ার ভালো? কলেজ পাস করে কী করবেন
EY GDS মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ
১) বহুজাতিক সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের (EY) তরফে কলকাতায় নিয়োগ করা হ🐈বে।
২) আগামী ১৫ ফেব্রুয়া🍬রি (শনিবার) সকাল ৯ টা ৩০ মিনিট থেকে বিকেল ৪ টে ৩০ মিনিট পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া চলবে।
৩) EY-র তরফে জানানো 🙈হয়েছে, প্রাথমিকভাবে রেজিস্টার করতে হবে প্রার্থীদের। তারপর ব্রিটিশ বহুজাতিক সংস্থার তরফে সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হবে। নির্ধারণ করা হবে ইন্টারভিউয়ের 🐽সময়।
৪) রেজিস্টার করার লিঙ্ক -
BT গ্রুপে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?
🌱১) কাস্টমার সার্ভিস সাপোর্ট অ্যাডভাইসর (Customer Service Support Advisor) - ।
২) কলিগ ♐সার্ভিস সাপোর্ট অ্যাডভাইসর (Colleague Service Support Advisor) - ।
৩) ঠিকানা: ডিএলএফ আইটি পার্ক, ফেজ ২, আইআইএফ/১, কলকাতা (DLF IT Park, Phase II, IIF/1, Kol🉐kata)।