ভারতের টেস্ট দল থেকেও কার্যত বাতিলের খাতায় পড়ে গিয়েছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহ൲ানে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚআগে দলীপ ট্রফির মঞ্চেও রাহানেকে যাচাই করার প্রয়োজনীতা অনুভব করেননি জাতীয় নির্বাচকরা। তবে তিনি যে এখনও ফুরিয়ে যাননি, কাউন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে সেটা প্রমাণ করে চলেছেন রাহানে।
গত ওয়ান ডে কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পরপর হাফ-সেঞ🐠্চুরি করে লেস্টারশায়ারকে সেমিফাইনালে তোলেন অজিঙ্কা রাহানে। এবার গ্ল্য়ামারগনের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে দাপুটে শতরান করে দলকে ইনিংস হারের লজ্জা এড়াতে সাহায্য করলেন ভারতীয় তারকা।
গ্ল্যামারগনের বিরুদ্ধে কাউন্টি ম্যাচের প্রথম ইনিংসে নিশ্চিত হ💝াফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন রাহানে। তিনি ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৭ বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন প্রথম ইনিংসে। লেস্টারশায়ার প্রথম ইনিংসে অল-আউট হয় ২৫১ রানে।
পরে গ্ল্যামারগন তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৫৫০ রানের বিশাল ইনিংস🌠 গড়ে তোলে। অর্থাৎ, তারা প্রথম ইনিংসের নিরিখে ২৯৯ রানের বড়সড় লিড নিয়ে নেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লেস্টার একসময় ৭৪ রানে ৩ উইকেট হারিܫয়ে বসে। সেখান থেকে পিটার হ্যান্ডসকম্বকে সঙ্গে নিয়ে পালটা লড়াই চালান অজিঙ্কা।
আরও পড়ুন:- চার-ছক্কার ঝড়ে ৩২৫ স্ট𒊎্রাইক-রেটে রিঙ💞্কু সিংয়ের তাণ্ডব, তবু হারতে হল তাঁর দলকে
রাহানে দ্বিতীয় ইনিংসে ৭টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরান🍌ের গণ্ডি টপকে যান ১৩টি চার⛦ ও ১টি ছক্কার সাহায্যে ১৭৯ বলে। যদিও সেঞ্চুরি পূর্ণ করার পরেই আউট হয়ে বসেন ভারতীয় তারকা। তিনি ১৯২ বলে ১০২ রান করে সাজঘরে ফেরেন।
চতুর্থ তথা শেষ দিনের চায়ের বিরতিতে লেস্টারশায়ার তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ৩৪৪ 🐽রান সংগ্রহ করে। অর্থাৎ, তাদের হাতে লিড ছিল ৪৫ রানের। রাহানের পাশাপাশি সেঞ্চুরি করেন পিটার হ্যান্ডসকম্ব। তিনি চায়ের বিরতিতে ২৩০ বলে ১২৬ রান করে অপরাজিত থাকেন। মারেন ১৬টি চার।