শুভব্রত মুখার্জি:- লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টের প্রতি বল যেন এক একটি ইভেন্ট। ক্রিকেটের ঐতিহ্যবাহী এই ফর্ম্যাটে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। শুক্রবার থেকে সিলেটে শুরু হয়েছে এই দুই দলের প্রথম টেস্ট। ইতিমধ্যেই প্রথম দিনের খেলা হয়ে গিয়েছে। বলা ভালো নাটকীয় প্রথম দিনের খেলা হয়ে গিয়েছে এদিন। যেখানে দিনের সিংহভাগ সময়ে এগিয়ে থেকেও দিন শেষে বেশ ব্যাকফুটে বাংলাদেশ দল।
টাইগারদের বিরুদ্ধে এদিন শ্রীলঙ্কা প্রথম দিনেই অল আউট হয়ে গিয়েছে। যদিও এই ইনিংসে তাদের দুই ব্যাটার শতরান করেছেন। তবুও এই ইনিংসে ৩০০ রানের গন্ডি পেরোয়নি তারা। যেখানে আবার রয়েছে একটি দ্বিশতরানের পার্টনারশিপও। তারপরেও তিনশো রান করতে না পারার মধ্যে দিয়েই এক অনাকাঙ্খিত রেকর্ড গড়ে ফেলেছে শ্রীলঙ্কা দল।
টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এক ইনিংসে একটি দ্বিশতরানের পার্টনারশিপ থাকার পরেও সবথেকে কম রানে অলআউট হয়ে যাওয়ার অনাকাঙ্খিত নজির গড়েছে শ্রীলঙ্কা দল। এদিন সিলেটে বাংলাদেশের বিরুদ্ধে একটি দ্বিশতরানের পার্টনারশিপের পরে ও মাত্র ২৮০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা দল। আর এর মধ্যে দিয়েই নজির গড়েছে তারা। ভেঙে দিয়েছে ৩৯ বছর আগেকার এক নজিরকে।
১৯৮৫ সালে ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ড অল আউট হয়েছিল ২৮৩ রানে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ১৯৬৮ সালের অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। ওই ম্যাচে অজি দল ২৮৪ রানে অলআউট হয়ে গিয়েছিল। এই তালিকায় পরবর্তী স্থানে রয়েছে ২০০০ সালের পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। এই ম্যাচে পাক দল ২৮৮ রানে অলআউট হয়েছিল। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত বনাম ইংল্যান্ডের ১৯৫২ সালের ম্যাচ। এই ম্যাচে ভারতীয় দল অল আউট হয়ে গিয়েছিল ২৯৩ রানে।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দল ২৮০ রানে অলআউট হয়ে যায়। জবাবে দিন শেষে বাংলাদেশের স্কোর ৩২ রানে ৩ উইকেট। শুক্রবার দিনের শুরুতেই বেশ চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। মাত্র ৫৭ রানে তারা হারায় তাদের পাঁচ জন টপ অর্ডার ব্যাটারকে। এরপরে ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভা এবং কামিন্দু মেন্ডিস। দুজনে মিলে জুটিতে তোলেন ২০২ রান।
আরও পড়ুন:- CSK vs RCB Live Score Updates, IPL 2024: দাপুটে জয়ে আইপিএল ২০২৪ শুরু চেন্নাইয়ের
দলীয় ২৫৯ রানে কামিন্দু মেন্ডিস আউট হলে ভাঙে জুটি। এই ইনিংসে কামিন্দু এবং ধনঞ্জয় ডিসিলভা দুজনেই করেছেন শতরান। দুই ব্যাটার ১০২ রান করে আউট হয়েছেন। দুই সেট ব্যাটারকেই ফিরিয়েছেন নাহিদ রানা। তিনি ৮৭ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়াও টাইগারদের হয়ে খালিদ আহমেদ নিয়েছেন তিনটি উইকেট।