মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুগ্মভাবে সব থেকে বেশি ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া চেন্নাই সুপার কিংসের জন্য চলতি আইপিএল কোনও দুঃস্বপ্নের থেকে কম নয়। তারা প্রথম দল হিসেবে এই মরশুমে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে।
অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটের জন্য টুর্নামেন্টের মাঝপথেই ছিটকে যান। এর পর নেতৃত্ব চলে যায় মহেন্দ্র সিং ধোনির হাতে। তবে ক্যাপ্টেন ধোনির জাদুও দলের অবস্থায় বদল আনতে পারেনি। বুধবার পঞ্জাব কিংসের কাছে হেরে যাওয়ার পরে সিএসকের সিইও কাসি বিশ্বনাথনকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলতে দেখা যায়। তার পর থেকেই থালার আইপিএল কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পঞ্জাব কিংসের কাছে হেরে প্লে-অফের লড়াই থেকে ছিটকে যায় সিএসকে
বুধবার চেন্নাই সুপার কিংস চলতি আইপিএলে তাদের দশম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুরুতে ব্যাট করে। তবে তারা পুরো ২০ ওভার খেলতে পারেনি। যুজবেন্দ্র চাহলের হ্যাট্রিকের কারণে চেন্নাই ১৯.৪ ওভারে ১৯০ রানে অল-আউট হয়ে যায়। স্যাম কারান ৪৭ বলে ৮৮ রানের ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ২ বল বাকি থাকতে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয়। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৪১ বলে ৭২ রান করেন। প্রভসিমরন সিং ৩৬ বলে ৫৪ রানের অসাধারণ ইনিংস খেলেন।
আইপিএলে কখনও এমন লাঞ্ছিত হয়নি চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংস আইপিএলে কখনও এমন লাঞ্ছিত হয়নি। মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে এই প্রথমবারের মতো ধোনিকে পরপর দুটি মরশুমের ফাইনালে দেখা যাবে না। কেননা টানা দ্বিতীয়বার চেন্নাই সুপার কিংস প্লে-অফের লড়াই থেকে ছিটকে যায়।
চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল। টুর্নামেন্ট পা দিয়েছে ১৮তম মরশুমে। সিএসকে এখনও পর্যন্ত ১১ বার ফাইনাল খেলেছে। ৫ বার চ্যাম্পিয়নও হয়েছে। তবে চলতি মরশুমে চেন্নাইয়ের দুর্দশা দেখে বিশ্বাস করা কঠিন যে একসময় আইপিএলে তাদেরই রাজত্ব ছিল।
সিএসকের সিইও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলেন
পঞ্জাবের বিরুদ্ধে দলের পরাজয়ের পরে চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথন মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কথা বলেন। ধোনি পাশ দিয়ে যাওয়ার সময় বিশ্বনাথন তাঁকে থামিয়ে কিছুক্ষণ কথা বলেন। সেই সময় সিএসকে অধিনায়ক তাঁর গ্লাভসও খোলেননি। কথোপকথনের সময় উভয়ের মুখে হাসি ছিল, তাই বলা যায় কোনও গুরুত্বপূর্ণ কথা হয়নি। তবুও এবছর চেন্নাইয়ের এমন হতাশাজনক পারফর্ম্যান্সের পরে ধোনিকে ডেকে চেন্নাই সিইও-র কথা বলা দেখে মাহির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আগামী বছর আইপিএলে খেলতে দেখা যাবে না ধোনিকে: পোলক
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার শন পোলক ভবিষ্যদ্বাণী করেছেন যে, মহেন্দ্র সিং ধোনিকে আগামী বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলতে দেখা যাবে না। তিনি ক্রিকবাজের সঙ্গে কথোপকথনে বলেছেন যে, যদি ধোনি পরের মরশুমেও খেলতে নামেন, তাহলে তিনি অবাক হবেন। যদিও গত ২-৩টি আইপিএল থেকেই এই প্রশ্ন উঠে আসছে যে, ধোনি ফের মাঠে নামবেন কিনা। কিন্তু প্রতিবারই জল্পনায় জল ঢেলে ধোনিকে মাঠে নামতে দেখা গিয়েছে। ধোনির এখনই বয়স ৪৩ বছর।