India's squad for tour of Australia: ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষান একসময় ভারতের সীমিত ওভারের দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। প্লেয়িং ইলেভেনে নিয়মিত না থাকলেও স্কোয়াডেই থাকতেন তিনি। কিন্তু এখন অনেক কিছু বদলে গিয়েছে। দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন ইশান কিষান। ১১ মাস আগে তিনি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তিনি ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর থেকে হঠাৎ বি🌱রতি নেওয়ার সিদ্ধান্ত নেন। তারপর থেকে টিম ইন্ডিয়াতে আর ফেরেননি ইশান। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিও হারাতে হয়েছে তাকে। তবে ইশান এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া।
কবে দূর হবে ইশানের এই হতাশা?
২৬ বছর বয়সি ইশান অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত এ দলের অংশ। সম্প্রতি দলীপ ট্রফি ও রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি ইনিংস করে বিসিসিআই-এর নজর কেড়েছেন ত𒁃িনি। ইশান যদি ভারত এ-এর হয়ে স্প্ল্যাশ করতে সফল হন তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরে আসতে পারেন বলে মনে করা হচ্ছে। যাইহোক, কবে ইশানের এই হতাশা দূর হবে? কিছুই বলা যাচ্ছে না। তবে ইশান বলেছেন যে এই বিরতি তাকে অনেক কিছু শিখিয়েছে।
আরও পড়ুন… IPL 2025: কেএল রাহুল নয়, এই বিদেশি খেলোয়াড়ের উপর বড় বাজি ধরতে চলেছে সঞ্জীব গওোয়েঙ্কার LS⭕G
আপনি কি জানেন টিম মিটিংয়ে কী হয়?
টাইমস অফ ইন্ডিয়াকে ইশান বলেন, ‘আমি এখনই খেলতে খুব মরিয়া। যখনইꦯ সুযোগ পাব, বোলারদের মারব। আমি পুরো শক্তি দিয়ে খেলব। আমি আন্তর্জাতিক ম্যাচ খেলতে মরিয়া। আমি জানি কেউ দলে ফিরলে টিম মিটিংয়ে কী হয়। হালকা আড্ডা আছে এবং আমিও স𒅌েই জিনিসগুলো নিয়ে খুব উত্তেজিত। আমি যখনই সুযোগ পাব, আমি আমার সমস্ত শক্তি দিয়ে খেলব।’
‘এখন আমি জানি কোথায় থামতে হবে’
এই উইকেটরক্ষক আরও বলেন, ‘গত কয়েক মাসে আমি অনেক পরিপক্ক হয়ꦦেছি। আমি এখন এই খেলাটিকে যেভাবে দেখি, আমার উপলব্ধি আগের থেকে অনেক আলাদা হয়েছে। হাসি-ঠাট্টা চলতেই থাকবে। কিন্তু এখন আমি জানি কোথায় থামতে হবে, যাতে এটা আমার খেলায় বাধা না হয়। আমি এখন আরও ꧟পরিপক্ক মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং বিরতি আমাকে এই বিষয়ে অনেক কিছু শিখিয়েছে। আমি আমার জীবনের সেরা সময় পার করছি।’
হার্দিক পান্ডিয়া সব সময় ইশানের পাশে থাকতেন-
অস্ট্রেলিয়া সফরের আগে, কিশান জানিয়েছেন এই কঠিন সময়ে হার্দিক পান্ডিয়া কীভাবে তার পাশে ছিলেন। ইশান কিষান বলেন, ‘প্রত্যেক ব্যক্তিই আলাদ🌌া। আমি মনে করি সকলেই এমনভাবে ভাববে না। আমি মনে করি আমি যথেষ্ট ভাগ্যবান যে আমার চিন্তাভাবনা খুবই বাস্তব। আমি হার্দিকের (পান্ডিয়া) সঙ্গে অনেক সময় কাটিয়েছি। এটাও জানি যে সে খুবই প্র্যাকটিক্যাল। সে বলে তোমাকে সব নিয়ে কাঁদতে হবে না। আমিও সেটাই ভাবতে শুরু করেছি।’
ইশানের ভাবনাটাকে বদলে দিয়েছে হার্দিক-
ইশান কিষান জোর দিয়ে বলেছিলেন অসময়ে সব সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ইশান কিষান বলেন, ‘খুব অলꦍ্প বয়সে, আমাকে মুম্বই ইন্ডিয়ান্স 🐻তাদের দলে নিয়েছিল এবং দীর্ঘদিন ধরে হার্দিকের সঙ্গে আমার বন্ধুত্ব। তাই আমি জানি সে কেমন চিন্তা করে এবং আমি জানি সেও চায় আমি একজন মহান খেলোয়াড় হই। তাই সে আমার সঙ্গে আইডিয়া শেয়ার করে। আমি এখন খুব প্র্যাকটিকাল জায়গায় আছি। আপনি আউট হয়ে গেলেও, এটা এমন নয় যে আমি ভাবতে শুরু করি 'ইয়ে কেয়া হো গ্যায়া (এটা কী হয়েগেল!), আমি এখন পরের ম্যাচে কীভাবে পারফর্ম করব সেটা ভাবি।’
আরও পড়ুন… ভিডিয়ো: গুরবাজকে কি ধরে রাখবে KKR? শাহরুখ খানের সঙ্গে আফগান তারকার সাক্ষাতের পরে শুরཧু জল্পনা
অস্ট্রেলিয়া সফরে ভারত এ স্কোয়াড
রুতুরাজ গায়কোয়ꦺাড় (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, দেবদূত পাডিক্কাল, বাবা ইন্দ্রজিৎ, ইশান কিষান (উইকেটরক্ষক), মুকেশ কুমার, খলিল আহমেদ, যশ দয়াল, নবদীপ সাইনি, মানব সুথার, তনুশ কোটিয়ান, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), রিকি ভুই।