IND vs P🃏AK,Champions Trophy Live: দুবাইতে কিং কোহলির ম্যাজিক। ১১১ বলে অপরাজিত ১০০ রান বিরাট কোহলির। পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত। ওয়ান ডেতে ৫১তম শতরান কোহলির। ম্যাচের সেরা হলেꦗন বিরাট কোহলি
ভারত অধিনায়ক রোহিত শর্মা খুশি বোলারদের পারফরমেন্সে
রোহিত শর্মা বললেন, ‘যেভাবে আমরা বোলিং করেছি, সেটা সাধুবাদযোগ্য। আমরা জানতাম রাতের দিকে ব্যাটিং করা একটু সহজ হবে। রান দেওয়া কমাতে কু💮লদীপ, জাদেজা, অক্ষরদের ওপর ভরসা করেছিলাম, ওরা ভালো বোলিং করেছে। রিজওয়ান আর শাকিল পার্টনারশিপ ড়ে তুলেছিল। হার্দিক, শামি, রানার কথা ভুললেও হবে না। কখনও কখনও হাতে ৬জন বোলার থাকায় তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়াটা একটু ট্রিকি হয়ে যায়, যে সেদিন কে ক্লিক করবে।। আজ অক্ষর আর কুলদীপ পারফরমেন্স করে দেখিয়েছে। বছরের পর বছর ধরে আমরা দেখেছি বিরাট কোহলি দেশেꦉর জন্য খেলতে পছন্দ করে। ও সব সময়ই খেলতে ভালোবাসে ’! রোহিতকে তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখন তিনি ঠিকঠাকই রয়েছেন। কোনও অসুবিধা নেই।
ম্যাচ হেরে ভুল স্বীকার মহম্মদ রিজওয়ানের
রিজওয়ান বললেন, ‘আমরা টস জিতেছিলাম, কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। ভারতের বোলাররা ভালো বোলিং করেছে। আমরা চেষ্টা করেছিলাম খেলাটা গভীরে নিয়ে যেতে কিন্তু খারাপ শট খেলেছি। ওরা আমাদের চাপে ফেলে দিয়েছিল। যখন কোনও ম্যাচে হার হয়, তখন বুঝতে হবে সব বিভাগেই আমরা ব্যর্থ হয়েছℱি। আমরাও চেষ্টা করেছি ওদের চাপে রাখতে। বিরাট আর গিল খুব ভালো ব্যাটিং করেছে আর খেলাটা বের করে নিয়ে গেল। আমাদেরকে ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে, আমরা অনেক ভুল করেছি ’
IND vs PAK,Champions Trophy Live: ম্যাচের সেরা বিরাট কোহলি
বিরাট কোহলি বললেন - আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। রোহিত আউট হওয়ার পর দলের হয়ে ধরে খেলেছি এবং দলের জয়ের ক্ষেত্রে অবদান রাখতে পেরে আমি খুশি। আমি আমার খেলা🐻 বুঝি। আমার কাজ আম♉ার দলের জন্য সেরাটা দেওয়া। আমি আমার ১০০ শতাংশ দিই প্রত্যেক বলে। অবশ্যই কখনও না কখনও কঠোর পরিশ্রমের ফল পাব জানতাম। আর কঠোর পরিশ্রমের ফল পাওয়ায় ভগবানকে ধন্যবাদ। রোহিত-গিল যেভাবে শুরুটা করে দিচ্ছে সেটা আমাদের ভালো হচ্ছে। শুরুর ১০ ওভারে ৭০রান আসাটা খুব ভালো।
IND vs PAK,Champions Trophy Live: রাজার মতোই ফিরলেন বিরাট
ওয়ান🍬 ডে ক্রিকেটে ৫১তম শতরান বিরাট কোহলির। ১১১ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস কোহলির। ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দ্বিতীয় ম্যܫাচে জিতল। নকআউটের দিকে এক পা বাড়িয়ে রাখল রোহিত শর্মার দল
IND vs PAK,Champions Trophy Live: পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত, শতরান বিরাটের
খুশদিলের বোলিংয়ে ওভারের তৃতীয় বলে চা💎র মেরে নিজের শতরান করলেন বিরাট, দলকেও জেতালেন
IND vs PAK,Champions Trophy Live: ৪২ ওভার শেষে ভারতের স্কোর ২৩৮/৪
১৩ রান এল শাহিন আফ্রিদির ওভার থেকে, বিরাꦆট কোহলি শতরান থেকওে পাঁচ রান দূরে
IND vs PAK,Champions Trophy Live: ৪১ ওভার শেষে ভারতের স্কোর ২২৪/৪
বিরাট কোহলি নটআউট ৮৭ রানে, অক্ষর প্যাটেল খেলছেন ১ রানে। জয়ের জন্য 🍎ভারতের দরকার ১৭ রান, বিরাটের শতরানের জন্য দরকার ১৩। বিরাটের ব্যাটജে বল লাগলেও এই ওভারে রিভিউয়ের আবেদন করেন মহম্মদ রিজওয়ান।
IND vs PAK,Champions Trophy Live: ৪০ ওভার শেষে ভারতের স্কোর ২২৩/৪
পরপর আউট! ৪০তম ওভারের শেষ বলে শাহি🍌ন আফ্রিদি আউট করলেন হার্দিক পাণ্ডিয়াকে। ফাইন🔥 লেগের দিকে শট খেলতে গিয়ে আউট হার্দিক, ক্যাচ নিলেন মহম্মদ রিজওয়ান
IND vs PAK,Champions Trophy Live: আউট শ্রেয়স আইয়ার
৩৯তম ওভারে আউট শ্রেয়স আইয়ার। ব্যক্তিগত ৫৬🌟 রানে আউট শ্রেয়স। ৬৭ বলের ইনিংসে মারলেন পাঁচট🍒ি চার এবং ১টি ছয়। দুর্দান্ত ক্যাচ নিলেন ইমাম উল হক।
IND vs PAK,Champions Trophy Live: ৩৭ ওভার শেষে ভারতের স্কোর ২০১/২
১০০ রানের পার্টনারশিপ হয়ে গেল শ্রেয়স আইয়ার এবং বিরাট কোহলির মধ্যে। হ্যারিস রউফের ওভা🃏রে এল ১১ রান। বিরাট কোহলি এগোলেন শতরানের দিকে। অর্ধশতরান করে ফে𓆏ললেন শ্রেয়স আইয়ার।
IND vs PAK,Champions Trophy Live: ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ১৮৯/২
৩৫তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হতে পারতেন শ্রেয়স আইয়ার, কিন্তু একটুর জন্য🧔 তিনি ক্রিজে ঢুকে যান। ওভার থেকে এল চার রান, ভারতের জয়ের জন্য প্রয়োজন ৯০ বলে ৫৩ রান।
IND vs PAK,Champions Trophy Live: ৩৪ ওভার শেষে ভারতের স্কোর ১৮৫/২
আব্রার আহমেদের ৩৩তম ওভারে এল চার রান। ৩৪তম ওভারে আনা হল নাসিম শাহকে। তাঁর ওভারে বিরাট-শ্রেয়সরা তুললেন ৬রান। অর্ধশতরানের কাছে শ্ﷺরেয়স, বড় রানের দিকে বিরাটও
IND vs PAK,Champions Trophy Live: ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৭৫/২
খুশদিল শাহের প্রথম বলেই চার মারেন শ্রেয়স আইয়ার। ওভার থেকে এল মোট সাꩲত রান। ভারতের জ💙য়ের জন্য দরকার আর ৬৭ রান, অর্ধশতরানের কাছে শ্রেয়স
IND vs PAK,Champions Trophy Live: ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৬৮/২
সলমন আঘার বোলিংয়ে স্টেপ আউট করে মি🦋ড অনের ওপর থেকে ছয় মারলেন শ্রেয়স আইয়ার। জয়ের জন্য দরকার আর ৭৪ রান।
IND vs PAK,Champions Trophy Live: ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৬০/২
বিরাট কোহলি আর শ্রেয়র আইয়ারের মধ্যে ৫০+ পার্টনারশিপ হয়ে গেল। ৩০তম 🦄ওভারে এল ১০ রান। দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড প꧑য়েন্টের দিকে রিভার্স সুইপে চার মারার পর তৃতীয় বলে ফাইন লেগের দিকে প্যাডল সুইপে চার মারলেন শ্রেয়স। শেষ বলে শ্রেয়সের ক্যাচ মিস করলেন শাকিল। হাতের ক্যাচও নিতে পারলেন না।
IND vs PAK,Champions Trophy Live: ২৯ ওভার শেষে ভারতের স্কোর ১৫০/২
শাহিন আফ্রিদিকে ২৯তম ওভারের শুরুতেই মিড অনের দিক থেকে চার মারেন বিরাট কোহলি। এই ওভারেই ♔১৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। জয়ের জন্য আর দরকা๊র মাত্র ৯২ রান। হাতে রয়েছে ১২৬ বল।
IND vs PAK,Champions Trophy Live: অর্ধশতরান বিরাট কোহলির
২৭তম ওভারে অর্ধশতরান করলেন বিরাট কোহলি। আইসিসির ওডিআই ইভেন্টে এই নিয়ে ২৩তম অর্ধশতরান কোহলির, স্পর্শ করলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। জয়ে💃র দিকে এগোচ্ছে ভারত, জয়ের জন্য দরকার আর ১০৬ রান।
IND vs PAK,Champions Trophy Live: ২৫ ওভারে ভারত ১২৬/২
১৫০ বলে ভারতের দরকার আর ১১৬ রান। হাফ ওভার হয়ে গেছ💮ে। ব্যাটিং করছেন শ্রেয়স এবং বিরাট কোহলি। বিরাট খেলছেন ৪৬এ, শ্রেয়স ১১ রানে।
IND vs PAK,Champions Trophy Live: ২৩ ওভারে ভারত ১২৩/২
২২তম ওভারে আব্রার আহমেদের বোলিংয়ে আসে ৩ রান। এরপর ২৩তম ওভার করেন হ্যারিস রউফ। সেই ওভারে আসে পাঁচ রান। শ্রেয়স আইয়ার মিড উইকেটের দ𓆏িকে একটি চার মারেন।
IND vs PAK,Champions Trophy Live: ২১ ওভারে ভারত ১১৫/২
২১তম ওভারে হ♓্যারিস রাউফ দিলেন ৬ রান। ফাইন লেগের দিকে চার মারলেন বিরাট কোহলি।
IND vs PAK,Champions Trophy Live: ২০ ওভারে ভারত ১০৯/২
১৯তম ওভারে এল ৫ র♈ান। হ্যারꩲিস রউফের বলে একটু সমস্যায় পড়লেন শ্রেয়স আইয়ার। ২০তম ওভারে আব্রার আহমেদের বোলিংয়ে এল ২ রান
IND vs PAK,Champions Trophy Live: আউট শুভমন গিল
১৮তম ওভার▨ে ধাক্কা ভারতের। ব্যক্তিগত ৪৬ রানে আউট শুভমন গিল। বিরাটের সঙ্গে পার্টনারশিপে উঠল ৬৯ রান। আব্রার আহমেদের স্পিনের কাছে আউট গিল। ভারতের স্কোর ১০২/২
IND vs PAK,Champions Trophy Live: ১৭ ওভারে ভারত ৯৯/১
খুশদিল শাহের ওভারের প্রতি বলেই সিঙ্গল নিলেন বিরাট কোহলি এবং শুভমন গি﷽ল। স্ট্💮রাইক রোটেট করে স্কোর চালু রাখছেন দুজনে । গিল খেলছেন ৪৬ রানে, বিরাট কোহলি অপরাজিত ৩০ রানে
IND vs PAK,Champions Trophy Live: ১৬ ওভারে ভারত ৯৩/১
১৬তম ওভ♒ারে এল চার রান। ভারতের স্কোর ১꧅০০র কাছাকাছি পৌঁছে গেছে। শুভমন গিল অর্ধশতরানের কাছে।
IND vs PAK,Champions Trophy Live: ১৫ ওভারে ভারত ৮৯/১
১৪তম ওভারে আব্রার আহমেদের বোলিংয়ে ৩ রান নিল ভারত। স্পিনারদের বিরুদ্ধে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না🌼 কোহলি। ১৫তম ওভারে খুশদিল শাহ বোলিং করলেন, দিলেন ২ রান
IND vs PAK,Champions Trophy Live: ODIতে ১৪ হাজার রান কোহলির
১৩তম ওভার༒ে এল ১৪ রান। হরিস রাউফকে মিড অফের দিকে চার মেরে ওডিআইতে ১৪০০০ রানের ক্লাবে ঢুকে পড়লেন বিরাট কোহলি। ওভারের শেষ বলেও কভারের দিক থেকে ফের চার মারেন কোহলি
IND vs PAK,Champions Trophy Live: ১২ ওভারে ভারত ৭০/১
১২তম ওভারে এল মাত্র ৩ রান। স্ট্রাইক রোটেট করে রান তোলার চেষ্টায় ভারত। অযথা ঝুঁকি নিচ্ছে না ভারত। আগের ওভারে ক্যাচ মিস থেকে শিক্ষা নিচ্ছে গিল-বির꧂াট।
IND vs PAK,Champions Trophy Live: কপাল জোরে বাঁচলেন গিল
১১তম ওভারে হরিস রাউফের বলে ক্যাচ মিস করলেন খুশদিল শাহ। মিড উইকেটের দিকে শট খেলতে গিয়ে খুশদিলের হাতেই প্রায় ক্যাচ তুলে দিয়েছিলেন শুভমন গিল, কিন্তু সহজ ক্যাচ মিস করেন তিনি। এর আগে বিরাটের একটি শটও হাওয়ায় অনেকটা উঠেছিল। বড় ক্ষতি হতে পারে পাকিস্তানের। সেট হওয়া গিলের ক্যাচ মিস কর😼ে কি ম্যাচও মিস করল পাকিস্তান?
IND vs PAK,Champions Trophy Live: ১০ ওভারে ভারত ৬৪/১
দশম ওভারে নাসিম শাহ দিলেন মাত্র ১ রান। বিরাট কোহলি বা শুভমন গিল তেমন ঝুঁকি নিতে চাইছে না। গিল খেলছেন ৩৫ বলে ৩৫ রান করে, বিরাট অপরাজিত ১০ বলে ৬ রানে। পাওয়ারপ্লেতে ভালোই খেলল ভারতীয় টপ অর্ডার ব্যাটাররা। পাকিস্তানকে তেমন সু𝓰যোগ দিচ্ছে না।
IND vs PAK,Champions Trophy Live: ৯ ওভারে ভারত ৬৩/১
৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। উইকেটে রয়েছেন বিরাট কোহলি এবং শুভমন গিল। দুরন্ত ছন্দে দেখাচ্ছে শুভমনকে। শাহিন আফ্রিꦅদির দ্বিতীয় বলে অসাধারণ ড্রাইভ করলেন গিল। পঞ্চম বলে শহানের মাথার ওপর থেকে স্ট্রেট ড্রাইভে ফের চার মারেন গিল। শেষ বলে আসে ২ রান। এই ওভারে এল ১৪ রান।
IND vs PAK,Champions Trophy Live: ৮ ওভারে ভারত ৪৯/১
আট ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪৯। নাসিম শাহের ওভারে রানের খাতা খুললেন বিরাট কোহলি। এল মাত্র ৩ রান। এই নিয়ে ওডꦦিআইতে পাঁচবারের মুখোমুখি সাক্ষাৎে রোহিতকে তিনবার আউট করলেন শাহিন আফ্রিদি। রোহিত ৬০🐟 বল খেলে করেছেন ৫৩ রান। রোহিতের স্ট্রাইক রেট ৮৮.৩৩। গড় ১৭.৬৬
IND vs PAK,Champions Trophy Live: ৭ ওভারে ভারত ৪৬/১
ষষ্ঠ ওভারে শুভমন গিল একটিমাত্র রান নেন নাসিম শাহের বলে। এরপর সপ্তম ওভারে তিনটি চার আসে গিলের ব্যাট থেকে। দ্বিতীয় বলে মিড উইকেটের দিকে চার মারেন, এরপর চ💃তুর্থ বলে স্ট্রেট ড্রাইভ করে চার মারেন গিল। পঞ্চম বলে ♈এজ লেগে চার রান আসে গিলের ব্যাট থেকে।
IND vs PAK,Champions Trophy Live: ৫ ওভারে ভারত ৩১/১, আউট রোহিত
শাহিন আফ্রিদির দুরন্ত ইয়র্কারে আউট রোহিত শর্মা। ১৫ বলে ২০ রান করে আউট। পঞ্চম ওভারে শাহিনকে একটি চার মারেন রোহিত। পরের বলেই ইয়র্কার🎐 দেন আফ্রিদি, তাতেই ভারতের প্রথম উইকেটের পতন।
IND vs PAK,Champions Trophy Live: ৪ ওভারে ভারত ২৬/০
নাসিম শাহের চতুর্থ ওভার থেকে এল ছয় রান। স্টেপ আউট করে লং অফের ওপর থেকে শট খেললেন রোহিত শর্মা। ওয়ান বাউন্স ফোর এল। পাক বোলারদের সেট হওয়ার সুযোগ দিচ্ছেন না গিল এবꦬং রোহিত। মানসিকভাবে চাপ রাখার চেষ্টা করছে
IND vs PAK,Champions Trophy Live: ৩ ওভারে ভারত ২০/০
শাহিন আফ্রিদির ওভার থেকে এল ৮ রান। প্রথম বলেই ইনসাইড এজে চার রা🎀ন আসে। পঞ্চম বলে কভারের দিকে সুন্দর ড্রাইভে চার মারেন শুভমন গিল
IND vs PAK,Champions Trophy Live: ২ ওভারে ভারত ১২/০
নাসিম শাহ দ্বিতী𒅌য় ওভার❀ করলেন। এল ১০ রান। তৃতীয় বলে বেপরোয়া শট খেলেন রোহিত শর্মা, এজ লেগে বল থার্ড ম্যানের দিকে চার হয়ে যায়। এরপর চতুর্থ বলে পুল করে ছয় মারেন রোহিত, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ওপর থেকে ছয় রান আসে।
IND vs PAK,Champions Trophy Live: ব্যাট করতে নেমেছে ভারত
ব্যাটিং করছেন রোহিত শর্মা এবং শুভমন গিল, বোলিং করছেন শা🀅হিন আফ্রিদি। প্রথম ওভারে এল ২ রান
IND vs PAK,Champions Trophy Live: ৩ উইকেট কুলদীপের, ২ উইকেট হার্দিকের
শামি ৮ ওভারে ৪৩ রান দিয়ে একটিও উইকেট পেলেন না। হর্ষিত রানা ৭.৪ ওভারে ৩০ রান দিয়ে নিলেন ১ উইকেট। ৮ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট হার্দিকꦑের। অক্ষর প্যাটেল ১০ ওভারে ৪৯ রান দিয়ে নিলেন ১ উইকেট। কুলদীপ যাদব ৯ ওভারে ৪০ রান দিয়ে তুললেন ৩ উইকেট। রবীন্দ্র জাদেজা ৭ ওভারে ৪০ রꦡান দিয়ে নিলেন ১ উইকেট
IND vs PAK,Champions Trophy Live: ৪৯.৪ ওভারে ২৪১ অলআউট পাকিস্তান
৪৯.৪ ওভারেই শেষ পাকিস্তানের ইনিংস। ২৪১ রানে অলআউট পাকিস্তান। হর্ষিত রানার চত🍌ুর্থ বলে বড় শট খেলতে গিয়ে মিড উইকেটের কাছে বিরাটের হাতে ধরা দিলেন খুশদিল শাহ। ৩৯ বলে ৩৮ রান করলেন তিনি। ভারতের টার্গেট ২৪২
IND vs PAK,Champions Trophy Live: ৪৯ ওভারে পাকিস্তান ২৪০/৯
মহম্মদ শাম🍸ির ওভারের শেষ বলে আউট হলেন হ্যারিস রউফ। দুরান নিতে গিয়ে তিনি রা🍬ন আউট হলেন, অক্ষর প্যাটেল ভালো থ্রো করে আউট করেন। এর আগে এই ওভারে দুটি ছয় হয়। একটি ছয় মারেন হ্যারিস, অপরটা মারেন খুশদিল শাহ
IND vs PAK,Champions Trophy Live: ৪৮ ওভারে পাকিস্তান ২২৭/৮
হর্ষিত রান🦹ার ওভার থেকে এল পাঁচ রান। এদিকে বিরাট কোহলি ভারতীয় ফিল্ডারদের মধ্যে ODIতে সবথেকে বেশি ক্যাচের মালিক হলেন। নাসিম শাহের ক্যাচ নেওয়ার সঙ্গে সঙ্গে ওডিআইতে ১৫৭তম ক্যাচ নিলেন কোহলি। এর আগে ১৫৬টি ক্যাচ নিয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। ১৪০টি ক্যাচ নিয়েছেন সচিন তেন্ডুলকর
IND vs PAK,Champions Trophy Live: আবারও ধাক্কা দিলেন কুলদীপ
৪৭তম ওভারের চতুর্থ বলে আউট নাস🥂িম শাহ। মিড অনের দিকে চিপ শট খেলতে গিয়ে আউট নাসিম। কুলদীপ যাদবের বোলিংয়ে ক্যাচ নিলেন বিরাট কোহলি। ১৬ বলে ১৪ রান করে আউট নাসিম। পাকিস্তান ২২২/
IND vs PAK,Champions Trophy Live: ৪৬ ওভারে পাকিস্তান ২১৯/৭
মহম্মদ শামি করলেন ৪৬তম ওভার, দিলেন মাত্র ৭ রান। পাকিস্তানের🦂 ব্যাটারদের চাপে রাখছে ভারত। শেষ চার ওভারে পাক ব্যাটারদের বেশ খানিকটা রান তুলতে হবে ম্যাচে টিকে থাকতে গেলে। কারণ পিচ থেকে বোলাররা খুব বেশি সুবিধা পাচ্ছেন না।
IND vs PAK,Champions Trophy Live: ৪৫ ওভারে পাকিস্তান ২১২/৭
পাকিস্তানের হাতে রয়💙েছে আর পাঁচ ওভার। কুলদীপ যাদব করলেন ৪৫তম ওভার, দিলেন ৬রান। এখনও স্ট্রাইক রোটেট করছেন দুই ব্যাটার, বড় শট খেলার চেষ্টা করছেন না। কারণ ভারতীয় বোলাররা তেমন রুম দিচ্ছেন না হাত খুলে শট খেলার।
IND vs PAK,Champions Trophy Live: ৪৪ ওভারে পাকিস্তান ২০৬/৭
পেসারদের ফিরিয়েছেন রোহিত শর্মা। ৪৪তম ওভার বোলিং করলেন হর্ষিত রানা। তৃতীয় বলে চার রান আসে নাসিম শাহের ব্যাটে এজ লেগে। ওভার থেকে এল মাত্র ৬ রান। হাতে আর ৬ ওভার রয়েছে পাক🃏িস্তানের। পার স্কোরের কাছে পৌঁছাতে খুশদিল ♉শাহকে চমক দেখাতে হবে
IND vs PAK,Champions Trophy Live: জোড়া ধাক্কা কুলদীপের
একই ওভারে পরপর ২ বলে আউট সলমন আলি আঘা এবং শাহিন আফ্রিদি। চতুর্থ বলে সলমন আউট হতে মাঠে আসেন শাহিন আফ্রিদি। পঞ্চম বলে তাঁকে LBW আউট করলেন কুলদীপ যাদব। সুযোগ ছিল হ্যাটট্রিকের। ৪৩🧔 ওভার শেষে পাকিস্তান ৭ উইকেটে ২০০
IND vs PAK,Champions Trophy Live: জোড়া ধাক্কা কুলদীপের! পাকিস্তান ২০০/৭
৪৩তম ওভারের চতুর্থ বলে বড় শট খেলতে গেলেও মিস টাইম হয়ে যায়। তাতেই বল෴ হাওয়ায় উঠে যায়। কুলদীপ যাদবের বোলিংয়ে সহজ ক্যাচ নিলেন রবীন্দ্র জাদেজা। ২৪ বলে ১৯ রান করে আউট সলমন
IND vs PAK,Champions Trophy Live: ৪২ ওভার শেষে পাকিস্তান ১৯৭/৫
৪২তম ওভারে এসে প্রথম ছয়⛎ের দেখা পেল পাকিস্তান। অক্ষর প্যা🌠টেল ওভারের চতুর্থ বলে মিড উইকেটের ওপর থেকে ছয় মারলেন খুশদিল শাহ। ওভার থেকে এল ৯ রান
IND vs PAK,Champions Trophy Live: ৪১ ওভার শেষে পাকিস্তান ১৮৮/৫
আউট হতে প🧜ারতেন খুশদিল শাহ। ওভাಞরের তৃতীয় বলে LBW আপিল করা হয়, কিন্তু আম্পায়ার আউট দেননি। এরপর রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্টাম্পে লাগছে। তবে আম্পায়ার কলই বজায় থাকে। এই ওভার থেকে এল পাঁচ রান
IND vs PAK,Champions Trophy Live: ৪০ ওভার শেষে পাকিস্তান ১৮৩/৫
অক্ষর প্যাটেলের ওভার থেকে এল ৬ রান। আর বাকি রয়েছে ১০ ওভার। পাকিস্তানের রান রেট পাঁচের নিচে। শামির চার ওভার, হর্ষিতের পাঁচ💞 ওভার এবং হার্দিকের ২ ওভার বাকি রয়েছে। এখন বোলিং করছেন কুলদীপ যাদব।
IND vs PAK,Champions Trophy Live: ৩৯ ওভার শেষে পাকিস্তান ১৭৭/৫
ভালো ফিল্ডিং শ্রেয়স🌱 আইয়ারের। রবীন্দ্র জাদেজার বলে খুশদিল শাহ রিভার্স সুইপে শট খেলেন, ৩ রান আসে। অনেকটা দৌড়ে ডাইভ দিয়ে চার বাঁচান শ্রেয়স। ৩৯তম ওভারে এল সাত রান। এর আগের ৩৮তম ওভারে অক্ষর প্যাটেল বোলিং করেন, দেন মাত্র তিন রান
IND vs PAK,Champions Trophy Live: ৩৭ ওভার শেষে পাকিস্তান ১৬৭/৫
জাদেজার ওভার থেকে এল মাত্র ২ রান। উইকেটেꦓ রয়েছেন সলমন আলি আঘা এবং খুশদিল শাহ। এটাই পাকিস্তানের শেষ ব্যাটিং জুটি, এরপর আসবেন অলরাউন্ডাররা। ভালো অধিনায়কত্ব করছেন রোহিত শর্মা। ব্যাট💃ারদের সেট হতে দিচ্ছেন না। পেস, স্পিন দিয়ে ভালো ভ্যারিয়েশন আনার চেষ্টায় রোহিত।
IND vs PAK,Champions Trophy Live: ফের আউট, এবার উইকেট নিলেন জাদেজা
তাহিরকে ওভারের প্রথম বলেই ক্লিন বোল্ড করলে✤ন জাদেজা
IND vs PAK,Champions Trophy Live: এবার আউট শাকিল
হার্দিক পাণ্ডিয়ার বোলিংয়ে আউট হলেন সেট ব্যাটার সৌদ শাকিল। ৩৫তম ওভারের পঞ্চম বলে বড় শট খেলতে গিয়ে মিড উইকেটের ꦆদিকে মারেন শাকিল, ক্যাচ নেন অক্ষর প্যাটেল। ৭৬ বলে ৬২ রান করে আউট পাকিস্তানের বাঁহাতি ব্যাটার। বড় উইকেট ভ🧜ারতের। ৩৫ ওভার শেষে পাকিস্তান ৪ উইকেটে ১৬০
IND vs PAK,Champions Trophy Live: একটুর জন্য ক্যাচ মিস
অক্ষরের এই ওভারেই আরেকটি উইকেট আসতে পারত, হাওয়ায় শট খেলেছিলেন সৌদ শাকিল। কিন্তু কুলদীপ যাদব দৌড়ে এসে শরীর ছুঁড়ে দিয়েও ক্যাচ নিতে পারলেন না। নিঃসন্দেহে কঠিন ক্যাচ ছিল, তবে বিরাট-হার্দিক হলে হয়ত নিয়ে নিতে পারতেন। ৩৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৩🥂 উইকেটে ১৫৪
IND vs PAK,Champions Trophy Live: আউট রিজওয়ান, পাকিস্তান ১৫১/৩
অক্ষর প্যাটেলের ওভারের দ্বিতীয় বলে বড় শট খেলার চেষ্টা করেন মহম্ജমদ রিজওয়ান। বল ব্যাটে ঠিকঠাক কানেক্ট হয়নি, ক্লিন বোল্ড হয়ে গেলেন পাক অধিনায়ক। ৭৭ বলে ৪৬ রান করে ফিরলেন সাজঘরে।
IND vs PAK, Champions Trophy Live: ৩৩ ওভার শেষে পাকিস্তান ১৫০/২
ক্যাচ মিস হর্ষিত রানার। ৩৩তম ওভারে হার্দিক পাণ্ডিয়ার শেষ বলে মহম্মদ রিজওয়ান বড় শট খেলতে যান। একটু কঠিন ক্যাচ হলেও তা মিস করেন হর্ষিত রানা। রিজওয়ান এবং সৌদ শাকিলের মধ্যে♍ ১০০ রানের পার্টনারশিপ হয়ে গেল
IND vs PAK, Champions Trophy Live: ৩১ ওভার শেষে পাকিস্তান ১৩৭/২
৩১তম ওভারে এল ৮ রান। রবীন্দ্র জাদেজার ওভারে নিজের💙 অর্ধশতরান পূরণ করলেন সৌদ শাকিল। ৬৩ বলে হাফ সেঞ্চুরি করলেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যা♒টার। নিজের ইনিংসে মেরেছেন চারটি চার।
IND vs PAK, Champions Trophy Live: ৩০ ওভার শেষে পাকিস্তান ১২৯/২
অক্ষর প্যাটেলের ওভার থেকে এল মাত্র ৩ রান। সৌদ ꦅশাকিল রিভার্স সুইপ করার চেষ্টা করেছিলেন শেষ বলে, LBWর আ🦋পিল করেন অক্ষর, যদি আম্পায়ার আউট দেননি। শাকিল খেলছেন ৪৪ রানে, রিজওয়ান ব্যাটিং করছেন ৩৯ রানে।
IND vs PAK, Champions Trophy Live: ২৯ ওভার শেষে পাকিস্তান ১২৬/২
রবীন্দ্র জাদেজার ওভার থেকে এল পাঁচ রান। 💧শেষ বলে✨ সৌদ শাকিল ১ রান নিলেন। কিন্তু রবীন্দ্র জাদেজা বেশ আত্মবিশ্বাসের সুরে LBW চাইছিলেন, যদিও আম্পায়ার কর্ণপাত করেননি। রিভিউ নেয়নি ভারত
IND vs PAK, Champions Trophy Live: ২৮ ওভার শেষে পাকিস্তান ১২১/২
শামি ফির꧃তেই শট খেলতে গেছিলেন রিজওয়ান, একটুর জন্য বল হাতে গেল না গিলের। নাহলে আউট হতে পারত। ওভার থেকে এল পাঁচ রান। তৃতীয় বলে ভারতীয় ফিল্ডা꧙র ডাইরেক্ট হিট করলেও সময় মতো ক্রিজে ঢুকে যান মহম্মদ রিজওয়ান
IND vs PAK, Champions Trophy Live: ২৭ ওভার শেষে পাকিস্তান ১১৬/২
২৭তম ওভারে রবীন্দ্র জাদেজা দিলেন ৯ রান। প্রথম বলেই মহম্মদ রিজওয়ান মিড উইকেটের ওপর থেকে চার মারেন। দ্বিতীয় বলেও চার রান পেতে পারতেন রিজওয়ান, কিন্তু শ্রেয়স ডাইভ দিয়ে তা সেভ করেন। উইকেটের খোঁজে ভারত। বল করতে আনা হয়েছে ꦅশামিকে।
IND vs PAK, Champions Trophy Live: ২৬ ওভার শেষে পাকিস্তান ১০৭/২
কুলদীপ যাদবের ওভারে দুটি চার মারলেন সৌদ শাকিল। প্রথম চারটি মারেন রিভার্স সুইপে, এরপর শেষ বলে ব্যাকওয়ার্ড স্কোয়ার লে♏গে মারেন দ্বিতীয় চার
IND vs PAK, Champions Trophy Live: ২৫ ওভার শেষে পাকিস্তান ৯৯/২
২৫তম ওভারের দ্বিতীয় বলে মহম্মদ রিজওয়ান চার মဣারেন জাদেজাকে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে। মোট পাঁচ রান আসে ওভার থেকে।
IND vs PAK, Champions Trophy Live: ২৪ ওভার শেষে পাকিস্তান ৯৪/২
২৪তম ওভারে কুলদীপ যাদব দিলেন মোট 🉐চার রান। শেষ বলে রান আউটের সুযোগ ছিলও। ডাইরেক্ট হিট ছিল, কিন্তু ঠিক সময় ক্রিজে পৌঁছে গেছেন সৌদ শাকিল।
IND vs PAK, Champions Trophy Live: ২৩ ওভার শেষে পাকিস্তান ৯০/২
২৩তম ওভারে বোলিংয়ে আনা হল রবীন্দ্র জাদেজাকে। নিজের প্রথম ওভা𝄹রে তিনি দিলেন চার রান। চতুর্থ বলে তিন রান নেন সৌদ শাকিল, শেষ বলে ১ রান নিলেন রিজওয়ান।
IND vs PAK, Champions Trophy Live: ২২ ওভার শেষে পাকিস্তান ৮৬/২
কুলদীপ যাদবের ওভার থেকে এল চার রান। শেষ বলে উইকেটের পিছনে শট খেলতে গেছিলেন সৌদ শাকিল, হর্ষিত রানা চাপ তৈরি করতে গেলেও তিনি বল ধরতে পার꧟লেন না। নাহলে পাকিস্তান বিপদে পড়তে পারত
IND vs PAK, Champions Trophy Live: ২১ ওভার শেষে পাকিস্তান ৮২/২
হর্ষিত রানার ওভার থেকে এল ৩ রান। ভালো ভ্যারিয়েশন বোলিংয়ে দেখাচ্ছেন হর্ষিত। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ২০ ওভারে সব থেকে বেশি ডᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚট বল খেলার নিরিখে দ্বিতীয় স্থানে পাকিস্তান। ৬৫.৪ শতꦉাংশ বলই তাঁরা কোনও রান নেননি।
IND vs PAK, Champions Trophy Live: ২০ ওভার শেষে পাকিস্তান ৭৯/২
কুলদীপ যাদবের ওপ൲র থেকে এল মাত্র ২ রান। ২ ওভার বোলিং করে এখনও পর্যন্ত কুলদীপ দিয়েছেন সাত রা♌ন। ২১তম ওভার বোলিং করছেন হর্ষিত রানা।
IND vs PAK, Champions Trophy Live: ১৯ ওভার শেষে পাকিস্তান ৭৭/২
১৮তম ওভারে অক্ষর প্যাটেল দিলেন মাত্র ২ রান। ১৯তম ওভারে ফেরানো হল হর্ষিত রানাকে। তিনি দিলেন তিন রান। একদিক থেকে পেসারদের দিয়ে বোলিꦍং করিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। ২০তম ওভার বোলিংয়ে এসেছেন কুলদীপ যাদব
IND vs PAK, Champions Trophy Live: ১৭ ওভারে পাকিস্তান ৭২/২
১৭তম ওভারে হার্দিক পাণ্ডিয়া দিলেন মাত্র ২ রান। উইকেট টু উইকেট বোলিং করছেন হার্দিক, রিজওয়ান এবং শাকিলকে একদমই উইকেটের বাইরে স্পেস দিচ্ছেন না শট খেলার। ফলে হাত খুলে খেলতে পারছেন না পাক ব্যাটাররা। অপর এন্ড থেকে স্পিনারদের দিয়ে বোলিং করাচ্ছেন রোহিত। এখনও জাদেজাকে আনেননিꦏ বোলিংয়ে।
IND vs PAK, Champions Trophy Live: ১৬ ওভার শেষে পাকিস্তান ৭০/২
অক্ষর🅠 প্যাটেলের প্রথম বলে ব্যাক ফ্লিপ করেন সৌদ শাকিল, আসে চার রান। এরপর ওভার থেকে আসে আরও তিনটি সিঙ্গল। মোট সাত রান এল। উইকেটে সময় নেওয়ার চেষ্টা করছে পাকিস্তানের দুই মিডল অর্ডার ব্যাটার।
IND vs PAK, Champions Trophy Live: ১৫ ওভার শেষে পাকিস্তান ৬৩/২
শেষ হল ১৫ ওভার। পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬৩। হার্দিক পাণ্ডিয়ার ওভারে এলে মাত্র ২ রান। সৌদ শাকিল ২২ বলে ৯ রান করে খেলছেন, মহম্মদ রিজওয়ান ১৬ বলে ৮ রান কর⛎ে খেলছেন।
IND vs PAK, Champions Trophy Live: ১৪ ওভার শেষে পাকিস্তান ৬১/২
দুই দিক থেকেই বোলাররা চাপে রাখছে উইকেটে নতুন আসা রিজওয়ান এবং শাকিলকে। ১৩তম ওভারে মাত্র ১ রান দিলেন হার্দিক পাণ্ডিয়া। ১৪তম ওভারে শামি দিলেন ২ রান। মহম্মদ শামির চোট অতটাও গুরুতর নয়, দ্বিতীয় স্পেলে আরও ভালো বোলিং করছেন তারকা ♓পেসার
IND vs PAK, Champions Trophy Live: ১২ ওভার শেষে পাকিস্তান ৫৮/২
দ্ব💯িতীয় স্পেলে মাত্র ৩ রান শামির। দ্বাদশ ওভারে ফের মাঠে এসে বোলিং করলেন শামি। চোটের জায়গায় ব্যথা বা অসুবিধা নজরে পড়ল না। কোনও অতিরিক্ত রান দেননি শামি। ৬টি বলই লেন্থে করেন।
১১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৫৫
মহম্মদ রিজওয়ান এবং সৌদ শাকিল খেলছেন, ১২তম 𝓰ওভারে বোলিং কতে এলেন ম๊হম্মদ শামি। ভারতীয় দলের জন্য সুখবর। চাপ বাড়াতে চাইছেন রোহিত শর্মা।
পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন
বাবর আজামের পর এবার আউট ইমাম উল হক, অক্ষর প্যাটেল রান আউট করলেন। নিজেই রান নেওয়ার জন্য কল করেছিলেন ইমাম উল হক। কিন্তু অক্ষর প্যাটেল সরাসরি হিট করে দেয়। ইমান নিজেই ক্রিজে পৌঁছাতে প𒁃ারেননি। ১০ রান করে সাজঘরে ইমাম উল হক
৯ ওভার শেষে পাকিস্তান ৪৭/১
নবম ওভারে পাকিস্তানকে প্রথম ধাক্কা দিল ভারত। হার্দিক পাণ্ডিয়া প্রথম উইকেট নিলেন, আউট বাবর আজম। দঃ আফ্রিকার বিরু💃দ্ধে টি২০ বিশ্বকাপ ফাইনালের পারফরমেন্স ফের একবার করে দেখ🐈াতে হবে হার্দিককে। এই ওভারে এল ১০ রান।
আউট বাবর আজম
হার্দিক পাণ্ডিয়ার ওভারের প্রথম বলে চার মারার পরই আউট ꦍবাবর আজম। দ্বিতীয় বলে শট খেলতে গিয়ে কট বিহাইন্ড। হার্দিক নিলে♕ন উইকেট, ক্যাচ নিলেন রাহুল। ৮.২ ওভারে পাকিস্তান ১ উইকেটে ৪১। ২৩ রানে আউট হলেন বাবর
৮ ওভার শেষে পাকিস্তান ৩৭/০
অষ্টম ওভার বোলিং করলেন অক্ষর প্যাটেল। এল ছয় রান। চতুর্থ বলে স্টেপ আউট করে মিড অনের ওপর🌠 থেকে 🦩চার মারলেন বাবর আজম। আসতে আসতে ছন্দ ধরছে পাকিস্তান।
৭ ওভারে পাকিস্তান বিনা উইকেটে ৩১
বোলিং করতে এলেন হার্দিক পাণ্ডিয়া, সপ্তম ওভারে তিনি দিলেন পাঁচ রান। বাবর আজম কভারের দিক থেকে একটা ౠবাউন্ডারি মার🧔লেন
৬ ওভারে পাকিস্তান বিনা উইকেটে ২৬ রান
মহম্মদ শামি চোট পাওয়ায় মাঠের বাইরে গেছে🌱ন। ষষ্ঠ ওভার থেকে এল মাত্র ১ রান। এবার বোলিং করতে এসেছেন হার্দিক পাণ্ডিয়া। শামির চোটের ওপর অনেক কিছুই নির্ভর করবে।কারণ ভারতের সবচেয়ে অভিজ্ঞ পেসারকে ডেথ ওভারে প্রয়োজন হবেই।
পাঁচ ওভার শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২৫
পঞ্চম༺ ওভার বোলিং করলেন মহম্মদ শামি। শামির গোড়ালিতে কোনও সমস্যা হয়েছে, তাই ফিজিও মাঠে এসে দেখলেন। ওভারে এল তিন রান। শামি আপাতত মাঠের বাইরে গেছেন। চিন্তায় ভারত।
চার ওভার শেষে পাকিস্তান ২২/০
চতুর্থ ওভার করলেন হর্ষিত রানা, দিলেন চার রান। বাবর আজম দুটি চার মারলেন। আইসিসি ইভেন্টে ১🔜০০০ রান করে ফেললেন বাবর আজম। একটি মিড অনের দিকে 🍌চার মারেন বাবর, অপর বাউন্ডারি আসে কভার ড্রাইভে।
তিন ওভার শেষে পাকিস্তান বিনা উইকেটে ১৪
তৃতীয় ওভার করলেন মহম্মদ শামি।♓ দিলেন মাত্র ৪ রান। ব্যাটাররা একটু সময় নিয়ে খেলতে চাইছে। ফখর জামানের না থাকার জন্য ঝুঁকি নিতে চাইছে না কোনও ব্যাটার। ইম♏াম উল হক খেলছেন ৬ রানে, বাবর করেছেন ২ রান।
দ্বিতীয় ওভার শেষে পাকিস্তান ১০ রান
দ্বিতীয় ওভার করলেন হর্ষিত রানা। এল চার রান। বাবর আ🌠জম এবং ইমাম উল হক ২ রান করে করেছেন।
প্রথম ওভারে এল ৬ রান
প্রথম ওভারে মহম্মদ শামি করলেন চারটি ওয়াইড, এল মোট ৬ রান। ব্যাটিং করছেন বাবর আজম ♋এবং ইমাম উল হক।
শুরু হয়েছে খেলা
বোলিং করছেন মহম্মদ শামি🍌, ব্যাটিং করছেন বাবর আজম এবং ইমাম উল হক
টানা ১২টি ম্যাচে টস হার
২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর থেকে টানা ১২টি ওডিআইতে টস হারল ভারত, এটা কোনও দলের ক্ষেত্রে দীর্ঘতম। এদিন মহম্মদ র♑ি🌸জওয়ান কয়েন ফ্লিপ করতে রোহিত হেড কল দেন, কিন্তু পাকিস্তান টস জেতে
মহম্মদ রিজওয়ান বললেন-
‘উইকেটটা দেখে ভালোই মনে হচ্ছে, এখানে আমরা ভালো স্কোর করতে চাই। আইসিসি ইভেন্টে সব ম্যাচই গুরুত্বপূর্ণ হয়, আশা করব আজকের ম্যাচে ছেলেরা নিজেদের সেরাটা দেবে। আমরা এই মাঠে ভালো ট্র্যাক রেকর্ড রেখেছি, এখানকার পরিবেশ সম্পর্কেও অবগত। আগের দিন যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন দিনে নতুন করেই নামতে চাই। আমাদের দলে একটি পরিবর্তন হয়েছে ফখর জামানের পরিবর্তে দলে এসেছে ইমাম উল ൩হক ’
রোহিত শর্মা বলছেন-
‘টস আমরা জিতি নি, তাই আমরা কি চাইতাম সেটা বড় কথা নয়। এই উইকেটটাও আগের দিনের মতোই অনেকটা, আমাদের ভালো বোলিং করত🍒ে হবে। আমাদের দলের ব্যাটাররা যথেষ্ট অভিজ্ঞ আর এই সব বড় ম্যাচেই সুযোগ কাজে লাগাতে হবে যাতে দলের ভালো হয়। আগের ম্যাচেও রান তাড়া করে জেতাটা সহজ ছিল না। আমাদের দলে কোনও পরিবর্তন হয়নি, গত ম্যাচের একাদশই এই ম্যাচে খেলবে ’
ভারতের প্রথম একাদশ-
রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প🧜্যাটেল, রবীন📖্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি
পাকিস্তান দলে একটি পরিবর্তন
চোট পাওয়ার ফখর জাꦑমানের পরিবর্তে দলে এসেছেন ইমাম উল হক
টস জিতল পাকিস্তান
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাক অধিনায়ক মহম্মদ র🧸িজওয়ানের
দুবাইয়ের পিচ রিপোর্ট
ভারত বনাম বাংলাদেশ ম্যাচে যেরকম স্লো পিচ দেখা গেছিল, ভারত-পাকিস্তান ম্যাচে তে𓄧মন পিচ নয়। পিচে একটু ঘাস রয়েছে, দেখে ফ্রেশ মনে হচ্ছে। টস জিতলে ব্য♍াটিং নিতে পারে দলগুলো। এই উইকেটে ২৭০ রান ভালো স্কোর বলেই মনে করছে বিশেষজ্ঞর
মাঠে জসপ্রীত বুমরাহ
ভারতীয় দলকে পাকিস্তানের ব🐠িরুদ্ধে সমর্থন জানাতে মাঠে এলেন জসপ্রীত বুমরাহ
বাবর আজম খেলবেন
শনিবার দলের অপশনাল প্র্যাকটিসে আসেননি বাবর আজম, অনেক জল্পনা তৈরি হয়েছিল তাঁর ভারতের বিপক্ষে ম্যাচে খেলা নিয়ে, তবে পাকিস✃্তানের প্রাক্তন অধিনায়ক খেলবেন।
আত্মবিশ্বাস নিয়েই নামবে ভারত
বাংলাদেশ ম্যাচে ভারতীয় দল সব বিভাগেই ভালো পারফরমেন্স করেছে। ওপেনিংয়ে রোহিত ভালো শুরু করেন এরপর গিল শতরান করেন। বিরাট তেমন রান না পেলেও দল সহজে ম্যাচ জিতে নেয়। বল হ༒াতে কামব্যাকের মঞ্চে পাঁচ উইকেট নেন শামিও। আজকের ম্যাচেꦕ কি গত ম্যাচের দলই নামাবে টিম ম্যানেজমেন্ট?
ICC ইভেন্টে সাম্প্রতিক সময় খারাপ ফর্ম পাকিস্তানের
মহম্মদ রিজওয়াꦬনকে চিন্তায় রাখবে শেষ দুই আইসিসি ইভেন্টে তাঁদের খারাপ পারফরমেন্স। ২০২৩ ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরেছিল বাবর আজমরা। আর গত বছর টি২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে যায় পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে H2H এগিয়ে পাকিস্তান
হেড টু হেডে নজর রাখ⛎া গেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩বার জ𒊎িতেছে পাকিস্তান, ২বার জিতেছে ভারত
ভারত-পাকিস্তান ওডিআইতে হেড টু হেড
১৩৫টি ম🀅্যাচের মধ্যে ৭৩টিতে জিতেছে পাকিস্তান। ভারত ৫৭টি ম্যাচ জিতেছে। আর ৫টা ম্যাচﷺে কোনও ফল আসেনি
আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইতে ভারতীয় ক্রিকেট দল মুখোমুখি হচ্ছে পাকিস্তানের
ম্যাচের লাইভ ব্লগে আপনাদের স্বাগত