Champions Trophy Semi Final, Ind vs Aus Live- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে গেল ভারত। ৮৪ রান করেন বিরাট কোহলি, মহম্মদ শামি নেন ৩ উইকেট। ম্যাচের সেরা বিরাট।
Champions Trophy, Ind vs Aus Live- বিরল নজির গড়লেন রোহিত শর্মা
প্রথম অধিনায়ক হিসেবে ICC WTC ফাইনাল, ওডিআই বিশ্বকাপ ফাইনাল, টি২০ বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ ICCর চার ইভেন্টেই ফাইনালে ওঠার নজির গড়লেন রোহিত শর্মা।
Champions Trophy, Ind vs Aus Live- অজি বধে আত্মবিশ্বাসী রোহিত
ম্যাচ শেষে রোহিত শর্মা বললেন- যতক্ষণ না শেষ বল হচ্ছে কোনও কিছুই নিশ্চিত নয়। ম্যাচের হাফ অবদি মনে হচ্ছিল এটা একটা ভালো স্কোর। এই পিচে ভালো শট খেলা কঠিন ছিল। ব্যাটিংয়ে আমরা ভালো করেছি। আমরা খুবই ধৈর্য ধরে ম্যাচে খেলেছি। নিউজিল্যান্ড ম্যাচের থেকে আজকের উইকেট ভালো ছিল। এখানে ভালো ক্রিকেট খেলতে হত। আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে, যার ফলে আমাদের ব্যাটিংয়ে ডেপথ বেড়েছে। আমি চেয়েছিলাম দলে ছয়টা বোলিং অপশন রাখতে সঙ্গে যাতে ব্যাটিংও অনেকটা দূর অবদি থাকে। শেষদিকে হার্দিকের শট গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ফাইনালের আগে দলের সবাইয়ের ফর্মে থাকা দরকার, আর আমাদের দলের সবাই মোটামুটি ফর্মে আছে, এটা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। ফাইনালে যারাই আসুক, আমরা তৈরি। কয়েকদিন বিশ্রাম নিয়েই নেমে পড়ব প্রস্ততিতে
Champions Trophy, Ind vs Aus Live- টানা ৩ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
২০১৩ সালের পর ২০১৭ এবং ২০২৫ সালেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত।
Champions Trophy, Ind vs Aus Live- ম্যাচে সেরা বিরাট কোহলি
৯৮ বলে ৮৪ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হলেন বিরাট কোহলি। তাঁর ধৈর্যশীল ইনিংসের সৌজন্যেই টিম ইন্ডিয়া এই ম্যাচে জয়ের কাছাকাছি পৌঁছে যায়। প্রথম দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে চাপমুক্ত করেন কোহলিই।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বদলার ম্যাচে জয়
১৯ নভেম্বর ২০২৩ আইসিসি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের বদলা নিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। টি২০ বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত, কিন্তু বিশ্বকাপের পর এই প্রথম ICC ODI নকআউটে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া, আর সেখানেই ব্যাগি গ্রিন্সদের হারিয়ে দিল ভারতীয় দল
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- প্রথম দল হিসেবে ফাইনালে ভারত
রবিবার দুবাইতেই হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত উঠল ফাইনালে। ঠিক সময়ই জ্বলে উঠলেন বিরাট কোহলি। পাকিস্তান ম্যাচে শতরানের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রান করলেন কোহলি। একটুর জন্য শতরান হাতছাড়া হলেও দল জিতল।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত।
সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে গেল ভারত। ৮৪ রান করেন বিরাট কোহলি, মহম্মদ শামি নেন ৩ উইকেট। ৪৯তম ওভারের প্রথম বলে গ্লেন ম্যাক্সওয়েলকে ছয় মেরে ম্যাচ শেষ করলেন লোকেশ রাহুল। ১১ বল বাকি থাকতেই জয়
Champions Trophy, Ind vs Aus Live- আউট হার্দিক পাণ্ডিয়া
২৪ বলে ২৮ রান করে আউট হলেন হার্দিক পাণ্ডিয়া। নাথান এলিসের বলে বড় শট খেলতে গিয়ে ম্যাক্সওয়েলের হাতে ধরা দিলেন হার্দিক। জয়ের জন্য ভারতের আর দরকার ৪ রান, হাতে রয়েছে ১২ বল। ভারত ২৬১/৬
Champions Trophy, Ind vs Aus Live- ৪৭ ওভারে পরপর দুটো ছয় মারলেন হার্দিক
৪৭তম ওভারে পরপর দুটো ছয় মেরে ম্যাচ ভারতের হাতের নাগালে আনলেন হার্দিক পান্ডিয়া। অ্যাডাম জাম্পার ওভার থেকে এল ১৫ রান। লং অনের ওপর থেকে পঞ্চম এবং ষষ্ঠ বলে পরপর দুটো ছয় মারলেন হার্দিক। ভারতের জিততে চাই আর ১২ রান
Champions Trophy, Ind vs Aus Live- ৪৬ ওভারে ভারত ২৩৮/৫
৪৬তম ওভারে নাথান এলিস দিলেন মাত্র ১ রান। এদিকে ওডিআইতে ৩০০০ রান করে ফেললেন লোকেশ রাহুল। তৃতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে ৭৮ ইনিংসে ৩০০০ রানের ক্লাবে রাহুল। এর আগে বিরাট ৭৫ইনিংসে এবং শিখর ধাওয়ান ৭২ ইনিংসে একদিনের ক্রিকেটে ৩০০০ রান করেছেন। ২৪ বলে ভারতের জয়ের জন্য দরকার ২৭ রান।
Champions Trophy, Ind vs Aus Live- ৪৫ ওভারে ভারত ২৩৭/৫
তনবীর সঙ্ঘার ওভার থেকে এল ৮ রান। পঞ্চম বলে বড় ছয় মারলেন হার্দিক পাণ্ডিয়া, শেষ বলে ২ রান নিলেন তিনি।
Champions Trophy, Ind vs Aus Live- ৪৪ ওভারে ভারত ২২৯/৫
৪৪তম ওভারে বোলিং করলেন নাথান এলিস। এল চার রান। ভারতের জয়ের জন্য আর চাই ৩৬ বলে ৩৬ রান।
Champions Trophy, Ind vs Aus Live- আউট বিরাট কোহলি, ৪৩ ওভারে ভারত ২২৫/৫
অ্যাডাম জাম্পার বলে বড় শট খেলতে গিয়ে আউট বিরাট কোহলি। ৯৮ বলে ৮৪ রান করলেন কোহলি, মারলেন পাঁচটি চার। বেন ডার্শিস ক্যাচ নিলেন লং অনে। ৪৩ ওভারে ভারতের স্কোর ২২৫/৫
Champions Trophy, Ind vs Aus Live- ৪২ ভারতে ভারতের স্কোর ২১৭/৪
বেন ডার্শিসকে ফেরানো হল বোলিংয়ে। ৪২তম ওভারে এল ৯ রান। লোকেশ রাহুল পঞ্চম বলে লং অনের ওপর থেকে চার মারলেন। বোঝাই যাচ্ছে, রাহুল অ্যাটাক করছেন, বিরাট যেহেতু সেট রয়েছেন তাই তিনি স্ট্রাইক রেট করে ম্যাচ ফিনিশ করার লক্ষ্যে রয়েছেন
Champions Trophy, Ind vs Aus Live- ৪১ ভারতে ভারতের স্কোর ২০৮/৪
তনবীর সঙ্ঘার ওভারে আট রান তুলল ভারত। চতুর্থ বলে লং অর দিকে চার মারেন লোকেশ রাহুল। ম্যাচ এখনও ভারতের আয়ত্তেই রয়েছে।
Champions Trophy, Ind vs Aus Live- ৪০তম ওভারে ২০০ টপকে গেল ভারত
জয়ের জন্য ভারতের আর চাই ৬৫ রান, বাকি ৬০ বল। বিরাট ব্যাটিং করছেন ৮০ রানে, লোকেশ রাহুল খেলছেন ১০ রা
Champions Trophy, Ind vs Aus Live-৩৯ ওভারে ভারতের স্কোর ১৯৮/৪
৩৮ ওভারে কুপার কনোলি বোলিং করলেন, এল পাঁচ রান। পরের ওভারে অ্যাডাম জাম্পা বোলিং করলেন, দিলেন সাত রান।
Champions Trophy, Ind vs Aus Live- ৩৭ ওভারে ভারত ১৮৭/৪
কুপার কনোলির ওভারে এল পাঁচ রান। প্রথম পাঁচ বলেই সিঙ্গল রান নিলেন কোহলি এবং রাহুল। এরপর নাথান এলিসের ওভার থেকে এল চার রান।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ৩৫ ওভারের শেষ বলে আউট অক্ষর প্যাটেল
৩৫তম ওভারের শেষ বলে আউট হলেন অক্ষর প্যাটেল। ৩০ বলে ২৭ রানে আউট অক্ষর। নাথান এলিসের বলে বোল্ড আউট অক্ষর।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ৩৪ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৭৫
৩৪তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েল বোলিং করলেন। ভারত তুলল চার রান। শেষ বলে সুন্দর শটে কভারের দিকে বাউন্ডারি মারলেন অক্ষর।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ৩৩ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৬৭
ভারতের স্কোর ৩৩ ওভারে ১৬৭। ট্র্যাভিস হেডের ওভার থেকে এল ৬ রান। প্রত্যেক বলেই সিঙ্গল নিলেন বিরাট এবং অক্ষর প্যাটেল। টার্গেট এখন ১০০র নিচে।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ৩২ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৬১
৩২তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েল বিরাটের বিরুদ্ধে LBW দাবি জানান। আম্পায়ার দেয়নি। এরপর স্টিভ স্মিথ DRS নিলে দেখা যায়, প্যাডে লাগার আগেই বিরাটের ব্যাটের সঙ্গে বলের সংযোগ ঘটেছিল। ৩২তম ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৬১
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ৩১ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৫৮
অ্যাডাম জাম্পার ওভারের পঞ্চম বলে ছয় মারেন অক্ষর প্যাটেল। স্কোয়ার লেগের দিক থেকে ছয় মারেন, ওভার থেকে আসে ৯ রান। বিরাট অপরাজিত রয়েছেন ৬০ রানে, অক্ষর ১৬ রানে
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ৩০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৫০
রান রেট পাঁচের ঘরে রেখেই ৩০ ওভারের মধ্যে ১৫০ তুলে ফেলল ভারত। জিততে গেলে আর প্রয়োনজ ১১৫ রান। ম্যাক্সওয়েলের ওভার থেকে এল তিন রান।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ২৯ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৭
গ্লেন ম্যাক্সেওয়েলের ২৮তম ওভার থেকে আসে ৫রান। ২৯তম ওভারের প্রথম বলেই অ্যাডাম জাম্পার বিরুদ্ধে বিরাট কোহলি মিড উইকেটের দিকে চার মারেন। সেই ওভার থেকে আসে মোট ৬ রান।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ২৭ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৩৬
অ্যাডাম জাম্পায়ার ২৭তম ওভার থেকে এল মাত্র ২ রান। শেষ বলে ডাইভ দিয়ে চার রান হওয়া থেকে বল বাঁচালেন অ্যালেক্স ক্যারি।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- আউট শ্রেয়স আইয়ার
৬২ বলে ৪৫ রান করে আউট শ্রেয়স আইয়ার। ২৭তম ওভারের দ্বিতীয় বলে অ্যাডাম জাম্পার শট ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড আউট হলেন শ্রেয়স।
Champions Trophy, Ind vs Aus Live- হাফ সেঞ্চুরির পরই ক্যাচ মিস কোহলির
কুপার কনোলির ওভারের শেষ বলে ক্যাচ উঠল বিরাট কোহলির। কিন্তু ডাইভ দিয়ে সেই ক্যাচ নিতে পারলেন না গ্লেন ম্যাক্সওয়েল। ৫১ রানে অপরাজিত কোহলি, ৪৫ রানে খেলছেন শ্রেয়স। ২৬ ওভারে স্কোর ১৩৪/২
Champions Trophy Semi Final, Ind vs Aus Live-অর্ধশতরান বিরাট কোহলির
৫৩ বলে অর্ধশতরান বিরাট কোহলির। অ্যাডাম জাম্পাকে চার মারলেন কোহলি, ওভারের পঞ্চম বলে। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৩১। এই ওভার থেকে এল ৯ রান।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ২৪ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১২২
২৩তম ওভারে ম্যাক্সওয়েলের বলে সাত রান তুললেন শ্রেয়স এবং বিরাট। যতটা সম্ভব মাটিতে বল রেখে শট খেলছে ভারত। অর্থাৎ কোনও কারণ ছাড়া বড় শট খেলার চেষ্টাই করছএ না কেউ। স্ট্রাইক রোটেট করে রান এগিয়ে নিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। কুপার কনোলি ২৪তম ওভার বোলিং করলেন, এল পাঁচ রান
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ২২ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১১০
২২তম ওভারে বোলিং করলেন তনবীর সঙ্ঘা। এল মাত্র চার রান। ভারতীয় দল ৫র রান রেটে খেলছে।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ২১ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১০৬
গ্লেন ম্যাক্সয়েল করলেন ২১তম ওভারে বোলিং। ২ উইকেটে ভারতের স্কোর ১০৬। কোনও ঝুঁকি নিচ্ছে না ভারতীয় ব্যাটাররা। আসতে আসতে বিরাট, শ্রেয়স এগোচ্ছেন অর্ধশতরানের দিকে।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ২০ ওভারের মধ্যেই ১০০র গণ্ডি টপকে গেল ভারত
২০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১০৩। তনবীর সঙ্ঘার এই ওভার থেকে এল ১০ রান। সুন্দর সুইপ শটে চার মেরে ভারতকে ১০০ রানের গণ্ডি টপকে দেন কোহলি।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ১৯ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৯৩
১৮তম ওভারে বোলিং করেন স্পিনার তনবীর সঙ্ঘা। মাত্র ৩ রান দেন তিনি। ১৯তম ওভারে ফের স্মিথ ফেরান পেসার ডার্শিসকে। এর মধ্যে দ্বিতীয় বলে বিরাটকে রান আউটের চেষ্টা করেন মার্নাস ল্যাবুশান, তবে তিনি পারেননি। এই ওভার থেকে আসে ৫ রান। ৬৭ বলে বিরাট আর শ্রেয়সের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ হয়ে গেল
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ১৭ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৮৫
১৬তম ওভারে নাথান এলিসের বোলিংয়ে আসে ৭রান। ওভারের শেষ বলে চার মারেন বিরাট কোহলি। ১৭তম ওভারে অ্যাডাম জাম্পা বোলিং করলেন। এল মাত্র ৩ রান। শ্রেয়স বা বিরাট, কেউই স্পিনারদের বিরুদ্ধে তেমন ঝুঁকি নিচ্ছেন না
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ১৫ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৭৫
১৫তম ওভারের শেষ বলে অ্যাডাম জাম্পার বলে LBW আপিল কা হয় কোহলির বিরুদ্ধে। যদিও আম্পায়ার আউট দেননি, বল লেগ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল। উইকেটে বল লাগত না।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ১৪ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৭১
১৪তম ওভারে এল সাত রান। কুপার কনোলির ওভারের তৃতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিক থেকে চার মারলেন শ্রেয়স আইয়ার।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ১৩ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৬৪
কুপার কনোলি করলেন ১২তম ওভার, এল ৩ রান। ১৩তম ওভার করলেন অ্যাডাম জাম্পা, এই ওভারেও এল ৩ রানই।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ১১ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৫৮
১১তম ওভার বোলিং করলেন অ্যাডাম জাম্পা। এল মাত্র তিন রান। দ্রুত রান তোলার কোনও প্রচেষ্টা করলেন না। স্পিনের বিরুদ্ধে একটু বুঝে শুনে খেলতে চাইছেন শ্রেয়স এবং বিরাট।
Champions Trophy, Ind vs Aus Live- ৫০র গণ্ডি পেরিয়ে গেল ভারত
দশম ওভারে ৫০ রানের গণ্ডি টপকালো ভারত। শ্রেয়স আইয়ার কুপার কনোলির ওভারে দুটি চার মারলেন। তৃতীয় বলে এজ লেগে চার হয় উইকেটের পিছন থেকে আর পঞ্চম বলে ফুল টস ডেলিভারিতে চার মারেন শ্রেয়স আইয়ার, স্কোয়ার লেগের দিকে।
Champions Trophy, Ind vs Aus Live- গিলের পর আউট রোহিতও
৪৩ রানের মধ্যেই ২ উইকেট পড়ল ভারতের। আগেই আউট হয়েছিল গিল। এবার কুপার কনোলির বলে আউট রোহিত শর্মা। ওভারের পঞ্চম বলে সুইপ করতে গিয়ে LBW আউট হয়ে গেলেন হিটম্যান। ২৯ বলে ২৮ রান করে সাজঘরে ফিরলেন। কনোলিই একটু আগে রোহিতের সহজ ক্যাচ মিস করেছিলেন, তিনিই এবার ভারত অধিনায়ককে আউট করলেন। ভারতীয় দল চাপের মধ্যে। বিরাট বড় রান না পেলে এই ম্যাচ বের করা কঠিন হয়ে যেতে পারে ভারতের।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ৭ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৪২
ষষ্ঠ ওভারে বোলিং করলেন নাথান এলিস। শেষ বলে চার মারেন রোহিত শর্মা, আসে মোট ৯ রান। সপ্তম ওভার থেকে আসে মাত্র ৩ রান।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ভারতের প্রথম উইকেটের পতন
আউট শুভমন গিল। ১১ বলে ৮ রান করে আউট গিল। বেন ডার্শিসের বলে বোল্ড আউট হলেন গিল। উইকেটে নেমেছেন বিরাট কোহলি। ৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৩০
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- দুবার বাঁচলেন রোহিত
প্রথমে নাথান এলিসের বলে সহজ ক্যাচ মিস করেন কনোলি। এরপর বেন ডার্শিসের বলে একটু কঠিন ক্যাচ মিস করেন মার্নাস ল্যাবুশান। হেডের মতোই রোহিতও জীবনদান পাচ্ছেন। ৪ ওভারে ভারতের স্কোর ১৯।
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- আক্রমণাত্মক ব্যাটিং রোহিত শর্মার
দ্বিতীয় ওভারের শুরুতেই ছয় মারলেন রোহিত শর্মা। এরপর নাথান এলিসের বলে রোহিতের ক্যাচ মিস করলেন কুপার কনোলি। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৫
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- রান চেজ করা শুরু ভারতের
বোলিং করছেন বেন ডার্শি
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ভারতীয় দলের টার্গেট ২৬৫ রান
দুবাইয়ের মাঠে চেজ করে জেতা বেশ কঠিন কাজ। এখনও পর্যন্ত একটি ম্যাচেও ভারতকে এত রান করতে হয়নি। বাংলাদেশ ২২৮ রানে, পাকিস্তান ২৪১ রানে অলআউট হয়ে গেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত তুলেছিল এই মাঠে ২৪৯ রান। বিরাট, রোহিতদের বড় রান করতে হবে।
Champions Trophy, Ind vs Aus Live- ২৬৪ অলআউট অস্ট্রেলিয়া! ৩ উইকেট শামির
অলআউট অস্ট্রেলিয়া। ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট অজিরা। অ্যাডাম জাম্পাকে ৭ রানে আউট করলেন হার্দিক পাণ্ডিয়া। তিন উইকেট শামির, ২টি করে উইকেট নিলেন জাদেজা এবং বরুণ চক্রবর্তী
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ২৬২/৯
অস্ট্রেলিয়া দল ৪৯ তম ওভারে তুলে ফেলল ৯ উইকেটে ২৬২ রান। শামির পঞ্চম বলে ছয় মারলেন নাথান এলিস, পরের বলেই আউট বিরাট কোহলি। ৭ বলে ১০ রান করলেন এলিস। শামির বলে বিরাট ক্যাচ ধরলেন।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটের পতন
৪৭তম ওভারে এল ৬ রান। শেষ বলে অ্যাডাম জাম্পাকে আউট দেন আম্পায়ার, শামির বলে। কিন্তু পরে DRS নেওয়ায় তিনি বেঁচে যান। এদিকে পরের ওভারেই আউট হলেন অ্যালেক্স ক্যারি। শ্রেয়স আইয়ার দুরন্ত থ্রোতে রান আউট করলেন ক্যারিকে, ৬১ রানে সাজঘরে। ৪৮তম ওভারে ২৫০ রানের গণ্ডি টপকে গেল অজিরা। এই ওভারে আসে চার রান
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ৪৬ ওভারে ২৪২/৭
নিজের দশম ওভারে বরুণ চক্রবর্তী ফের উইকেট নিলেন। দিলেন মাত্র ৩ রান। এখনও উইকেটে আছেন অ্যালেক্স ক্যারি, তাঁকেই আউট করতে হবে। ২৬০+ এর বেশি রান উঠে গেলে চেজ করার কাজ কঠিন হয়ে যেতে পারে ভারতের।
Champions Trophy, Ind vs Aus Live-আউট বেন ডার্শিস
ফের ধাক্কা অস্ট্রেলিয়ার। আউট বেন ডার্শিস। এবার উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ১৯ রানের মাথায় বড় শট খেলতে গিয়ে শ্রেয়স আইয়ারের হাতে মিড উইকেটে ক্যাচ তুলে দিয়ে আউট হলেন বেন।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ৪৪ ওভারে ২৩৪/৬
বরুণ চক্রবর্তীর ওভার থেকে এল ৭ রান। প্রথম বলেই থার্ড ম্যানের দিক থেকে চার রান আসে বেন ডার্শিসের ব্যাট থেকে। এরপর আসে র তিন রান। বোলিংয়ে ফেরানো হয়েছে মহম্মদ শামিকে।
Champions Trophy, Ind vs Aus Live- অর্ধশতরান অ্যালেক্স ক্যারির!
৪৩তম ওভারে অর্ধশতরান করলেন অ্যালেক্স ক্যারি। এরপরই এই ওভারে কুলদীপ যাদবের বোলিংয়ে ছয় মারলেন বেন ডার্শ। এই ওভার থেকে এল ১০ রান। অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ২২৭।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ৪২ ওভারে ২১৭/৬
৪১তম ওভারে বোলিং করেন কুলদীপ যাদব, মাত্র ১ রান আসে সেই ওভার থেকে।৪২তম ওভারে বোলিং করেন বরুণ চক্রবর্তী, দেন মাত্র ৩ রান।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ৪০ ওভারে ২১৩/৬
অক্ষর প্যাটেলের ওভার থেকে এল ৬ রান। তৃতীয় বলে রিভার্স সুইপে পয়েন্টের দিক থেকে চার মারলেন অ্যালেক্স ক্যারি।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ৩৯ ওভারে ২০৬/৬
৩৯তম ওভারে বোলিং করলেন মহম্মদ শামি, দিলেন মাত্র এক রান। পুরো চাপ এখন অ্যালেক্স ক্যারির ওপর রয়েছে। অস্ট্রেলিয়ার ক্যারি বাদে সব স্পেশালিস্ট ব্যাটার সাজঘরে ফিরেছেন।
Champions Trophy, Ind vs Aus Live- এবার বোল্ড আউট ম্যাক্সওয়েল
পরপর অজিদের ধাক্কা দিল ভারত। শামির আউটের পরের ওভারেই বল করতে এসে গ্লেন ম্যাক্সওয়েলকে বোল্ড আউট করলেন অক্ষর প্যাটেল। ৩ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২০৬/৬। চাপে পড়ে গেছে অজিরা, চালকের আসনে ভারত।
Champions Trophy, Ind vs Aus Live- শামির বলে আউট স্মিথ!
৭৩ রানে সাজঘরে অজি অধিনায়ক স্টিভ স্মিথ। শামির বলে বড় শট খেলার চেষ্টা করলেও তা মিস করেন স্মিথ। তাতেই বল সরাসরি গিয়ে লাগে উইকেটে। ক্লিন বোল্ড হয়ে আউট স্টিভ স্মিথ। ১৯৮ রানের মাথায় পঞ্চম উইকেটের পত। ৩৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৯৯/
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ৩৬ ওভারে ১৯৫/৪
৩৬তম ওভারটি করলেন হার্দিক পাণ্ডিয়া। তিনি দিলেন ৯ রান। প্রথম বলেই মিড উইকেটের দিকে চার মারলেন অ্যালেক্স ক্যারি। এরপর পঞ্চম বলে সোজা মিড অফের দিক থেকে চার মারলেন ক্যারি। তিনি ব্যাটিং করছেন ৩২ বলে ৩৮ রানে। ৭১ রানে অপরাজিত রয়েছেন স্টিভ স্মিথ।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ৩৫ ওভারে ১৮৬/৪
মহম্মদ শামিকে বোলিংয়ে ফেরানো হয়। স্পিনের পাশাপাশি উইকেট তোলার জন্য পেস অ্যাটাকেও ভরসা করছেন রোহিত। শামির ওভার থেকে এল চার রান, তবে কোনও উইকেট এল না।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ৩৪ ওভারে ১৮২/৪
৩৪তম ওভারে অস্ট্রেলিয়া তুলল ৯ রান। প্রথম বলেই অ্যালেক্স ক্যারি একটি চার মারেন লং অনের দিক থেকে। শেষ বলে ফের এক্সট্রা কভারের দিকে চার মারলেন অ্যালেক্স ক্যারি।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ৩৩ ওভারে ১৭৩/৪
৩৩তম ওভারে অ্যালেক্স ক্যারি একটি ছয় মারলেন বরুণ চক্রবর্তীর বলে। ওভার থেকে এল ৮ রান। অস্ট্রেলিয়ার ব্যাটাররা প্রতি ওভারে একটি বাউন্ডারি তোলার চেষ্টা করছেন, বাকি বলে সিঙ্গল নিচ্ছেন। যাতে রানের গতি তাঁদের ঠিক থাকে। দ্রুত উইকেট তুলতে হবে ভারতকে।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ৩২ ওভারে ১৬৫/৪
৩২তম ওভারে কুলদীপ যাদব দিলেন ৫ রান। স্টিভ স্মিথ একটি ওপরে উঠিয়ে শট খেললেন। এছাড়া তেমন কোনও ঝুঁকি নিলেন না। ৬৭ রানে পৌঁছে গেছেন স্টিভ স্মিথ। অ্যালেক্স ক্যারি খেলছেন ১৩ রানে।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ৩১ ওভারে ১৬০/৪
বরুণ চক্রবর্তীর ওভারে এল মাত্র ২ রান। ৬ ওভারে তিনি ২৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। অজিদের ভারতীয় স্পিনাররা চাপে রেখেছে। এরপরে অজিদের ব্যাটারদের মধ্যে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ৩০ ওভারে ১৫৮/৪
কুলদীপ যাদবের এই ওভার থেকে এল ছয় রান। ফাইন লেগের দিক থেকে একটি চার মারলেন অ্যালেক্স ক্যারি।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ২৯ ওভারে ১৫২/৪
২৯তম ওভার জাদেজা দিলেন ৬রান। পঞ্চম বলে লং অনের দিকে একটি চার মারেন অ্যালেক্স ক্যারি। স্মিথের ওপরই নির্ভর করছে ম্যাচের ভবিষ্যৎ। তিনি ভারতের বিপক্ষে শতরান করলে বিরাটদের কাজ কঠিন হয়ে যাবে। নাহলে অজিদের এখনও পর্যন্ত চাপেই রেখেছে ভারতীয় স্পিনাররা।
Champions Trophy, Ind vs Aus Live- ২৮ ওভারে স্কোর ১৪৬/৪
বাঁহাতি অ্যালেক্স ক্যারি আসতেই বোলিংয়ে আনা হল চাইনাম্যান স্পিনার কুলদীপ যাদবকে। এই ওভার থেকে এল মাত্র ২ রান। ওডিআইতে পাঁচবার অ্যালেক্স ক্যারিকে আউট করেছেন কুলদীপ, তাই তাঁকে আনলেন রোহিত।
Champions Trophy, Ind vs Aus Live- স্মিথের ফিফটির পরই আউট ইংলিস! স্কোর ১৪৪/৪
রবীন্দ্র জাদেজার ওভারে আউট জোশ ইংলিস। সঠিক সময়ই এল উইকেট, চাপ বাড়াচ্ছে ভারত। ২৭তম ওভারের শেষ বলে বিরাট কোহলির হাতে সহজ ক্যাচ তুলে আউট হলেন ইংলিস। অজিদের চতুর্থ উইকেটের পতন। ম্যাচে এটি জাদেজার দ্বিতীয় উইকেট। উইকেটে এসেছেন অ্যালেক্স ক্যারিস। রয়েছেন স্মিথ। এই ওভারে একটি ছয় মারেন স্টিভ স্মিথ।
Champions Trophy, Ind vs Aus Live- হাফ সেঞ্চুরি স্মিথের
কঠিন ম্যাচে ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ। বরুণ চক্রবর্তীর ওভারে একটি চার মারার পর ২ রান নিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করলেন স্মিথ। ২৬ ওভার শেষে অজিদের স্কোর ৩ উইকেটে ১৩৩। ঝুঁকিহীন ইনিংসে মেরেছেন মাত্র চারটি চার।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ২৫ ওভারে ১২৫/৩
অস্ট্রেলিয়া ইনিংসের হাফ ওভার বোলিং হয়ে গেল। জাদেজার ওভার থেকে এল মাত্র ৫ রান। স্পিনারদের দিয়েই অজিদের ওপর চাপ রাখতে চাইছেন রোহিত শর্মা। পাল্টা স্টিভ স্মিথও কোনও ঝুঁকি না নিয়ে স্ট্রাইক রোটেট করে যাচ্ছেন। অর্ধশতরানের কাছাকাছি চলে গেছেন স্মিথ।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার স্কোর ১২০/৩
২৪তম ওভারে বরুণ চক্রবর্তীর শেষ বলে চার মারলেন স্টিভ স্মিথ। ওভার থেকে এল ৭ রান। স্কোর পৌঁছাল ১২০তে। ভালো ফিল্ডিং করে নজর কাড়লেন বিরাট কোহলি।
Champions Trophy, Ind vs Aus Live- আউট ল্যাবুশান! অস্ট্রেলিয়ার স্কোর ১১৩/৩
রবীন্দ্র জাদেজার বলে আউট মার্নাস ল্যাবুশান। ৩৬ বলে ২৯ রান করে LBW আউট হলেন অজিদের মিডল অর্ডার ব্যাটার। জাদেজার বল ব্যাকফুটে খেলতে গিয়ে আউট হলেন। ১১০ রানে তৃতীয় উইকেটের পতন অস্ট্রেলিয়ার। নিজের ইনিংসে মারেন ২টি চার এবং ১টি ছয়। ব্যাটিং করতে এসেছেন জোস ইংলিস। ২৩ ওভার শেষে স্কোর ১১৩/
Champions Trophy, Ind vs Aus Live- বোলিংয়ে ফেরানো হল শামিকে
উইকেটের দরকার রয়েছে ভারতের। তাই ফেরানো হয়েছে মহম্মদ শামিকে। আবারও ক্যাচ মিস করলেন শামি। এবার নিজের ফলো আপে স্মিথের মারা শট ক্যাচ নিতে পারলেন না শামি। তাঁর বাঁহাতে লেগে বল ছিটকে গেল। পরের বলেই আউটের জন্য আবেদন করেন শামি, কিন্তু আম্পায়ার আউট দেননি। ওভার থেকে আসে মাত্র ১ রান। ২২ ওভার শেষে স্কোর ২ উইকেটে ১০৬
Champions Trophy, Ind vs Aus Live- মেডেন ওভার জাদেজার
২১তম ওভারটি মেডেন করলেন রবীন্দ্র জাদেজা। স্টিভ স্মিথ ছয়টি বল খেললেও একটি রাও নিতে পারলেন না। ২১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১০৫। ওভারের দ্বিতীয় বল স্মিথের শট ল্যাবুশানের ব্যাটে ডিফ্লেক্ট হয়ে অন্যদিকে চলে যাওয়ায়, জাদেজাও জড়িয়ে ধরে আটকে দেন ল্যাবুশানকে। তাঁকে রান নিতে দেননি।
Champions Trophy, Ind vs Aus Live- ১০০ উঠে এল অস্ট্রেলিয়ার
ক্যাচের সুযোগ তৈরি হয়েছিল, ওপরে শট খেলেছিলেন মার্নাস ল্যাবুশান, কিন্তু সেই জায়গায় কোনও ফিল্ডার না থাকায় আউট হননি। এরপর অক্ষর প্যাটেলের বলে মিড উইকেটের ওপর থেকে ছয় মারেন ল্যাবুশান।ওভার থেকে এল ৯ রান
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার স্কোর ১৯ ওভারে ৯৬/২
১৯তম ওভারে এল পাঁচ রান। বোলিং করতে করতেই রান বাঁচাতে গিয়ে ডাইভ দেন রবীন্দ্র জাদেজা। তাতেই বাঁহাতে সামান্য চোট পেলেন তিনি। ওভার শেষ করে তিনি ডাগআউটে যান।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার স্কোর ১৮ ওভারে ৯১/২
১০০র কাছাকাছি পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। ১৭তম ওভারটি করেন জাদেজা, দেন ২ রান। ১৮তম ওভারে অক্ষর প্যাটেলের পঞ্চম বলে কাট করে চার মারেন ল্যাবুশান। থার্ড ম্যানের দিক থেকে চার হয়ে যায়। সেই ওভারে আসে মোট ৭রান।
Champions Trophy, Ind vs Aus Live- চোট লাগল অক্ষর প্যাটেলের
১৬তম ওভারের চতুর্থ বলে অক্ষর প্যাটেল ল্যাবুশানকে বোলিং করার পর ফিল্ডিং করতে গিয়ে চোট পান। ঘাড়ে চোট লাগায় ফিজিও মাঠে এসে শুশ্রুষা করছে অক্ষরের। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৮২
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার স্কোর ১৫ ওভারে ৭৬/২
রবীন্দ্র জাদেজা করলেন ১৫তম ওভার। এল চার রান। অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৭৬। সিঙ্গল নিয়েই রান এগিয়ে নিয়ে যাচ্ছেন স্মিথ-ল্যাবুশান
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার স্কোর ১৪ ওভারে ৭২/২
১৩তম ওভারেও এল তিন রান। অর্থাৎ স্পিনারদের বিরুদ্ধে অজিরা একটু গুটিয়ে রয়েছে। এই ওভারটি করেন বরুণ চক্রবর্তী। ১৪তম ওভারটি মেডেন করেন অক্ষর প্যাটেল। ওভারের শেষ বলে একটুর জন্য আউট হতে হতে বাঁচেন স্টিভ স্মিথ। উইকেটে আসতে করে গিয়ে বল লাগলেও, বেল পড়েনি। তাই বেঁচে যান স্মিথ।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার স্কোর ১২ ওভারে ৬৯/২
১১তম ওভার বোলিং করলেন বরুণ চক্রবর্তী, এল তিন রান। দ্বাদশতম ওভারেও এল তিন রান, বোলিং করলেন অক্ষর প্যাটেল। কোনও ঝুঁকি নিতে চাইছেন না স্মিথ এবং ল্যাবুশান, চেষ্টা করছেন স্ট্রাইক রোটেট করার।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার স্কোর ১০ ওভারে ৬৩/২
দশম ওভারে এল পাঁচ রান। অক্ষর প্যাটেল বোলিং করলেন। ১টি চার মারেন স্টিভ স্মিথ। রান রেট ছয়ের ওপরে। আপাতত উইকেটে রয়েছেন স্মিথ এবং ল্যাবুশান। স্মিথের উইকেট দ্রুত তুলতে হবে ভারতকে।
Champions Trophy, Ind vs Aus Live- বড় ধাক্কা দিলেন বরুণ, আউট হেড! স্কোর ৫৮/২
বোলিং করতে এসেই উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। বড় শট খেলতে গিয়ে আউট ট্র্যাভিস হেড। ৩৩ বলে ৩৯ রান করে আউট হেড। দুরন্ত ক্যাচ নিলেন শুভমন গিল। অনেকটা দৌড়ে এসে ক্যাচ নিলেন শুভমন। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৮/২। রোহিতের স্ট্র্যাটেজি কাজে লেগে গেল, যখন হেড একটা রান তোলার ছন্দে এসেছেন তখনই বরুণকে আনা হল। যাতে হেড নিজেকে কন্ট্রোল না করতে পারেন এবং বড় শট খেলতে যান। সেই সুযোগই কাজে লাগালেন বরুণ।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার স্কোর ৮ ওভারে ৫৩/১
কুলদীপ যাদব অষ্টম ওভারে বোলিং করলেন, এই ওভারে একটি ছয় মারলেন ট্র্যাভিস হিড। লং অনের ওপর থেকে ছয় মারেন হেড। এবার বোলিং করতে এসেছেন বরুণ চক্রবর্তী
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার স্কোর ৭ ওভারে ৪৭/১
সপ্তম ওভারে এল ১১ রান। দ্বিতীয় বলে স্টিভ স্মিথ স্কোয়ার লেগের দিকে চার মারলেন। চতুর্থ বলে চার মারলেন ট্র্যাভিস হেড, মিড উইকেটের দিক থেকে এল চার রান। ইতিমধ্যেই ৬ রান অতিরিক্ত দিয়েছে ভারতীয় বোলাররা
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার স্কোর ৬ ওভারে ৩৬
কুলদীপ যাদবকে দিয়ে লোলিং করালেন রোহিত শর্মা। বোলিংয়ে বৈচিত্র আনতে স্পিন এবং পেস একইসঙ্গে ব্যবহার করলেন রোহিত। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৩৬, এই ওভারে এল পাঁচ রান।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার স্কোর ৫ ওভারে ৩১
পঞ্চম ওভার করলেন মহম্মদ শামি। এল ১৪ রান। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে পরপর তিনটি চার মারলেন ট্র্যাভিস হেড। প্রথম ৪ ওভারে সব রানই করেছেন অস্ট্রেলিয়ার হেড আর না হলে অতিরিক্ত রান এসেছে ওয়াইড বলে। ৩২ রানের মাথায় দ্বিতীয় অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে রান পেলেন স্টিভ স্মিথ। শামির বল ইনসাইড এজে বোল্ড হতে হতে বাঁচলেন হেড। আজ কপাল ভালো যাচ্ছে তাঁর।
Champions Trophy, Ind vs Aus Live- ব্যাটিং করতে এসেছেন স্মিথ
কনোলি আউট হওয়ার পর ব্যাটিং করতে এসেছেন অধিনায়ক স্টিভ স্মিথ। হেড এবং স্মিথ রয়েছেন উইকেটে। এই পার্টনারশিপ ভাঙতে হবে, কারণ দুই ক্রিকেটারেরই ভারতের বিপক্ষে ওডিআই পারফরমন্স খুব ভালো। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১৭। হার্দিক পাণ্ডিয়ার ওভারে এল ১৩ রান। একটি চার এবং একটি ছয় মারলেন ট্র্যাভিস হেড। ওভারের পঞ্চম বলে রান আউটের সুযোগ তৈরি হয়েছিল, ট্র্যাভিস হেড রানআউট হতে পারতেন যদি রবীন্দ্র জাদেজার থ্রো উইকেটে লাগত।
Champions Trophy, Ind vs Aus Live- আউট কুপার কনোলি
তৃতীয় ওভারের শেষ বলে ধাক্কা দিলেন শামি। রানের খাতা না খুলেই সাজঘরে কুপার কনোলি। শামির বলে ক্যাচ নিলেন লোকেশ রাহুল। বেশ ভালো লো ক্যাচ নিলেন রাহুল। তিন ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৪ রান।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া ২ ওভারে ৩ রান
দ্বিতীয় ওভার বোলিং করলেন হার্দিক পাণ্ডিয়া। হেড এই ওভারে কোনও রানই নিতে পারলেন না। মাত্র ১ রান এল এই ওভারে, তাও ওয়াইড বল থেকে। ট্র্যাভিস হেডের প্রথম ওভারে ক্যাচ মিস হয়। এই ম্যাচে একটু যেন জড়তা রয়েছে হেডের ব্যাটিংয়ে
Champions Trophy, Ind vs Aus Live- শুরু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ
হেড এবং কনোলি ব্যাটিং করতে নেমেছেন, দুজনেই বাঁহাতি। বোলিং করছেন মহম্মদ শামি। প্রথম ওভার থেকে এল ২ রান। প্রথম বলেই সুযোগ চলে এসেছিল শামির কাছে। হেডের মারা শট শামির দিকে এলেও তিনি সেই ক্যাচ ধরতে পারেননি। নাহলে প্রথম ওভারেই উইকেট তুলে নিত ভারত
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার জার্সিতে নজির কনোলির
অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ICC ODI ইভেন্টে প্রতিনিধিত্ব করছেন কুপার কনোলি। ২০ বছর ২২৫দিন বয়সে ১৯৮৭ ক্রিকেট বিশ্বকাপে অজিদের হয়ে খেলতে নামেন অ্যান্ড্রিউ জেসার্স। ২১ বছর ৬৬ দিন বয়সে ১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপে দেশের হয়ে খেলতে নেমেছিলেন রিকি পন্টিং। ২১ বছর ৯০ দিন বয়সে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নামেন ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেন ওয়াটসন। ২১ বছর ১৯৪ দিন বয়সে খেলতে নামলেন কুপার কনোলি
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
স্টিভ স্মিথ (অধিনায়ক), কুপার কনোলি, ট্র্যাভিস হেড, মার্নাস ল্যাবুশান, জোস ইংলিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারিসুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা এবং তনবীর সঙ্ঘা
Champions Trophy, Ind vs Aus Live- ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি এবং বরুণ চক্রবর্তী
Champions Trophy, Ind vs Aus Live- ভারতীয় দল খেলবে চার স্পিনারে
রোহিত শর্মা বললেন- যখন পিচের চরিত্র বোঝা কঠিন হয়, তখন টস হারাই ভালো। আমরা শেষ তিন ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি বলেই জিতেছি, এখানেও তাই করার চেষ্টা করব। এখানেও কাজটা চ্যালেঞ্জিং হবে। যেখানে শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করতে চাইব। গত ম্যাচের দলই আমরা এই ম্যাচে খেলাচ্ছি।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়া দলে স্পিনারের সংখ্যা বাড়ল
স্টিভ স্মিথ জানান, এই উইকেট দেখেই তাঁরা ব্যাটিংয়ের কথা ভেবেছেন। উইকেট ড্রাই রয়েছে, স্পিনাররা সুবিধা পাবে বলে তাঁর আশা। দলে দুটি পরিবর্তন হয়েছে, ওপেনিংয়ে ম্যাথিউ শর্টের পরিবর্তে কুপার কনোলি দলে এসেছেন। পেসার স্পেন্সর জনসনের পরিবর্তে স্পিনার তনবীর সঙ্ঘাকে দলে আনা হয়েছে
Champions Trophy, Ind vs Aus Live- টস হারল রোহিত শর্মা
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। আবারও টস হারল ভারত।
Champions Trophy, Ind vs Aus Live- পিচে সুবিধা পাবে স্পিনাররা
মাইকেল আথারটন এবং রামিজ রাজা পিচ দেখে বলছেন, অনেক গুলো ক্র্যাক তারা দেখতে পাচ্ছেন। খুবই ড্রাই উইকেট। ফলে স্পিনাররা এখানে সুবিধা পেতে পারেন। তাঁরা পরামর্শ দিচ্ছেন টস জিতলে প্রথমে ব্যাটিং করে নেওয়ার, পরের দিকে ব্যাটিং করা কঠিন হতে পারে।
Champions Trophy, Ind vs Aus Live- অস্ট্রেলিয়ার চাপ বাড়বে শর্টের চোটে
অস্ট্রেলিয়া দলের কাছে বড় চ্যালেঞ্জ হবে ম্যাথিউ শর্টের অনুপস্থিতি ঢাকা। কারণ ওপেনিংয়ে ট্র্যাভিস হেডের ওপরই অতিরিক্ত চাপ পড়বে। গত ম্যাচে আফগানদের বিপক্ষে ৪০ বলে ৫৯ রান করেছিলেন হেড, ম্যাচ অমিমাংসিত হলেও সেই ম্যাচে খেলেছিলেন শর্ট। তবে সেমিতে তাঁর না থাকায় নতুন কম্বিনেশন আনতে হবে অজিদের ওপেনিংয়ে, যা ভারতের পক্ষে অ্যাডভান্টেজ হতেই পারে।
Champions Trophy, Ind vs Aus Live- বিরাট-রোহিতকে জ্বলে উঠতে হবে বড় ম্যাচে
সাম্প্রতিক সময় ভারতীয় দল আইসিসির নকআউটে সেই ম্যাচেই জিতেছে, যেই ম্যাচে রোহিত শর্মা বা বিরাট কোহলি রান পেয়েছেন। ২০২৩ ওডিআই বিশ্বকাপের সেমিতে বিরাটের ব্যাট চললেও ফাইনালে রোহিত, বিরাট বড় রান করেননি ভারত হেরেছিল। ২০২৪ টি২০ বিশ্বকাপ সেমিতে রোহিত ভালো পারফরমেন্স করেন, আর ফাইনালে বিরাট দলকে নির্ভরতা দেন। ভারত জিতে নেয় দুই ম্যাচ। তাই এই ম্যাচেও বিরাট বা রোহিতের মধ্যে কাউকে বড় রান পেতেই হবে
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- রোহিতের টস ভাগ্য ম্যাচে ফ্যাক্টর হবে?
রোহিত শর্মার ভারত একদিনের ক্রিকেটে টানা ১৩ ম্যাচে টস হেরেছে, যা বিরল রেকর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের জন্য অনেকেই টস জেতাকে কারণ হিসেবে দাঁড় করিয়েছিল, কারণ বিশেষজ্ঞদের বক্তব্য ছিল পিচ না বুঝে ব্যাটিং আগে করতে গিয়েই ভারতের ক্ষতি হয়। তবে দুবাইয়ের পিচে ভারত টস জিততে চাইবে, কারণ ফ্রেশ পিচে খেলা হচ্ছে। সেক্ষেত্রে টস জিতলে ব্যাটিং করতেই চাইবে রোহিত শর্মারা
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ম্যাচের পিচ নিয়ে রোহিত কি বলেছেন আগের দিন?
রোহিতের কথায়- এটা আমাদের হোম গ্রাউন্ড নয়, আমরা এখানে খুব বেশি খেলিনা। যে তিনটি ম্যাচে আমরা এখানে খেলেছি, বিভিন্ন ক্ষেত্রে পিচ বিভিন্নরকম ব্যবহার করেছে। ফলে আমাদের কাছেও এই পিচে খেলা যথেষ্ট চ্যালেঞ্জিং। আমরা দেখেছি গত ম্যাচে নিউজিল্যান্ডের বোলাররা বল সুইং করাচ্ছিল, সেটা তাঁর আগের দুই ম্যাচে দেখা যায় নি। এখানে ৪-৫টা পিচ রয়েছে, তাই কোন পিচে খেলা হবে বা তার চরিত্র কেমন হবে, সেটা আমরা জানি না
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- ভারত বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড
আইসিসি প্রতিযোগিতায় হেড টু হেড (ODI) - দুই দল মুখোমুখি হয়েছে ১৪বার, ৯বার জিতেছে অস্ট্রেলিয়া, ৫বার জিতেছে ভারত। ১৫১টি ম্যাচে ৮৪বার জিতেছে অস্ট্রেলিয়া, ৫৭বার জিতেছে ভারত। ম্যাচের রেজাল্ট হয়নি ১০বার
Champions Trophy Semi Final, Ind vs Aus Live- আজ দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ সেমিফাইনাল ম্যাচে নামছে ভারত। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জন্য দুবাই অনেকটা হ্যাপি হান্টিং গ্রাউন্ডের মতো। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে। ব্যাটাররা ভালো খেললেও বোলারদের কৃতিত্ব একটু বেশি। বরুণ চক্ররবর্তী গত ম্যাচেও ৫ উইকেট নিয়েছেন। টস ফ্যাক্টর কাজে আসে কিনা, নজর থাকবে সেদিকে।