বিরাট কোহলি কি ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করবেন? এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ আইপিএলে কোহলি ওপেন করতে নেমে𒅌ই দুরন্ত পারফরম্যান্স করেছেন। মরশুমের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। এর পর থেক💮েই কোহলিকে ওপেনার হিসেবে খেলানো নিয়ে দাবি তীব্র হয়েছে।
ভারতের হয়ে কে ওপেন করবেন?
তবে অনেকেই আবার দাবি করেছেন, রোহিত শর্মার সঙ্গে কোহলি ওপেন করলে, ডান-বাম কম্বিনেশন থাকবে না। যশস্বী জয়সওয়াল আবার বাঁ-হাতি ব্যাটার। তাই অনেকেই রোহিতের সঙ্গে যশ༺স্বীর ওপেন করার বিষয়টি সমর্থন করেছেন, যাতে ডান-বাম কম্বিনেশন কার্যকরী হয়। তবে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রোহি🃏তের সঙ্গে কিন্তু যশস্বী ওপেন করতে নামেননি। সেই কারণেই কোহলির ওপেন করার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে ধারণা অনেকের।
আরও পড়ুন: নরম মাঠ, স্পঞ্জি পিচ… ভারতীয় ক🎃্রিকেটারদের চোটের সম্ভাবনা নিয়ে চিন্তায় দ🐟্রাবিড়
এই পরিস্থিতিতে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর দাবি করেছেন, কোহলিরই ওপেন করা উচিত। আইপিএলের মাঝে কোহলির স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন তুলে তীব্র সমালোচনা করেছিলেন গাভাসকরই। কিন্তু বিশ্বকাপের আগে নিজের সুর বদলালেন তিনি। উল্টে আইপিএলে কไোহলির পারফরম্যান্সের প্রশংস💞া করেছেন গাভাসকর। কোহলি আইপিএলের ১৫ ইনিংসে ৭৪১ রান করেছিলেন। গাভাসকর স্টার স্পোর্টসের এক আলোচনায় দাবি করেছেন যে, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কোহলির ওপেন করা উচিত। তার পরে তিনে নামুক যশস্বী জয়সওয়াল। এবং চারে আসুক সূর্যকুমার যাদব।
আরও পড়ুন: ওর ইংরেজি🙈 আমার উর্দুর চেয়ে অনেক ভালো- বাবরকে নিয়ে কটাক্ষের মোক্ষম জবাব ডি'ভিলিয়ার্সের
কোহলির পক্ষে ভোট গাভাসকরের
গাভাসকর বলেছেন, ‘রোহিত শর্মা ও বিরাট কোহলি ওপেনার হিসেবে নামুক। কোহলি যে ভাবে ব্যাটিং করেছে, বিশেষ করে আইপিএলের দ্বিতীয়ার্ধে, ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং ওপেন করার যোগ্য🍌। ভালো খেলোয়াড়রা যে কোনও জায়গায় ব্য🌃াট করতে পারে, সেটা ডানহাতি হোক বা বাঁ-হাতি।’
গাভাসকর ওপেনিং কম্বিনেশনের বিতর্কে বাম-ডান তত্ত্বকেও বাতিল করে দিয়েছে ব্যাখ্যা করেছেন যে, ‘টেলিভিশনে ব👍াম-ডান হাতের সমন্বয় নিয়ে কথা বলতে খুব ভালো লাগে। ভালো খেলোয়াড়রা যে কোনও অর্ডারেই ব্যাট করুক না কেন, তারা ভালোই হবে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো দু'জন দুর্দান্ত ব্যাটার রয়েছে। আইপিএলে কোহলি যে ফর্ম দেখিয়েছে, ওরই ব্যাটিং ওপেন করা উচিত।’ তিনি আরও যোগ করেছেন, ‘ও খুব ভালো ছন্দে রয়েছে। কোহলিকে অপেক্ষা করানো ঠিক হবে না। সেটা এক ওভারই হোক বা পাঁচটি ডেলি꧂ভারি। যখন আপনি কারও সঙ্গে ওপেন করতে নামেন, তখন তার অনুভূতিই আলাদা হয়।’