রোহিত শর্মা এবং বিরাট কোহলি একই সঙ্গে বেজায় চটলেন কুলদীপ যাদবের উপর।𓂃 দিলেন গালাগাল। অবশ্য কুলদীপের ছোট্ট একটি ভুলে🍌র জন্যই তাঁকে অধিনায়ক এবং দলের তারকা ক্রিকেটারের থেকে বকুনি খেতে হয়েছে। বিরাট একটি বল থ্রো করলে, সেটি কুলদীপ না ধরে ছেড়ে দেন। বলটি রোহিত সঙ্গে সঙ্গেই ধরে নেন। তবে দলের স্পিনারের গা-ছাড়া ভাবের জন্যই তাঁকে বকুনি খেতে হয়েছে। ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ৩২তম ওভারে।
আরও পড়ুন: লজ্জাজনক✨… রোহিতকে মোটা বলায় খেপে লাল ছেলেবেলার কোচ, ধুইয়ে💝 দিলেন কংগ্রেস নেত্রীকে
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ম্যাচে প্রথমে ব্যাট করে অজিরা ২৬৪ রান করে। ফাইনালের টিকিট 🌸পেতে ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে হবে রোহিত ✅বাহিনীকে।
বল ধরতে পারেননি কুলদীপ যাদব
অজি ইনিংসের ৩২ ওভারে বল করতে আসেন কুলদীপ যাদব। এই ওভারের পঞ্চম বলটি ডিপ মিড উইকেটের দিকে ফ্লিক করেন স্টিভ স্মিথ। এর পর দ্রুত দৌড়ে এক রান পূর্ণ করেন তিনি। কিন্তু বিরাট কোহলি খুব দ্রুত বল ধরে ফেলেন। এর পর বল ছুঁড়ে দেন নন স্ট্রাইকিং জোনে দাঁড়িয়ে থাকা কুলদীপের দিকে। কিন্তু বল ধরতে না পারার জেরে প্রাণে বেঁচে যান স্টিভ স্মিথ। কুলদীপ ঠিক মতো বল ধরলে স্মিথ 🐲রান আউট হয়ে যেতে পারতেন।
আরও পড়ুন: কোহলি জিরো, বাবরের তুলনায় কিছুই নয়… নাক🔯ে ঝামা ঘষে যাওয়ার পরেও হাস্যকর দাবি পাক প্রাক্তনীর
এর পর কুলদীপ যাদবের উপর রেগে গিয়ে বিরাট কোহলিকে খুব চিৎকার করতে দেখা যায়। তিনি খেপে গিয়ে কুলদীপকে গালাগাল করে দেন। তারকা স্পিনার বল না ধরতে পারলে, সেটি চলে যায় রোহিত শর্মার কাছে। তিনিও কুলদীপের উপর খেপে গিয়ে তাঁকে ধমকান। এই পরিস্থিতিতে কুলদীপ যাদবকে ভারতীয় দলের দ﷽ুই সবচেয়ে সিনিয়র তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির রোষের মুখে পড়তে হয়। এই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অস্ট্রেলিয়া দল ২৬৪ রান করেছে
অস্ট্রেলিয়া দল শুরুটা খুবই খারাপ করেছিল। কুপার কনোলি ওপেন করতে নেমে, রানের খাতাই খুলতে পারেননি। শূন্যতে প্যাভিলিয়নে ফিরে যান। এর পর ট্র্যাভিস হেড দ্রুত রানꦑ করলেও, বরুণ চক্রবর্তীর বলে ৩৯ রানে আউট হন তিনি। তবে স্টিভ স্মিথ এবং অ্যালেক্স ক্যারি হাল ধরেছিলেন। এবং এই দুই তারকাই হাফ সেঞ্চুরি করেন। ৭৩ রান করে আউট হন স্মিথ। অ্যালেক্স ক্যারি করেন ৬১ রান। এই দুই খেলোয়াড়ের সৌজন্যে অস্ট্রেলিয়া দল২৬৪ রান তুলতে সক্ষম হয়। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট ন✅েন মহম্মদ শামি। ২টি করে উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাদেজা।