বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের টাকা তোলার অভিযোগে ক্লোজ করা হল সিভিক পুলিশ ও এএসআই-কে। অভিযুক্ত দুজনেই বরানগর থানার। ব্যারাকপুর পুলিশꦓ কমিশনারেটের তরফে এই খবর জানানো হয়েছে মঙ্গলবার। বলা হয়েছে তাদের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্তও।
ঠিক কী কারণে ক্লোজ করা হল?
অভিযোগ, সম্প্রতি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দিনের আলোয় টাকা তুলছিলেন এক পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ার। একটু দূর থেকে সেই ঘটনা ক্যামেরাবন্দী করেন পিঙ্কু মিত্র নামে এক সমাজকর্মী। প্রায় ১১ মিনিটের সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় ফেসবুকে (ভিডিয়োরꦅ সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। কৃতকর্মের জন্য হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায় সিভিক পুলিশকে। এমনকী কান ধরে উঠবোস করতেও বাধ্য হন তিনি। তবে একই সঙ্গে পিঙ্কু মিত্র পুল💛িশকেও এই ব্যাপারে দায়ী করেন। সরকারি চাকরি করা সত্ত্বেও কেন এইভাবে তোলাবাজি করছেন, সেই প্রশ্ন করতে দেখা যায়। এর পর গাড়ি থেকে টাকা উদ্ধারের চেষ্টা হয়। অভিযুক্ত এএসআই তখন নানাভাবে বিষয়টি কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন - ‘ক🦹ালেকশন করতে ব্যস্ত’, ‘চোখ সবসময় ফোনে’! বেলঘরিয়া হাইওয়েতে বারবার দুর্ঘটনায় অভিযোগের তিরে বিদ্ধ পুলিশও
কী বললেন পুলিশ কমিশনার
ভিডিয়োটি ভাইরা🔴ল হওয়ার পরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে আজ ব্যবস্থা নেওয়া হল। পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন, ওই সিভিক ভলান্টিয়ার এবং বরানগর থানায় এএসআই-এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছꦫে। তদন্তে দোষী সাব্যস্ত হলে চাকরি থেকে বরখাস্ত হতে পারেন, এমন ইঙ্গিতও মিলেছে কমিশনারের বক্তব্যে।
দেখুন ভিডিয়ো
ফেসবুকে পুলিশের পোস্ট ঘিরে বিতর্ক
ঘটনাচক্রে এই দিন ব্যারাকপুর সিটি পুলিশ তাদের পেজে একটি পোস্ট করেন। সেখানে বলা হয়, কোনও অন্যায় দেখলে সরাসরি পুলিশকে জানাতে। নিজের হাতে💧 আইন তুলে না নিতে। এই নিয়ে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু পোস্টের জেরে তীব্র নিন্দার শিকার হতে হয় পুলিশকে। অন্যদিকে এই বিষয়ে HT বাংলার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন পিঙ্কু মিত্র।
পুলিশের সেই পোস্ট
আরও পড়ুন - ‘তুমি না তুই’ কোন ডাকে প্রেম জমে ক্ষীর হয়? কী বলছেন মনোবিদ থেকে তরুণ প্রজ🌊ন্ম, শুনল HT বাংলা
কী বললেন পিঙ্কু মিত্র?
দীর্ঘদিন ধরে চলা অন্যায়ের প্রতিবাদ দরকার ছিল। সেই প্রতিবাদ করে অসম সাহসিকতা দেখিয়েছেন প্রিয়াঙ্কা ওরফে পিঙ্কু, পিঙ্কু মিত্র। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকে এমনটাই বলছেন সকলে, করছেন প্রশংসা। তবে পিঙ্কু মিত্র HT বাংলাকে বললেন তিনি অন্যায়ের প্রতিবাদ করতে পিছপা হতে রাজি নন। তাঁর কথায়, ‘আমি শুনলাম, আমাকে ডেকে পাঠানো হতে পারে। একটা জেনারেল এনকোয়ারি হবে। ডাকলে নিশ্চয়ই যাব।’ পাশাপাশি তিনি বলেন, ‘এই গাড়িগুলি মূলত টাকা দেয়, কিছু অন্যায় কাজের ছাড় পাওয়ার জন্য। সেই অন্যায় অপরাধগুলোর ব্যাপারে আমার কাছে অনেক তথ্য আছে।’ সেই নিয়েও প্রতিবাদ হওয়া জরুরি বলে জানালেন সমাজকর্মী পিঙ্কু꧟ মিত্র। অন𓃲ুরোধ রাখলেন, সাধারণ মানুষ যেন এই বিষয়ে সরব হন।