শুভব্রত মুখার্জি: ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা পেসার এই মুহূর্তে ভারতের জসপ্রীত বুমরাহ। ডান হাতি এই পেসারের বোলিংয়ে যে ধরনের বৈচিত্র্য রয়েছে, তা আর কোনও বোলারের কাছেই নেই। সদ্য টি২০ বিশ্বকাপেও সেটা তিনি বারবার প্রমাণ করেছেন। যখন যখন দলের দরকার পড়েছে, তখন তিনি উইকেট নিয়ে দলকে ম্যাচে ফিরিয়েছেন। একমাত্র বোলার যার টি-২০ বিশ্বকাপে গোটা টুর্নামেন্টে ইকোনমি রেট ছিল ছয়ের নীচে। ফাইনালে যখন শেষ পাঁচ ওভারের খেলা বাকি ছিল, সেই সময়েও তিনি দুই ওভার বল করে মাত্র সাত রান দিয়ে একটি উইকেট নিয়ে ভারতের জয়ের পথ প্রশস্ত করেছিলেন। জাতীয় দলের হয়ে বুমরাহের সঙ্গে দীর্ঘ দিন কাজ করেছেন বোলিং কোচ পরশ মামব্রে, যিনি টি-২০ বিশ্বকাপের পরেই বোলিং কোচের দায়িত্ব থেকে সরেছেন। বুমরাহকে কাছ থেকে দেখার সুবাদে তাঁর মন্তব্য, তারকা পেসার পারফরম্যান্স করেন, আর তিনি কৃতিত্ব নেনে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, জসপ্রীত বুমরাহের কাছ থেকেই উল্টে তিনি শিখেছেন অনেক কিছু।
আরও পড়ুন: অজিদের দম্ভ চূর্ণ করে কচুকাটা করলেন যুবিরা, ফাইনালে ভারত-পাক মহারণ
পরশ মামব্রে দাবি করেছেন, ‘ওর সঙ্গে আমার সেই ভাবে কোনও কাজ করার থাকেই না। ওকে আলাদা করে আমি কী শেখাব! বরঞ্চ আমি ওর থেকে শিখি। প্রচন্ড শৃঙ্খলাপরায়ণ বোলার ও। নেটে খুব পরিশ্রম করে। বরং আমি এটা গর্বের সঙ্গে বলতে পারি যে, আমি ওর সঙ্গে বোলিং কোচ হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি। বুমরাহ সমস্ত পারফরম্যান্স করে, আর আমি তো ওর সমস্ত কৃতিত্ব নিই। এর থেকে ভালো আর কী হতে পারে! আমি এর আগেও বলেছি, ও এমন একজন বোলার যে জেনারেশনে একবার আসে (ওয়ান্স ইন আ জেনারেশন বোলার)। সেটা কোনও নির্দিষ্ট ফর্ম্যাটে নয়, সব ফর্ম্যাটেই সত্যি।’
আরও পড়ুন: শেষ ওভারে সোহেল খানের তাণ্ডব, রুদ্ধশ্বাস ম্যাচে গেইলদের হারিয়ে ফাইনালে পাকিস্তান