বাংলা নিউজ > ক্রিকেট > অবশেষে বরফ গলল! গোয়েঙ্কা অফিসে গিয়ে কর্ণধারের সঙ্গে সাক্ষাৎ রাহুলের…আইপিএল ২০২৫-এর আগে কি বার্তা অধিনায়ককে?
পরবর্তী খবর
অবশেষে বরফ গলল! গোয়েঙ্কা অফিসে গিয়ে কর্ণধারের সঙ্গে সাক্ষাৎ রাহুলের…আইপিএল ২০২৫-এর আগে কি বার্তা অধিনায়ককে?
1 মিনিটে পড়ুন Updated: 27 Aug 2024, 08:56 AM ISTMoinak Mitra
বিতর্কিত ঘটনার পর এতদিন লোকেশ রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে আলাদা সাক্ষাৎ হয়নি। এবার কলকাতাতেই গোয়েঙ্কার অফিসে সোমবার রাতে আইপিএল নিলাম নিয়ে প্রাথমিক পর্বের আলোচনা সেড়ে নিলেন অধিনায়ক লোকেশ রাহুল। আইপিএলের প্লেয়ার রিটেনশন রুল জানা না গেলেও, রাহুলকে রেখেই যে দল সাজাতে চাইছে এলএসজি, সেটা স্পষ্ট হল
সঞ্জীব গোয়েঙ্কা এবং লোকেশ রাহুল। ছবি- ক্রিকবাজ (এক্স)
আইপিএলের নিলামের আগেই মিটমাট হয়ে গেল লখনউ সুপার জায়ান্ট দলের অধিনায়ক লোকেশ রাহুল এবং কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে? চলতি বছরের আইপিএলে এলএসজি শিবির প্লে অফে উঠতে না পারায় অধিনায়ককে ব্যাপক দোষারোপ করেছিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। মাঠের মধ্যেই অধিনায়ক রাহুলকে এমন ঝাড় দিয়েছিলেন যে কার্যত ছেড়ে দে মা পালিয়ে বাঁচি অবস্থা হয়ে গেছিল লোকেশের। যা দেখে ব্যাপক সমালোচনা হয়েছিল, কারণ রাহুলের মতো ভদ্র এক ক্রিকেটারকে খারাপ পারফরমেন্সের জন্য ড্রেসিং রুমে কর্ণধার বকাবকি করতে পারেন। তাই বলে জাতীয় দলের একজন ক্রিকেটারকে এভাবে সবার সামনে অপমান ভালো ভাবে নেয়নি কেউ। মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রিকেটাররাও।
বর্তমান খেলায়োড়রাও রাহুলের পাশে দাঁড়িয়ে ছিলেন। চাপের মুখে পড়ে তখনকার মতো বিষয়টি মিটমাট হয়েছিল বটে, তবে সেভাবেও লোকেশ রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে আলাদা সাক্ষাৎ হয়নি। এবার কলকাতাতেই গোয়েঙ্কার অফিসে সোমবার রাতে আইপিএল নিলাম নিয়ে প্রাথমিক পর্বের আলোচনা সেড়ে নিলেন অধিনায়ক লোকেশ রাহুল। এখনও পর্যন্ত আইপিএলের প্লেয়ার রিটেনশন রুল জানা না গেলেও, রাহুলকে রেখেই যে দল সাজাতে চাইছে এলএসজি, সেটা এদিনের সাক্ষাৎ থেকেই স্পষ্ট হয়ে গেল।
২০২২ সালে আইপিএল ফাইনাল, ২০২৩ সালে আইপিএলের প্লে অফে ওঠে লখনউ সুপার জায়ান্টস। দল যথেষ্টই ব্যালেন্সড, কিন্তু এবারে তাঁরা প্লে অফের টিকিট হাতে পায়নি। আগামী মরশুমে সাফল্য পেতে গেলে কোন পথ অবলম্বন করতে হবে? মেন্টর গৌতম গম্ভীরের পরবর্তী বা কে হবে? দলের ভালো পারফরমেন্সের জন্য কাদের প্রয়োজন? কিরকম কম্বিনেশন হতে পারে? সেই সব নিয়ে লোকেশের সঙ্গে একপ্রস্থ আলোচনাতেই তাঁকে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে লখনউ শিবিরের চিন্তাভাবনার মধ্যেই রয়েছেন তিনি। এক্ষেত্রে দল ছাড়ার কোনও পদক্ষেপ যেন তিনি না নেন। কারণ এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে সেই ঘটনার পর, অনেক জল্পনা ছড়িয়েছে যে নিজের রাজ্যের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নাকি আগামী মরশুমে খেলতে পারেন এই ভারতীয় তারকা। আপাতত সেই জল্পনায় জল ঢেলে দিলেন দুজনেই।
এদিকে গৌতম গম্ভীর পরবর্তী এলএসজি মেন্টর পদে আসতে পারেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা জাহির খান। সেক্ষেত্রে দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গেই কাজ করবেন জাহির। প্রসঙ্গত গত তিন মরশুম ধরেই এলএসজির অধিনায়কত্ব করে আসছেন লোকেশ রাহুলই।