প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি প্রশ্ন তুলে দিলেন ভারতীয় দলের সাম্প্রতিক সময় আইসিসির প্রতিযোগিতায় পারফরমেন্স নিয়ে। তাঁর মত༺ে, দলের ক্রিকেটারদের বিশ্বাস করতে হবে যে তাঁরা সব প্রতিযোগিতায় জিততে পারে। মনোজের মনে হয়েছে অন🎃েকদিন পর টিম ইন্ডিয়া টি২০ বিশ্বকাপ জেতায় ক্রিকেটাররা অতিরিক্ত আনন্দ করছিলেন, বিষয় এমন যেন ভারতের পক্ষে বিশ্বকাপ জেতাটা অস্বাভাবিক।
আরও পড়ুন-চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চ🐻েন্নাইতে বোলিং টেস্ট শাকিবের! তামিমকে দলে ফেরার সুযোগ BCBর!
মনোজের কথা অনুযায়ী বিসিসিআইয়ের এত ভালো পরিকাঠামোর ♑পর এখন ক্রিকেটারদেরও ভালো কিছু করে দেখানোটা কর্তব্য। যদিও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তাঁকে বলতে শোনা যায় এক সাক্ষাৎকারে, বেশ কিছু ক্রিকেটারকে একাধিকবার সুযোগ দেওয়া হলেও জলজ সাক্সেনার মতো অনেক তরুণ প্রতিভাকে স▨েভাবে সুযোগই দেওয়া হয় না।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! ল🍃িস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
মনোজ বলছেন, ‘ আমরা একটা আইসিসি প্রতিযোগিতা এতদিন পর জেতার পর এত খুশি কেন? এমন ভাব দেখাচ্ছি যে আমরা সাম্প্রতিক অতীতে কিছু জিতিনি। ক্রিকেটারদের বিশ্বাস থাকতে হবে যে আইসিসির সব প্রতিযোগিতাই জেতা সম্ভব। যখন পরিকাঠামো রয়েছে, ক্রিকেটারদের অর্থনৈতিক নিরাপত্তা রয়েছে, পারফরমেন্স তাহলে কোথায় ? বেশ কয়েকটি কারণে ভারতের পারফরমেন্স ভালো হচ🌟্ছে না বলে আমার মনে হয়। সেগুলোর🌟 দিকে নজর দিলেই সব ঠিক হয়ে যাবে’।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখ🌞নই অবসর 📖নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
গৌতম গম্ভীরের প্রাক্তন সতীর্থ তথা বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজের মতে, ‘কোনও কোনও ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয় বেশি, যার ফলে যোগ্য ক্রিকেটারের পিছনে যদি কেউ না থাকে, বা তাঁকে কোনও বড় হাত যদি সমর্থন না করে তাহলে সে সুযোগ ⭕পায়না। আমি বলছি না, যে বিসিসিআই কিছুই করছে না। ভারতীয় ক্রিকেটের জন্য তাঁরা যা করেছে সেটা সাধুবাদযোগ্য। কিন্তু আমরা আই🐓সিসি প্রতিযোগিতা জিততে পারছি না। আমরা কেন অস্ট্রেলিয়ার মতো আইসিসি প্রতিযোগিতায় সফল হব না? ’।
আরও পড়ুন- সুস্থ হয়ে উঠছেন… চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই নির🍨্বাচকদের বার্তা কুলদীপের!
গৌতম গম্ভীরকে কোচ নির্বাচন করা নিয়েও মনোজের দ্বিমত রয়েছে। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচের পদে সঠিক ব্যক্তি হিসেবে মেনে নিতে পারছেন না। তাঁর মতে, আইপিএলের মেন্টরশিপ দেখে সরাসরি টিম ইন্ডিয়ার কোচ বানানোর সিদ্ধান্তটা সঠিক নয়। গম্ভীরের কোচিংয়ে ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হারে♍ ভারত। এরপর নিউজিল্যান্ডের কাছে হোয়াইটও⛄য়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ার কাছেও হারতে হয় ভারতকে।