আপাতত নিউজিল্যান্ডের ফাঁড়া কেটে গিয়েছে। আর এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যে অজিদের বিরুদ্ধে ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছে। হারতে হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। অস্ট্রেলিয়ায় গিয়ে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজেও হেরে গিয়েছে। আর সেই অজিদের বিরুদ্ধে ভারতকে যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে হবে, তা নিয়ে রবিবার নিউজিল্যান্ড ম্যাচের পরে খোঁচা দেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সাইমন ডুল। বলেন যে 'পুরোনো বন্ধু' অজিদের বিরুꦛদ্ধে সেমিতে খেলতে হবে, সেটা নিয়ে কী মনে হচ্ছে? একেবারে হালকা মেজাজেই প্রশ্নটা করেন ডুল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও একেবারে স্বাভাবিক ছন্দে উত্তর দেন।
'আশা করব যে ওই ম্যাচটাও আমাদের দিকে আসবে'
রোহিত বলেন, ‘ওই ম্যাচট🍬া ভালো হবে (বলে আশা করছি)। আইসিসি প্রতিযোগিতায় ভালো খেলার ঐতিহ্য আছে অস্ট্রেলিয়ার। তবে (আমরা শুধু) আমাদের বিষয় নিয়ে (ভাবছি)। ওই নির্দিষ্ট দিনে আমরা ভালোভাবে কী করতে চাই, সেটা গুরুত্বপূর্ণ। সেটা নিয়েই শুধু ভাবতে চাই আমরা। ম্যাচটা দারুণ হবে বলে আশা করছি। ওই ম্যাচের জন্য মুখিয়ে আছি। আশা করব যে ওই ম্যাচটাও আমাদের দিকে আসবে।’
আরও পড়ুন: নিউজিল্ཧযান্ডকে উড়ি🌸য়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত, কবে-কোথায়-কাদের বিরুদ্ধে সেমিফাইনাল রোহিতদের?
সেমির আগে নয়া চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সফল হয়েছে ভারত
আর সেমিফাইনালে𓆏র মহারণের আগে গ্রুপ লিগের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো প্রস্তুতি সেরেছে ভারত। প্রথম দুটি ম্যাচে (বাংলাদেশ এবং পাকিস্তান) রান তাড়া করেছিলেন রোহিত শর্মারা। রবিবার কিউয়িদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করেন। তাতে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। সেই চ্যালেঞ্জ সামলে ২৪৯ রান তোলে ভারত। যে রানটা সেইসময় যথেষ্ট মনে হয়নি। যদিও ভারতীয় স্পিনারদের জালে ফেঁসে হেরে গিয়েছে𒀰ন কিউয়িরা। ৪৪ রানে জিতে গিয়েছে ভারত।
কিউয়িদের বিরুদ্ধে জিতে স্বস্তি রোহিতের
যে জয়টা ভারতীয় অধিনায়ককে যথেষ্ট স্বস্তি দিয়েছে। রোহিত বলেন, '(গ্রুপ লিগটা) ভালো ছন্দে শেষ করার ব্যাপারটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব𝓀পূর্ণ ছিল। নিউজিল্যান্ডের দল অত্যন্ত ভালো। সম্প্রতি ওরা দুর্দান্ত খেলছে। প্রথম পাওয়ার প্লে'তে অক্ষর (প্যাটেল) এবং শ্রেয়স (আইয়ার) যে জুটি গড়ে তোলে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ওরা আমাদের ভালো স্কোরে পৌঁছে দেয়। আমাদের দলে ভালো বোলার আছে। তাই আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে ওই রানের পুঁজিটা রক্ষা করতে পারব।'
তবে সেই জয়ের পরে রোহিতের মাথাব্যথাও বেড়েছে। কারণ কিউয়িদের বিরুদ্ধে দলে ঢুকেꦓ দুর্দান্ত খেলেছেন বরুণ চক্রবর্তী। ৪২ রানে পাঁচ উইকেট নেন। আর সেই বিষয়টি নিয়ে রোহিত বলেন, ‘বরুণের মধ্যে একটা আল𝔉াদা ব্যাপার আছে। ও কীরকম খেলে, সেটা দেখতে মুখিয়ে ছিলাম। আমরা পরবর্তী ম্যাচে কী করব, সেটা দেখতে হবে। তবে এই মাথাব্যথটা ভালো।’