বিপাকে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। প্রভিডেন্ট ফান্ডের টাকা দিতে না পারার তাঁর বিরুদ্ধেই উঠল জালিয়াতির অভিযোগ। শুধু তাই নয়, ভারতীয় দলের এই তারকার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানাও জারি করা হল পুলিশের তরফ থেকে।
আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
বেশ কয়েক বছর ধরেই রবিন উথাপ্পা এর পোষাকের দোকান বা সংস্থা চালান। সেই পোষাকের ব্যবসায়ের সঙ্গে জড়়িত রয়েছেন বহু কর্মি। কিন্তু জানা যাচ্ছে, সঠিক সময় নাকি তাঁদের পিএফের টাকা জমা দিতে পারেনি রবিন উথাপ্পা। প্রায় ২৪ লক্ষ টাকা জমা পড়া এখন বাকি রয়েছে, এর জেরেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অবশ্য হাতে এখনও কয়েকদিন সময় রয়েছে তাঁর গ্রেফতারি এড়ানোর।
বেঙ্গালুরুর সেন্টারাস লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটের ডিরেক্টর পদে রয়েছেন রবিন উথাপ্পা। পিএফ কমিশনার গোপাল রেড্ডি জানিয়েছেন, রবিন উথাপ্পার সংস্থা ২৩লাখ, ৩৬ হাজার ৬০২ টাকা এখনও জমা করতে পারেনি, যেটা রবিন উথাপ্পাকেই ডিরেক্টর হওয়ার দরুণ দিতে হবে। ৪ঠা ডিসেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
৩৯ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তাঁর সংস্থা সমস্ত কর্মির বেতন থেকে নির্দিষ্ট অঙ্কের পিএফের টাকা কেটে নিলেও, পিএফ অ্যাকাউন্টে সেই টাকা জমা দেননি। অর্থাৎ তাঁদের সঙ্গে আর্থিক কারছুপি করেছেন জাতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। এই মর্মেই তাঁর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। জানা গেছে তাঁর কাছে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে গ্রেফতারি এড়ানোর।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
২৭ ডিসেম্বরের মধ্যে তাঁর সংস্থায় কাজ করা গরিব কর্মিদের পিএফের টাকা যদি পিটিয়ে দেন সেক্ষেত্রে তিনি গ্রেফতারি এড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে পুলিশ তাঁকে গ্রেফতার না করে পরোয়ানা ফিরিয়ে নেবে, কিন্তু টাকা দিতে না পারলেই শ্রীঘরে যেতে হবে আইপিএলে এক সময় কলকাতা নাইট রাইডার্সের দাপিয়ে খেলা এই ক্রিকেটারকে।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
জাতীয় দলের হয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন বেঙ্গালুরু থেকে উঠে আসা এই ক্রিকেটার। আইপিএলে বেশ জনপ্রিয় ক্রিকেটার ছিলেন তিনি। খেলেছেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসেও। ৫৪টি একদিনের ম্যাচে ১১৮৩ রান করেছেন উথাপ্পা, রোহিত শর্মার ২৬৪ রানের রেকর্ডের দিনও ননস্ট্রাইকার্স এন্ডে ছইলেন এই ক্রিকেটারই। আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ৭টি অর্ধশতরান।