ক্রিকেট থেকে সন্ন্যাস গ্রহণ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। অনেক আগে থেকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। অ্যাডিলেড টেস্ট খেলতে অশ্বিনকে অনুরোধ করা হয়েছিল বলেও জানান তিনি। পার্থে প্রথম টেস্টে অশ্বিনকে বেঞ্চ করা হয়েছিল। মাঝে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্যাচটি খেলেছিলেন তিনি, কিন্তু তৃতীয় টেস্টের জন্য ফের বেঞ্চে বসেন অশ্বিন। সিরিজের প্রথম টেস্টে তাঁর জায়গায় খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর এবং গাব্বায় দলে সুযোগ পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এদিন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে ক্রিকেট থেকে অবসর নিলেন অশ্বিন।
বিদায় বেলায় অশ্বিনকে শুভেচ্ছা জানাতে ভুললেন না কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। এদিন মাস্টার ব্লাস্টার নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অশ্বিন, তুমি যেভাবে তোমার মন এবং হৃদয়ের সঙ্গে নিখুঁত সমন্বয় স্থাপন করে গেমটি খেলো আমি সব সময় তার প্রশংসা করি। নিখুঁত ক্যারাম বল করা থেকে গুরুত্বপূর্ণ রান করা, তুমি সবসময় জয়ের জন্য নতুন নতুন পথ খুঁজে বের করেছ । প্রতিশ্রুতিশীল প্রতিভা থেকে ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার হয়ে উঠতে দেখাটা খুবই চমৎকার। তোমার যাত্রা সত্যিকারের মহান, তুমি কখনও পরীক্ষা নিরীক্ষা করতে পিছুপা হও নিই। তোমার লেগাসি সকলকে অনুপ্রাণিত করবে। দ্বিতীয় ইনিংসের জন্য তোমায় অনেক অনেক শুভেচ্ছা।’
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও IPL এবং ক্লাব ক্রিকেট খেলবেন তিনি। ২০২৫ সালে তাঁকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে। ভারতের হয়ে মোট ১০৬টি টেস্ট খেলেছেন অশ্বিন। ২০০ ইনিংসে বল করে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার। টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ৮ বার। সেরা বোলিং পারফরম্যান্স ৫৯ রানে ৭ উইকেট। টেস্টে ব্যাট হাতে ১৫১টি ইনিংসে ৩৫০৩ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১৪টি। ইনিংসে সর্বোচ্চ রান ১২৪। অশ্বিন ১১৬টি ওয়ান ডে ম্যাচে ১১৪ ইনিংসে বল করে ১৫৬টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ১ বার। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ২৫ রানে ৪ উইকেট। ওডিআই ক্রিকেটে ৬৩টি ইনিংসে ব্যাট করে ৭০৭ রান সংগ্রহ করেন তিনি। ভারতের হয়ে ৩ ফরম্যাট মিলিয়ে ২৮৭ ম্যাচে মোট ৭৬৫টি উইকেট নিয়েছেন অশ্বিন।