আধুনিক টি-২০'তে যে রকম ধুন্ধুমার ব্যাটিং দেখা যায়, ২০ ওভারের🌄 ক্রিকেটের অবির্ভাবের আগেই ভিভ রিচার্ডস সেই ব্র্য়ান্ডের ক্রিকেট উপহার দিতেন। স্বাভাবিকভাবেই রিচার্ডসের মতো কিংবদন্তিকে আগ্রাসী ক্রিকেটে আপ্লুত করা মুশকিল। তবে গত টি-২০ বিশ্বকাপের সুপার এইটের একটি ম্যাচে রোহিত শর্মা যে রকম তাণ্ডব চালান, তা অবাক করে কিংবদন্তি রিচার্ডসকেও। হিটম্যানের ব্যাটিংয়ে এতট𓆏াই মুগ্ধ ছিলেন ক্যারিবিয়ান তারকা, করতালি না দিয়ে পারেননি।
এমন ঘটনার কথা সামনে আনেন অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক বিমল কুমার। টু স্লগার্স পডকাস্টে তিনি জানান, কীভাবে সেন🔴্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডি♚য়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের তাণ্ডব দেখে বিস্ময়ের ঘোরে ছিলেন রিচার্ডস।
ত💝াঁর কথায়, ‘আমার সর্বদা বিশ্বাস ছিল যে, ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে কোনও দল আর ওদের আকটাতে পারবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটার কথা ধরুন, মনে হচ্ছিল যেন রোহিত শর্মা ব্যক্তিগত শত্রুতায় নেমে এসেছে। ভিভ রিচার্ডসের ঘরের মাঠ ওটা। কেউ একজন আমাকে বলেন যে, রোহিতের ইনিংস অবাক হয়ে দেখছিলেন উনি। আধ ঘণ্টার জন্যও কেউ ভিভ রিচার্ডসের মতো ক্রিকেটারকে অবাক করতে পারলে তার জীবন ধন্য। যদি ভিভ রিচার্ডস তোমার খেলা দেখেন এবং তাঁকে তুমি হাততালি দিতে বাধ্য করো, তাহলে তার থেকে বড় পাওনা আর কিছু নেই।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে কেমন খেলেন রোহিত
গত ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে খেতাব হাতছাড়া হয় ভারতের। বিশ্বকাপ ফাইনালে হেরে যারপরনাই ভেঙে পড়েন ক্য꧙াপ্টেন রোহিত শর্মা। তবে টি-২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হতেই কার্যত বদলা নেওয়ার মেজাজে দেখা যায় রোহিতকে।
ভারত সুপার এই🅷টের সেই ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে। টস ভাগ্য সঙ্গ না দিলেও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৫ রানের বিশাল ইনিংস গড়ে টিম🍬 ইন্ডিয়া। সৌজন্যে ক্যাপ্টেন রোহিত শর্মার ধ্বংসাত্মক ব্যাটিং।