যাদবপুরে প্রচারে জমিয়ে দিলেন সায়নী ঘোষ। একেবারে রঙিন প্রচার। সঙ্গে ছিলেন বিধায়ক লাভলি মৈত্র।
1/4যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। হুডখোলা লাল গাড়ি করে রবিবার ছুটির দিনে প্রচারে বের হলেন তিনি। একদিকে অভিনেত্রী আর অন্যদিকে তিনিই তৃণমূলের প্রার্থী। এদিন তাঁর সঙ্গে ছিলেন লাভলি মৈত্র। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক। কাল দোল। তার আগেই প্রচারে বেরিয়ে আবীর মাখলেন দুজনে।
2/4স্থানীয় মহিলা তৃণমূলের কর্মীরা সায়নী ঘোষকে বরণ করে নেন। উলুধ্বনি হতে থাকে। শাঁখও বাজান অনেকে। হলুদ গাঁদাফুলের মালায় বরণ করে নেওয়া হয় সায়নীকে। একসময় বাম দুর্গ বলে পরিচিত ছিল যাদবপুর। তবে অনেকের মতে, আজ গোটা বাংলার মতোই যাদবপুরেও ক্ষয়িষ্ণু বামেরা। সেখানে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। প্রচারও চলছে পুরোদমে।
3/4দোলের আগে একেবারে রঙিন প্রচার তৃণমূলের। সেই প্রচারে শামিল হলেন লাভলি মৈত্র। একে অপরকে আবীর মাখিয়ে দিলেন সায়নী ও লাভলি মৈত্র। এদিকে অভিনেত্রীদের দেখতেও এদিন অনেক মানুষ ভিড় করেছিলেন।
4/4রাস্তায় গাড়ি থামিয়ে পথচারীদের সঙ্গে হাত মেলান তৃণমূল প্রার্থী সায়নী। অতীতে নানা মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছিলেন সায়নী। সেই সায়নী এবার তৃণমূল প্রার্থী। সায়নী বলেন, বিজেপি কটাক্ষই করবে। ওদের কিছু করার নেই। প্রচারও করছেন না। আমি প্রচার করছি। ওরা কটাক্ষ করছে। যাদবপুরের মানুষ তিনবছর সায়নীকে দেখেছেন। …স্বতস্ফূর্ত সাড়া পড়েছে। বিজেপির মতো ভোটপাখি আমরা নই। বিজেপির মতো ভোটের সময় এসে ভোট চাই আর তারপর তোমার দেখা নাই রে….সেটা আমরা নই…