কাটিহার লোকসভা কেন্দ্র বিহারের চল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। সংরক্ষণহীন এই কেন্দ্রটিতে জনতা দল ইউনাইটেড-এর পক্ষ থেকে দুলালচন্দ্র গোস্বামী সর্বশেষ লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনিই প্রার্থী। সামনে কংগ্রেসের 🤡বরিষ্ঠ নেতা তারিক আনওয়ার, যিনি অতীতে এই কেন্দ্র থেকে সংসদে গিয়েছিলেন। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল কাটিহারে ভোটগ্রহণ করা হবে।
কাটিহার, কাদোয়া, বলরামপুর,প্রাণপুর, মনিহারি এবং বারারি এই ছয়টি বিধানসভা কেন্দ্র নিয়ে কাটিহার লোকসভা কেন্দ্র গঠিত। ১৯৫৭ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এ কে সিং জয়ী হয়েছিলেন। ১৯৬২ সালের নির্বাচনে প্রিয়া গুপ্তা প্রজা সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে সাংসদ নির্൲বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৬৭ সালে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সীতারাম কেশরী জয়ী হন এই কেন্দ্র থেকে। ১৯৭১ সালে ভারতীয় জনসঙ্ঘের পক্ষ থেকে জ্ঞানেশ্বর প্রসাদ যাদব সাংসদ নির্বাচিত হন এই কেন্দ্র থে🌺কে।
১৯৭৭ নির্বাচনে জনতা দলের প্রার্থী যুবরাজ জাতীয় কংগ্রেসকে পরাজিত করে সাংসদ হন। ১৯৮০ ও ১৯৮৪ নির্বাচনে জাতীয় কংগ্রেসের দখলেই থাকে এই কেন্দ্রটি। ১৯৮৯ এবং ১৯৯১ নির্বাচনে💯 জনতা দলের পক্ষ থেকে যথাক্রমে যুবরাজ এবং ইউনুস সেলিম কাটিহার লোকসভা কেন্দ্রটি থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬ এবং ১৯৯৮ সালের নির্বাচনের জাতীয় কংগ্রেসের প্রার্থী তারিক আনোয়ার সাংসদ হিসেবে লোকসভায় প্রতিনিধিত্ব করেন। ২০০৯ সালের নির্বাচনে এনসিপি’র প্রার্থী তারিক আনোয়ারকে পরাজিত করে বিজেপির নিখিল কুমার চৌধুরী সাংসদ নির্বাচিত হন। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ৩৭.২৭ শতাংশ ভোট পেয়েছিল। ২০১৪ সালের লোকসভায় দেখা যায় এনসিপি’র পক্ষ থেকেℱ তারিক আনোয়ার ফের একবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপিকে পরাজিত করে। বিজেপির ভোটের শেয়ার প্রায় ৫ শতাংশ হ্রাস পায় এবং এনসিপি’র ভোটের শেয়ার ৯ শতাংশ বৃদ্ধি পায় এই নির্বাচনে।
২০১৯ লোকসভা নির্বাচনে তারিক আনোয়ার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে জনতা দল ইউনাইটেড-এর প্রার্থী দুলাল চন্দ্র গোস্বামীর কাছে প্রায় ৬ শতাংশ ভোটে পরাজিত হন। দুলাল চন্দ্র গোস্বামী ৫০.০৫ শতাংশ ভোট পেয়েছিলেন এই নির্বাচনে। বিহারের সর্বশেষ বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখলে দেখা যাবে কাটিহার ও প্রাণপুর কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে যথাক্রমে কিশোর প্রসাদ এবং নিশা সিং জয়ী হন। অন্যদিকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মনোহর প্রসাদ 🔜সিং এবং শাকিল আহমেদ খান যথাক্রমে মনিহারি এবং কাদোয়া কেন্দ্র দুটিতে জয়ী হন। বলরামপুর কেন্দ্রে সিপিআইএমএল (লিবারেশন) প্রার্থী মাহবুব আলম জয়ী হয়েছিলেন সর্বশেষ বিধানসভা নির্বাচনে। সবমিলিয়ে দুই বরিষ্ঠ নেতাদের মধ্যে হতে চলেছে লড়াই। শেষ হাসি কে হাসেন, সেটাই দেখার।