১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওপর নির্ভর করে তৈরি হওয়া একটি কোর্টরুম ড্রামা ‘কেশরী চ্যাপ্টার ২’। গত ১৮ এপ্রিল হিন্দি ভাষায় এই ছবিটি মুক্তি পাওয়ার পর ভেঙেছে একের পর এক রেকর্ড। শুধু অক্ষয় বা মাধবন নন, এই সিনেমায় অনন্যার অভিনয় ছিল চোখে পড়ার মতো। এবা෴র তেলেগু ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে অক্ষয় কুﷺমার করেছেন ⭕তেলেগু ভাষায় ছবি মুক্তির ঘোষণা। তিনি ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘ওরা গুলি চালিয়েছে, সে সত্যির সাহায্যে যুদ্ধ করেছে। তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৩ মে।’
আরও পড়ুন: বলি সেলিꦍব্রিটিদের এমন ৭ চুম্বন মুহূর্ত, যা এক সমꦡয় তৈরি করেছিল বিতর্ক
অক্ষয়ের এই পোস্ট শেয়ার করার সঙ্গে সঙ্গে দক্🅺ষিণী ভক্তরা ভীষণভাবে আনন্দিত হয়েছেন। একজন লিখেছেন, ‘পূর্ব বা পশ্চিম, অক্ষয় কুমার স্যার সেরা।’ অন্য একজন লিখেছেন, ‘এই বছরের এখনও পর্যন্ত সেরা ছবি।’ তৃতীয় একজন লিখেছেন, ‘অক্ষয় কুমারের দেশাত🌳্মবোধক মাস্টারবিস দেখার অপেক্ষায়।’
প্রসঙ্গত, গত মাসে দক্ষিণী অভিনেতা রানা দাগ্গুবতি অক্ষয়ের সিনেমার প্রশংসার পঞ্চমুখ হয়ে বলেছিলেন, ‘এমন একটি সিনেমা সমস্ত ভাষায় মুক্তি পাওয়া উচিত। এই সিনেমাটি তেলেগু, তামꦿিল, কন্নড় সব ভাষায় মুক্তি পেলে তবেই এত বড় ঐতিহাসিক বিষয় সকলের সামনে উঠে আসবে। এই ব্যꦑাপারে সমস্ত সাহায্য করব আমি।’
আরও পড়ুন: সি সেকশনের বদলে নরম্যাল ডেলিভারির সিদ্ধান্ত! মেয়ে আথিয়াকে নিয়ে গর্বি♛ত সুনীল, বললেন...
আরও পড়ুন: অপেক্ষার অবসান! প্রকাশ্যে এল ধ🌠🍰ামাল ৪ মুক্তির দিন, কবে আসছে অজয়-রীতেশদের ছবি?
উল্লেখ্য, ‘কেশরী চ্যাপ্টার ২’ সিনেমায় অক্ষয় কুমার অভিনয় করেছেন ব্যারিস্টার সেই শঙ্করণ নারায়ণের ভূমিকায়, যিনি একটি নৃশংস গণহত্যার পেছনে লুকিয়ে থাকা আসল সত্য উদঘাটনের চেষ্টা করছেন। বিরোধী আইনজ﷽ীবীর ভূমিকায় অভিনয় করেছেন আর মাধবন। তরুণ আইনজীবী দিলজিত কৌরের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অনন্যা পান্ডেকে।