কিছুদিন আগেই শ্রেয়া ঘোষাল তাঁর সমাজমধ্যমে জানিয়েছিলেন যে দেশের বর্তমান অবস্থার মধ্যে তিনি কনসার্ট করতে চান না। তাই অপারেশন সিঁদুরের পর ভারত পাক অশান্তির আবহে কনসার্ট অไনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন। তখনই জানিয়েছিলেন যে শীঘ্রই নতুন দিন জানাবেন। এদিন তার মাঝেই কী ঘোষণা করলেন?
আরও পড়ুন: কার্ল মার্ক্স-লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আ♍মি বামপন্থী ছিলাম, আজও আছি...'
কী ঘটেছে?
মুম্বইয়ের যে কনসার্ট শ্রেয়া ঘোষাল পিছিয়ে দিয়েছিলেন এদিন সেই কনসার্টের নতুন দিন ঘোষণা করলেন গায়িকা। সেই ঘোষণা করে শ্রেয়া লেখেন, 'মুম্বই, নতুন ডেট ঘোষণা। সবাইকে ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য, এবং অবশ্যই ধৈর্য দেখানো এবং বোঝার জন্য। যেমনটা কথা দিয়েছিলাম আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। সমস্ত হৃদয়কে সঙ্গীত এবং﷽ ভালোবাসা দিয়ে সারিয়ে তুলব। আর কিছুদিন পরেই দেখা হবে।'
শ্রেয়া ঘোষালের অল হার্ট ট্যুরের অংশ হিসেবে মুম্বইয়ে আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে এই🐭 কনসার্ট। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার𓂃্ডেনে বসবে সঙ্গীতের আসর।
এর আগে কী ঘোষণা করেছিল শ্রেয়া?
অপারেশন সিঁদুর এবং বর্ডার💮ে অশান্তির আবহ থাকায় কিছুদিন আগে শো পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শ্রেয়া ঘোষাল। সেই ঘোষণা করে তিনি লেখেন, 'জরুরি আপডেট, আমার প্রিয় অনুরাগীরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমার হোমকামিং কনসার্ট যেটা মুম্বইয়ের বিকেসিতে অব꧂স্থিত জিও ওয়ার্ল্ড গার্ডেনে ১০ মে হওয়ার কথা ছিল আমাদের অল হার্ট ট্যুরের অংশ হিসেবে সেটা আমরা আমাদের প্রিয় দেশের এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
প্রসঙ্গত কেবল শ্রেয়া নন, সেই সময় অরিজিৎ সিং সহ একাধিক শিল্পী তাঁদের কনসার্ট হয় পিছিয়ে দেন বা বাতিল করেন। এমনকি রাজকুমার রাওয়ের ছবি বড় পর্দার ꦉবদলে OTT তে মুক্তি পেয়েছে।
আরও পড়ুন: শীঘ্রই বা♍বা হতে চলেছেন, তার আগে কার উদ্দেশ্যে পরম লিখলেন, 'প্রেমে পড়াটাও একটা মিরাকেল!'