বাংলা নিউজ > বায়োস্কোপ > Anant Ambani’s Nanny: আকাশ-ইশা আম্বানির বিয়েতে যেতে ছুটি দেননি করিনা!ললিতাকে অনন্তের বিয়েতে যাওয়ার সুযোগ করে দেন রামচরণ
পরবর্তী খবর
এতদিন তৈমুরের ন্যানি বলেই তাঁকে সকলে চিনতেন। তাঁর নাম পরিচয় বেশিরভাগ লোকজনেরই সেভাবে জানা ছিল না। তবে হঠাৎই সেই 'ভাইরাল ন্যানি' যখন আম্বানিদের বিয়েতে গিয়ে নতুন বর অনন্তকে জড়িয়ে ধরে ছবি দিলেন তখন হইচই পড়ে গেল। শুধু অনন্ত কেন, খোদ মুকেশ-নীতা, নতুন বউ রাধিকা সহ আম্বানি পরিবারের আরও অনেকের সঙ্গেই পাশাপাশি গা ঘেঁষে দাঁড়িয়ে ছবি তুলেছেন ললিতা ডি'সিলভা।
ললিতার পোস্ট থেকেই জানা গিয়েছে, তিনি তৈমুরের মতোই একসময় ছোট্ট অনন্তকে দেখাশোনার দায়িত্বে ছিলেন। দীর্ঘ ১১ বছর আম্বানি পরিবারের সঙ্গে কাটিয়েছেন। শুধু অনন্ত কেন, ইশা ও আকাশেরও খেয়াল রাখতেন ভাইরাল ন্যানি ললতি ডি'সিলভা। এখন প্রশ্ন তবে কেন ইশা এবং আকাশ আম্বানির বিয়েতে দেখা যায়নি ললিতাকে? তবে কি সেই দুই বিয়েতে নিমন্ত্রণ ছিল না ন্যানি ললিতা ডি'সিলভার?