একসময় সুশান্ত সিং রাজপুত আর অঙ্কিতা লোখান্ডের প্রেম থাকত চর্চার কেন্দ্রবিন্দুতে। অবশ্য, বহু আগেই ভেঙেছে সেই সম্পর্ক। এরপরꦦ সুশান্তের না ফেরার দেশে চলে যাওয়া, ভিকি জৈনর সঙ্গে অঙ্কিতার বিয়ে, কত কিছুই না হয়ে গিয়েছে। তবে বিগ বসের ঘরে অঙ্কিতা-ভিকির দাম্পত্য তুলেছিল একাধিক প্রশ্ন। নিত্যদিন ঝগড়া করতে দেখা গিয়েছিল দুজনকে। এমনকী, একবার রেগে গিয়ে বউয়ের দিকে হাতও তুলেতে গিয়েছিলেন ভিকি! সব মিলিয়ে আলোচনা๊ শুরু হয়, এই দম্পতি একে-অপরের জন্য সঠিক নয়।
সম্প্রতি অঙ্কিতা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডি🏅য়ো শেয়ার করেন। যেখানে দেখা গেল, হাতে চোট অঙ্কিতার। আর পাশে বসে ভিকি খাবার খাইয়ে দিচ্ছেন বউকে। অঙ্কিতা তাঁর যত্ন নেওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন ভিকিকে।
আরও পড়ুন: সংগীতের দুই রাজকন্যা! মাঝ আকাশে স💖েলফি তুলতে গলাগলি-পাউট শ্রেয়া-সুনিধির
দেখুন সেই ভিডিয়ো-
সামাজিক মাধ্যমে একে-𓄧অপরের প্রতি ভালোবাসা জাহির করার কোনও সুযোগই ছাড়েন না অঙ্কিতা আর ভিকি। তাঁদের ভক্তরা সেইসব পোস্ট দেখতে খুব পছন্♓দও করেন।
আরও পড়ুন: বিরাট-অনুষ্কার ‘লুকিয়ে প্রেম’ জানত শাহরুখ! ডেটিং ওজীবনের কোন তথ্য করলেন ফাঁস
রণদীপ হুডার𝔉 সিনেমা স্বতন্ত্র বীর সভারকর-এ দেখা গিয়েছে অঙ্কিতাকে শেষ। এরপর তাঁর কাজের কথা চলছে আম্রপালিতে, যা প্রযোজনা করছেন সন্দীপ সিং। ভিকিও আজকাল টুকটাক কাজ করছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে। বউ অঙ্কিতার সঙ্গে সম্প্রতি একটি মিউজিক ভিডিয়োও শ্যুট করেন তিনি।
আরও পড়ুন: আমির খানের ‘মা’-কে নিয়ে গোয়ায় গেলেন শাহরুখ-পুত্র আরিয়ান ಌখান, চলছে স্টারডমের শ্যুট
এক পডকাস্টে অঙ্কিতাকে বলতে শোনা যায়, তিনি🐼 ও ভিকি আপাতত চইছেন নিজেদের পরিবার বাড়ানোর কথা। অর্থাৎ দুজনে বাচ্চা নিতে চান।
আরও পড়ুন: অভিষেকের ছবি বুকে নিয়ে জন্মদিন উদযাপন স্ত্রী ও মেয়ের, ༒খেলেন ডাব চিংড়ি 🔯ও বিরিয়ানি
ভিকি-অঙ্কিতার সম্পর্ক:
২০১৮ সাল থেকে প্রেম ভিকি জৈন আর অঙ্কিতা লোখান্ডের। এরপর ২০২১ সালে দুজনে বিয়ে করেন। ২০২০ স𝔉ালে সুশান্তের হঠাৎ মৃত্যুর ধাক্কা সামলানোর সময়ও অঙ্কিতাকে আগলে রেখেছিলেন ভিকি-ই। মুম্বইতে বেশ ঘটা করে বিয়েটা করেছিলেন দুজনে। বিগ বসের ঘরে ঢোকার পরপরই দুজনের অন্তঃসত্ত্বা হওয়ার খবর রটেছিল। যদিও পরে জানা যায়, সবটাই প্রচারের কৌশল।
বিগ বসে থඣাকাকালীন ভিকির মা অর্থাৎ অঙ্কিতার শাশুড়ি দাবি করেছিলেন, প্রথমে এই বিয়েতে মত ছিল না তাဣঁদের। কোনও নায়িকাকে বউ হিসেবে চাননি তাঁরা। তবে ছেলের পছন্দের বিরুদ্ধে পারেননি মুখ খুলতে। যা নিয়ে কম বিতর্ক হয়নি।