শারীরিক গঠন নিয়ে শিল্প জগতের তারকাদের উপহাস করা নতুন কোনও ব্যাপার নয়। বিশেষ করে অভিনেত্রীরা মাঝেমধ্যেই হয়ে থাকেন এমন কটাক্ষের শিকার। তেমনই এবার মারাত্মক শিকার হলেন বলি অভিনেত্রী বিপাশা বসু।
সন্তান জন্মের পর অনেকেই মোটা হয়ে যান, অনেকে আবার হয়ে যান মারাত্মক রোগা। এটাই প্রাকৃতিক নিয়ম। খুব স্বাভাবিকভাবেই এই নিয়মেই হয়তো বিপাশা বসু বর্তমানে বেশ খানিকটা স্থুল হয়েছেন। একসময়ের হট বিপাশা আজ একজন মা। নিজের শরীর নিয়ে বিপাশা বিন্দুমাত্র চিন্তিত না হলেও এই ব্যাপারটি কি একদম ছেড়ে দেওয়া যায়! খুব স্বাভাবিকভাবেই তাই বিপাশার শারীরিক গঠন নিয়ে রীতিমতো কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের মধ্যে।
আরও পড়ুন: 'মৃত্যুর মুখে ঠেলে…', হঠাৎ কী নিয়ে এমন পোস্ট করলেন ঝিলম?
আরও পড়ুন: চুল কেটে রেডি! পুরনো লুকে নতুন ছবির শ্যুটিং শুরু কার্তিকের
বিপাশার স্থূল আকৃতি দেখে যেমন অনেকে মজা করছেন তেমন অনেকে বলছেন, এটি হয়তো কৃত্রিমভাবে তৈরি করা কোনও ছবি। যদিও এই প্রসঙ্গে বিপাশা তরফ থেকে কোনও মন্তব্য এখনও শুনতে পাওয়া যায়নি। তবে বাঙালি কন্যে এই ব্যাপারে চুপ থাকলেও বিপাশার হয়ে এবার মুখ খুললেন অন্য এক বাঙালি কন্যে। অপরাজিতা আঢ্য।
অপরাজিতা চিরকালই সোজাসাপ্টা কথা বলায় বিশ্বাসী। এবারও তার অন্যথা হলো না। বিপাশা প্রসঙ্গে প্রশ্ন করায় অপরাজিতার অকপট জবাব, ‘কিছু মানুষ আছে শুধু খারাপ কথা বলার জন্য। এদের পাত্তা দেওয়ার কোনও প্রয়োজন নেই। সুযোগ পেলে রবীন্দ্রনাথকেও এরা ছাড়বে না।’
আরও পড়ুন: অপেক্ষাতেই লুকিয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্য প্রেমের গল্পে বলতে আসছে গৃহপ্রবেশ, প্রকাশ্যে এল ঝলক
আরও পড়ুন: রুপোলি পর্দায় আসছে রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় দেখা যাবে কাকে?
সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে ‘কোট’ করে অপরাজিতা বলেন, ‘মানুষের এই নিম্ন রুচির জন্যই আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এই নোংরামিতে গুরুত্ব দিতে আমার রুচিতে বাঁধে। কেউ আমার চেহারা নিয়ে খারাপ কথা বলবে আর আমি সেই মন্তব্য দেখার জন্য কমেন্ট বক্স খুলে রাখব, তা হতে পারে না।’
প্রসঙ্গত, চিরকালই নিজের চেহারা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী অপরাজিতা। অভিনয়ের পাশাপাশি তিনি ব্যস্ত থাকেন নিজের কাজ, নাচ এবং পরিবারকে নিয়ে। নিয়ম করে যোগা এবং জুম্বা ক্লাস করেন তিনি। রোগা হতে নয় বরং সুস্থ থাকাই তার প্রধান লক্ষ্য।