লে বন্দি পর্দার 'শেখ হাসিনা' নুসরত ফারিয়া। খুনের মামলায় রবিবারই গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। ১৯ মে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত নুসরতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এদিন ফারিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করে দেয় আদালত।
এদিকে নুসরত ফারিয়ার এই গ্রেফতারের ঘটনায় ফেসবুকের পাতায় নিজের অবস্থায় স্পষ্ট করেছেন বাংলাদেশের আরও এক জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি লেখেন, ‘কী লজ্জার বিষয়! যাঁরা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাঁদের সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই। আমি বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। এই ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়।’
আরও পড়ুন-খুনের মামলায় ঢাকা থেকে গ্রেফতার নুসরত ফারিয়া, আওয়ামি লিগের ঘনিষ্ঠ বলেই কি কোপ?
আরও পড়ুন-পরিবর্তনের বাংলাদেশে জেলে বন্দি পর্দার 'শেখ হাসিনা' নুসরত ফারিয়া, জামিন কি পাবেন?