কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) গত মরশুমে (২০২৪ সালে) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) শিরোপা জিতেছিল। যে কারণে চলতি মরশুমে তাদের নিয়ে অনেক বেশি উচ্চাশা ছিল সকলেরই। কিন্তু এবার তারা একেবারে মুখ থুবড়িয়ে পড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হতাশাজনক পারফরম্যান্সে রীতিমতো বিরক্ত কেকেআর ভক্তরা। আইপিএলের প্লে-অফের লড়াই থেকে নাইটরা ছিটকে যেতেই শুরু হয়েছে সমালোচনা। শোনা যাচ্ছে, দলে রদবদলের খবরও।
বেঙ্কটেশ, রাহানেকে কি পরের মরশুমের জন্য রাখবে কেকেআর?
কেকেআর এবার শ্রেয়স আইয়ারের জায়গায় অজিঙ্কা রাহানেকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করে। কিন্তু রাহানের নেতৃত্বে দলটি প্লে-অফে পৌঁছাতেই ব্যর্থ হয় এবং তারা এবার ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে। এছাড়াও, কেকেআর বেঙ্কটেশ আইয়ারের জন্য ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছিল। তাদের এই সিদ্ধান্তের ফলে সকলেই অবাক হয়েছিল। বেঙ্কটেশ এই মরশুমে করেছেন মাত্র ১৪২ রান। তার মধ্যে একটা ম্যাচে শুধু ৬০। সূত্রের খবর, বেঙ্কটেশ আইয়ারকে ছেঁটে ফেলা হতে পারে পরের মরশুমে। তাঁর বদলে অন্য কোনও ব্যাটারকে দলে নিতে চাইছে কেকেআর। শুধু তাই নয়, এমনও খবর রয়েছে যে, নাইটদের এই খারাপ পারফরম্যান্সের পর, কাঠগড়ায় তোলা হয়েছে দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও। কোপ পড়তে পারে তাঁর উপরেও।
চন্দ্রকান্ত পণ্ডিতকে ছেঁটে ফেলা হতে পারে, তাঁর জায়গায় কে?
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন অনুসারে, কেকেআর-এর এই হতাশাজনক পারফরম্যান্সের পর চন্দ্রকান্ত পণ্ডিতকে বরখাস্ত করার কথা বিবেচনা করা হচ্ছে। এবং আগামী মরশুম থেকে ইংল্যান্ড এবং কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগ্যানকে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে। এই বিষয়ে আগ্রহী নাইট কর্তৃপক্ষ।
২০১৫ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ইংল্যান্ড ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছিলেন ইয়ন মরগ্যান। ২০২১ মরশুমে কেকেআর-কে আইপিএলের ফাইনালে নিয়ে গিয়েছিলেন, যেখানে তাঁরা চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল। কলকাতার ফ্র্যাঞ্চাইজি তাঁকে খুব সম্মান করে এবং চলতি মরশুমের পরে তারা তাঁকে দলে ফেরাতে পারে।
ডিজে ব্র্যাভোর চাকরিও কি বিপদে?
খবর অনুযায়ী, বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো এবং চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যে অংশীদারিত্বকে কেকেআর একটি ব্যর্থ পদক্ষেপ হিসেবে দেখছে এবং তারা ব্র্যাভোকেও প্রতিস্থাপনের পরিকল্পনা করছে। গত মরশুমে, প্রায় প্রতিটি কেকেআর বোলারই ভালো খেলেছিলেন, এই মরশুমে, পরিস্থিতি উল্টে গেছে। কারণ কেকেআর ব্যর্থ হয়েছে এবং প্লেঅফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এদিকে ড্রেসিংরুমের অনেক খেলোয়াড়ই ব্র্যাভোকে পছন্দ করেন না। এদিকে ম্যানেজমেন্ট মনে করে, ব্র্যাভো তাঁর কাজ নিয়ে সিরিয়াস নন।