সম্প্রতি বিখ্যাত পর্নস্টার জনি সিনসের সঙ্গে একটা মজার বিজ্ঞাপনে দেখা গিয়েছে রণবীর সিংকে। যেখানে জনি সিনসের দাদার ভূমিকায় ছিলেন তিনি। আর ওই বিজ্ঞাপনে পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে বার্তা দিয়েছেন রণবীর। বিজ্ঞাপনে জনি সিন্সের স্ত্রী হিসাবে দেখা গিয়েছে♉ টেলিভিশন অভিনেত্রী ভাবনা চৌহানকেও। বিজ্ঞাপনটি মূলত যৌন সমস্যা মেটানোর এক প্রোডাক্টের। আর তাই এটা নিয়ে হইচই পড়ে গিয়েছে। বিজ্ঞাপনটি নিয়ে ভালো এবং খারাপ, মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে।
বহু তারকাও এই বিজ্ঞপন নিয়ে মুখ খুলছিলেন, অনেকেই যেমন এই বিজ্ঞাপনের প্রশংসা ক🍎রেছেন, তেমনই অনেকে এই বিজ্ঞাপন নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। টেলি অভিনেত্রী রেশমি দেশাই-এই বিজ্ঞাপন ⭕নিয়ে বেজায় বিরক্ত, তাঁর কথায়, এখানে টেলিভিশন ইন্ডাস্ট্রি, সিরিয়াল নিয়ে ঠাট্টা করা হয়েছে।
সম্প্রতি রেশিমি দেশাই-এর এই মন্তব্য নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী ভাবনা চৌহান। ভাবনা ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ওঁরা মার্কেটিং-এর লোক, এধরনের বিজ্ঞাপনের প্রভাবের বিষয়টি বেশ ভালো করেই জানে। সত্যি বলতে কি বিজ্ঞাপনের মূল চিত্রনাট্যটি মজাদার ছিল। তবে কাজের সময় বেশকিছু বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। তবে উদ্দেশ্য ছিল এটাকে একটা টিভি সিরিয়🍃ালের দৃশ্যের মতো করে দেখানো। যেন সেখানে বাড়ির সকলেই রয়েছেন এভাবে তুলে ধরা হয়। ওঁরা (নি🐻র্মাতারা) আসলে এভাবেই চেয়েছিল বিষয়টা। এটা একটা মজার বিজ্ঞাপন, তবে এখানে কোনওভাবেই টিভি সিরিয়াল নিয়ে মজা করা হয়নি।’
টেলিভিশন তারকা রেশমি দেশাই একটা দীর্ঘ নোট শেয়ার করেছিলেন যেখানে বিজ্ঞাপনটিকে টেলিভিশনের মুখে একটা ‘থাপ্পড়’ বলে মনে করেছেন রেশমি দেশাই। তাঁর কথায়, ‘আমি একট🤪ি আঞ্চলিক চলচ্চিত্র দিয়ে কেরিয়ার শুরু করি। তারপরে আমি টেলিভিশনে কাজ করেছি। লোকজন এটাকে ছোট পর্দা বলেন। তবে টেলিভিশনে সিরিয়াল ছাড়াও সাধারণ মানুষ খবর, ক্রিকেট, বলিউড ফিল্ম সহ আরও নানান জিনিস দেখেন। তবে এই বিজ্ঞাপনটি রিলস আকারে দেখে আমি অবাক। এটা খুবই অপ্রত্যাশিত, যে এভাবে টেলিভিশন ইন্ডাস্ট্রিকে নিয়ে মজা করা, ঠাট্টা করা হয়েছে। যাঁরা টেলিভিশনে কাজ করেন, তাঁদের কাছে এটা অপমানজনক। কারণ অনেকেই এই ইন্ডাস্ট্রিকে, এই ইন্ডাস্ট্রির কাজকে ছোট করেন। বড়পর্দায় অনেকেই কাজ করতে চান। আসলে ভাবনাটাই এভাবে তৈরি করা হয়। তবে পরিশ্রম সকলেই করেন। আমি দুঃখিত এবং এটা বলতে বাধ্য হচ্ছি যে টেলিভিশনে এভাবে কিছুই দেখানো হয় না। এটা টেলিভিশনের মুখে একটা থাপ্পড়। অনেকেরই মনে হতে পারে, আমি একটু বেশিই বাড়াবাড়ি করছি। তবে আমার এটা মনে হয়েছে, কারণ আমি নিজেও একজন টেলি অভিনেত্রী। আর আমার এই যাত্রাটা সুন্দর। আশাকরি মানুষ আমার আবেগটা বুঝতে পারবেন।’
প্রসঙ্গত ভাবন𒅌া চৌহান নিজেও ‘রাজিয়া সুলতান’সহ একাধিক টেলি সিরিয়ালে অভিনয় করেছেন। আবার তিনি বড় পর্দাতেও কাꦚজ করেছেন।