দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিনেমাহলে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’। দীর্ঘদিন নানান জটিলতা/ বারবার মুক্তি পিছিয়েছে এই ছবির। তবে শেষপর্যন্ত মুক্তির প♓্রথম দিনেই বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে কঙ্গনার এই ছবি। গত পাঁচ বছরের কঙ্গনার ছবিগুলির মধ্যে সবচেয়ে বড় ওপেনিং ছিল ‘ইমার্জেন্সি’র। তবে তৃতীয় দিনের মাথায় এই ছবির কালেকশন কত দাঁড়িয়েছে?
Sacnilk.com সর্বশেষ প্রতিবেদন অনুসারে, মুক্তির তিন দিনের মাথায় কঙ্গনার 'ইমার্জেন্সি'র আয় দাঁড়িয়েছে ১০ কোটি টাকা। এই ছবির চিত্রনাট্য, অভিনয়, প্রযোজনা ও পরিচালনা সবই ‘কুইন’ কঙ্গনা। সর্বশেষ আপডেটে অনুযায়ী ইমার্জেনﷺ্সি মুক্তির তৃতীয় দিনে আয় করেছে ৪.৩৫ কোটি টাকা, দ্বিতীয় দিনের আয়ের থেকে সামান্য বেশি। এই ছবির দ্বিতীয় দিনের আয় ছিল ৩.৬ কোটি টাকা। আর প্রথম দিন ইমার্জেন্সির আয় হয়েছিল ২.৫ কোটি টাকা। অর্থাৎ এখনও পর্যন্ত এই ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১০.৪৫ কোটি টাকা। অর্থাৎ বলাই বাহুল্য ঝোড়ো ব্যাটিং না হলেও বক্স অফিসে মন্দ ফল করছে না এই ছবি।
তবে জানা যাচ্ছে, অন্যান্য ভাষার থেকে হিন্দি ভাষা থেকেই সবথেকে বেশি আয় করে এই 𒈔ছবি।