খুকুমণি এবার হেঁশেল ছেড়ে সোজা তাঁতঘরে! হ্যাঁ, নতুন অ🐈বতারে স্টার জলসার পর্দায় ফিরছেন ‘খুকুমণি’ দীপান্বিতা রক্ষিত। সঙ্গী ‘শান্টু’ সৈয়দ আরেফিন। স্টার জলসার আসন্ন মেগা ‘তুঁতে’-তে দেখা যাবে এই জুটিকে। সিরিয়ালের প্রথম প্রোমো সামনে এল শুক্রবার।
গ্রামের মেয়ে তুঁতের (দীপান্বিতা) স্বপ্ন নামী ফ্য়াশন💖 ডিজাইনার হওয়ার। তাঁর হাতে জাদু রয়েছে, এমনটাই বলে গ্রামের সকলে। পুরোনো শাড়ি কেটে নিমেষে পোশাক বানিয়ে তাক লাগিয়ে দেয় তুঁতে অথচ সৎ মা-র দুর্ব্যবহারের পাত্রী সে। টাকার লোভে মেয়েকে শহুরে বাড়িতে পরিচারিকার কাজ করতে পাঠায় তুঁতের সৎ মা। অথচ তাঁর চোখে শুধু ফ্যাশন ডিজাཧইনিং-এর স্বপ্ন, লাহিড়ি ম্যানসনে এসে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে না তো?
নামী ডিজাইনারের বাড়িতে এসে তুঁতে জানতে পারে এখানে কাজের লোক হয়ে এসেছে সে। তাঁꦦর ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নের কথা শুনে সকলে যখন তুঁতেকে নিয়ে খিল্লি করতে ব্যস্ত তখনই এন্ট্রি হিরো সৈয়দ আরেফিনের। তাঁর পালটা প্রশꦅ্ন, ‘কেন হতে পারে না? কাজের মেয়ে বলে ট্যালেন্ট-স্বপ্ন থাকতে নেই?’
বোঝাই যাচ্ছে পরিচারিকা থেকে নামী ফ্যাশন ডিজাইনার হয়ে ওঠবার জার্নিতে তুঁতের ভরসার মানুষ হতে চলেছে গল্পের নায়ক। কাজের মেয়ের স্বপ্নপূরণের গল্প ছোটপর্দায় নতুন নয়। ফুলঝুরির নামী গায়িকা হয়ে ও⛦ঠা, কিংবা জবা-র সফল বিচারক হয়ে ওঠবার কাহিনি সকলেই দেখেছে। এবার𒁃 তুঁতের লড়াই দেখবার পালা।
সিরিয়ালের নাম দেখে অবশ্য় অনেকেই হয়রান। ট্রোল করতেও ছাড়ছেন না কেউ কেউ। একজন লেখেন, ‘তুঁতে! এ কেমন নাম? আর নাম খুঁজে পেল না জুলু কাকু’। কেউ কেউ কে আপন কে পর-এর সঙ্গে তুলনা টেনে ল𝄹েখেন, ‘পুরো জবা পার্ট ২’। অনেকেই তুঁতে-র প্রোমো-তে নতুনত্বের স্বাদ খুঁজে পাননি। আবার কেউ কেউ আরেফিন-দীপান্বিতা জুটির রসায়ন দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
পেঁপে দিয়ে চেপে, হামানদিস্তায় 𝐆ছেঁচে, শিলনোড়ায় বেটে..',♔ খুকুমণি বাংলা টেলিভিশনের হার্টথ্রব হয়ে উঠেছিল দিন কয়েকের মধ্যেই। কিন্তু তুঁতে অনেক বেশি ধীর-স্থির। ‘খেলাঘর’-এ শান্টু গুণ্ডার চরিত্রে অভিনয় করবার পর আরেফিনও ধরা দিল এক্কেবারে অন্যরকম চরিত্রে।
এখন প্রশ্ন হল কবে থেকে আর কোন সময় আসবে ‘তুঁতে’? এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও, আইপিএল পরবর্তী সময়েই নতুন মেগা হাজির করবে চ্যানেল। প্রাইম টাইমেই এই মেগা আসবে তেমনই কানাঘুষো শোনা যাচ্ছে, গাঁটছড়ার স্লট দেওয়া হবে ‘তুঁতে’কে নাকি ফের বড় ﷺরদবদল হবে? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় সকলে।