‘করুণাময়ী রানি রাসমণি’-র পর আবারও টিভির পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায়। গত দু'মাস আগেই দিতিপ্রিয়ার টেলিভিশনে ফেরার খবরে টেলি অনুরাগীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ছিল তুঙ্গে। জানা গিয়েছিল, জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় রূপার বড়বেলার চরিত্রে অভিনয় করবেন দি🌜তিপ্রিয়া। এখবর নিশ্চিতও করেছিলেন দিতিপ্রিয়া নিজেও। লুক সেটও হয়ে গিয়েছিল রানিমার। সিরিয়ালের প্রমোতেও দেখা গিয়েছিল দিতিপ্রিয়াকে।
কিন্তু নাহ, এই মুহূর্তে টেলিপর্দায় ফিরছেন না দিতিপ্রিয়া রায়। আর এমন খবরে কিছুটা হলেও হতাশ তা☂ঁর টেলিভিশনের অনুরাগীরা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
ঠিক কেন 'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালে 'রূপা'র𓆉 চরিত্রে হ্য়াঁ বলেও শেষপর্যন্ত পিছু হটেছিলেন দিতিপ্রিয়♚া?
এবিষয়ে টিভি৯ বাংলাকে দিতিপ্রিয়া রায় জানান, ‘আমার কিছু সমꦯস্যা ছিল তাই সিরিয়াল থেকে সরে এসেছি। 🐽পুরোটাই ব্যক্তিগত বিষয়।’ তবে কি দিতিপ্রিয়াকে আর টেলিভিশনে দেখা যাবে না? একথায় টেলিভিশনের 'রানিমা' দিতিপ্রিয়া জানান, তিনি টেলিভিশনে ফিরবেন, তবে কবে, কখন, কোথায়, সেটা এখনই তিনি বলতে পারছেন না।
প্রসঙ্গত টেলিভিশনের পর্দা দিয়ে দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। তবে শুধু টেলিভিশনের পর্দায় নয়, সিনেমার পর্দাতেও নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন 'দিতি'। 'আয় খুকু আয়', ‘কলকাতা চলন্তিকা’, ‘রাজকাহিনী’, 'অভিযাত্রিক'-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। কাজ করেছেন হিন্দি ছবি🅰 'বব বিশ্বাস'-এর মতো ছবিতেও। আবার 'ডাকঘর', ‘রাজনীতি’র মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন দিতিপ্রিয়া রায়। তবে বড় পর্দা, ওয়েব সিরিজের মতো দিতিপ্রিয়াক♏ে আবারও টেলিভিশনের পর্দাতেও রাজত্ব করতে দেখতে চান, তাঁর টেলি দর্শকরা। তবে সেটা কবে হবে তা হয়ত সময়ই বলবে।
এদিকে এই মুহূর্তে ব্যক্তিগত জীবনের কারণেও চর্চায় রয়েছেন দিতিপ্রিয়া রায়। আগেই জানা গিয়েছি 'ঋভুবাবু'র সঙ্গে প্রেম করছেন তিনি। অভিনেত্রীও বহুবার নিজের প্রেমের কথা খোলসা করে বলেছিলেন, তাঁর প্রেমিক বিনোদন জগতের মানুষ নন। কাজের সূত্রে আপতত চেন্নাইতে থাকেন। তবে বাঙালি। তবে ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে দিতিপ্রিয়ার প্রেমিকের নাম। জানা গিয়েছেন চেন্নাইয়িন এফসির বাঙালি ফুটবলার শমীক মিত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দিতিপ্রিয়া। যদিও এর পরেও নিজের প্রেম ও🐻 ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে নারাজ ‘দিতি’।