বাংলা নিউজ > বায়োস্কোপ > Gauri Khan-Manish Malhotra: পরনে ঝলমলে লেহেঙ্গা, মণীশের হাতে হাত রেখে মোনাকোয় এক অনুষ্ঠানে নাচলেন গৌরী
পরবর্তী খবর
কিছুদিন আগেই ইউরোপের মোনাকোয় এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। এই পার্টিতে হাজির ছিলেন মনীশ মালহোত্রা, করণ জোহর, শ্বেতা বচ্চন, ঋদ্ধিমা কাপুর সাহানি, করিশ্মা কাপুর সহ বলিউডের আরও অনেক নামীদামী ব্যক্তিত্ব।
সম্প্রতি মণীশ নেটমাধ্যমের বিয়ের অনুষ্ঠান থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োতে গৌরীকে মণীশের সঙ্গে মঞ্চে নাচের পারফরম্যান্স করতে দেখা গিয়েছে। ভিডিয়ো শেয়ার করে মণীশ লেখেন, ‘বেশ মজাদার সময় ছিল, গৌরী তোমাকে বিশেষ দেখাচ্ছিল।’ কালো শেরওয়ানি পরে দেখা মিলেছে মণীশের। গৌরীর সঙ্গে হাতে হাত মিলিয়ে রোম্যান্টিক গানে নাচ করছেন তিনি। রুপোলি রঙের লেহেঙ্গায় লাস্যময়ী দেখাচ্ছে গৌরীকে।
আরও পড়ুন: 'শুধরে যাও, নয়তো শুধরে দেব..', হুমকি হিন্দুস্তানি ভাউয়ের, পালটা মুখ খুললেন উরফিও