বাংলা নিউজ > বায়োস্কোপ > World Cup Closing Ceremony: ভাইরাল 'খলসি' গানের গায়ক আদিত্য গাধভি মাতাবেন বিশ্বকাপ ফাইনাল, থাকছেন প্রীতম-সহ বড় তারকারা
পরবর্তী খবর
World Cup Closing Ceremony: ভাইরাল 'খলসি' গানের গায়ক আদিত্য গাধভি মাতাবেন বিশ্বকাপ ফাইনাল, থাকছেন প্রীতম-সহ বড় তারকারা
1 মিনিটে পড়ুন Updated: 18 Nov 2023, 03:15 PM ISTSubhasmita Kanji
ICC World Cup Closing Ceremony: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হবে একাধিক অনুষ্ঠান। কারা কারা পারফর্ম করবেন?
বিশ্বকাপের ফাইনাল যেন তারকার মেলা!
দেখতে দেখতে এবারের বিশ্বকাপের শেষ লগ্ন এসে হাজির। আগামী ১৯ নভেম্বর গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ২০০৩ এর পর এই বছর আবারও বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দেশ। ফলে এবারের ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে উন্মাদনার শেষ নেই। এদিন এই উন্মাদনার পারদ বাড়াতে আয়োজন করা হয়েছে একাধিক অনুষ্ঠানের।
শনিবার, ১৮ নভেম্বর সকালে বিসিসিআইয়ের তরফে আইসিসি ওয়ার্ল্ড কাপের ক্লোজিং সেরিমনির অনুষ্ঠানের লিস্ট প্রকাশ্যে আনা হয়েছে। এদিন দুপুর ১.৩৫ থেকে ১.৫০ পর্যন্ত শুকরিয়া IAF এয়ারশো প্রদর্শিত হবে। এটা ম্যাচ শুরু হওয়ার আগে হবে। এরপর ২ টো থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের ফাইনাল।
তারপর ইনিংস ব্রেকে থাকছেন একগুচ্ছ সঙ্গীত শিল্পীরা। এই সময় পারফর্ম করবেন প্রীতম চক্রবর্তী, জনিতা গান্ধী, নকাশ আজিজ, অমিত মিশ্র প্রমুখ। থাকবেন আকসা সিং, তুষার যোশীও।