বাংলা নিউজ > বায়োস্কোপ > Jolly LLB 3: ‘আমি অরিজিন্যাল জলি LLB’, শুরুতেই ‘ঝামেলা’ অক্ষয়-আরশাদের, শুরু তৃতীয় কিস্তির শ্যুটিং
পরবর্তী খবর
বক্স অফিসে সাড়া জাগাতে ব্যর্থ অক্ষয়ের শেষ ছবি ‘বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ’। তবে সেই নিয়ে চিন্তিত নন বলিউডের খিলাড়ি কুমার, বরং কোমর বেঁধে আগামির প্রস্তুতিতে নেমে পড়েছেন তিনি। প্রতীক্ষার অবসান, অবশেষে শুরু হল জলি এলএলবি ৩-র শ্যুটিং। এই ছবির সুবাদে একজোট হচ্ছেন দুই জলি অর্থাৎ ‘জলি এলএলবি’তে একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসিকে। আরও পড়ুন-রান্নাঘরে রোম্যান্স নতুন বাবা-মা গৌরব-ঋদ্ধিমার, বন্ধ হচ্ছে ঘরে ঘরে জি বাংলা?