কঙ্গনা লিখেছেন, ‘এই পাগল ও প্রতিভাবান মানুষটির সমস্ত ধন্যবাদ প্রাপ্য, যিনি ১৭ বছর আগে আমাকে লঞ্চ করেছিলেন। ২০০৬ সালে ২৮ এপ্রিল মেট্রোর সেটে তোলা এই ছবি। উনি এভাবেই আমায় প্রশিক্ষণ দিতেন… বলতেন, তু চুপ কর। শেখানোর সময় এটাই তাঁর প্রিয় কথা। হা হা হা, আমি তোমায় ভালোবাসি অনু। সবকিছুর জন্য ধন্যবাদ।
কঙ্গনা ও অনুরাগ বসু
অনুরাগ বসুর সঙ্গে কঙ্গনা রানাওয়াত। সোফায় মুখোমুখি বসে রয়েছেন দুজনে। হাসিখুশি কথা বলতে দেখা যাচ্ছে তাঁদের। ছবিটি ১৭ বছর আগের। স্মৃতির সরণি বেয়ে সম্প্রতি পুরনো দিনে ফিরে গিয়েছেন কঙ্গনা। ২৮ এপ্রিল, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করে ১৮-তে পা রেখেছেন 'কুইন'। আর যাঁর হাত ধরে অভিনেত্রী হিসাবে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন, ১৭ বছর পূর্তি উপলক্ষে সেই মানুষটিকে ধন্যবাদ জানাতে ভোলেননি কঙ্গনা। স্মৃতির পাতা থেকে তুলে ধরেছেন বেশকিছু পুরনো কথা।
কঙ্গনা লিখেছেন, ‘এই পাগল ও প্রতিভাবান মানুষটির সমস্ত ধন্যবাদ প্রাপ্য, যিনি ১৭ বছর আগে আমাকে লঞ্চ করেছিলেন। ২০০৬ সালে ২৮ এপ্রিল মেট্রোর সেটে তোলা এই ছবি। উনি এভাবেই আমায় প্রশিক্ষণ দিতেন… বলতেন, তু চুপ কর। শেখানোর সময় এটাই তাঁর প্রিয় কথা। হা হা হা, আমি তোমায় ভালোবাসি অনু। সবকিছুর জন্য ধন্যবাদ। আমাকে একসময় বলা হয়েছিল অভিনেত্রীদের জীবন ৪-৫ বছরের বেশি নয়। আর আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৭ বছর কাটিয়ে ফেললাম।’এই লেখার সঙ্গে হাসি মুখে একটা ইমোজি জুড়ে দিয়েছেন কঙ্গনা।