দেশে জুড়ে কোনও ঘটনা ঘটতে দেরি, কিন্তু নিজের মতামতা পোষণ করতে বিন্দুমাত্র সময় নেন না অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সে রাজনৈতিক প্রেক্ষাপটে কোনও মন্তব্য হোক কিংবা খুটিনাটি বিষয়, সবার থেকে এককাঠি এগিয়ে থাকেন কঙ্গনা। হবে না-ই বা কেন! নিজেকে দেশের সবথেকে শক্তিশালী মহিলা বলেও যে দাবি করেন তিনি। আবার ‘বলি কুইন’এর তকমা সাঁটা রয়েছে তাঁর গায়ে।
রাজস্থানে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। তাঁদের বিয়ে নিয়ে চর্চার শেষ নেই অনুরাগী মহলে। বিয়েতে চরম গোপনীয়তা রক্ষা করছেন তাঁরা। বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে বসছে জুটির বিয়ের আসর। তিনদিনের বিয়ের অনুষ্ঠানে আজ মেহেন্দি। ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি।
এসবের মধ্যে নিজের মতামত প্রকাশ করলেন কঙ্গনা। যদিও সরাসরি ‘ভিক্যাট’এর নাম উল্লেখ করে কিছু বলতে দেখা যায়নি তাঁকে। তবে ভিকি-ক্যাটরিনার বিয়ের দিকেই স্পষ্ট ইঙ্গিত, তেমনটাই মনে করছেন বলি মহলের একাংশ।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেছেন, ‘আমরা এমন বহু সফল পুরুষের গল্প শুনে বড় হয়েছি যারা বয়সে ছোট মেয়েদের বিয়ে করেছেন। স্বামীর থেকে বেশি সফল মহিলাকে দেখা যেন বড় সমস্যা। একটা বয়সের পর বয়সে ছোট পুরুষকে বিয়ে করার ভাবনা তো ছেড়েই দিলাম। দেখে ভালো লাগছে ধনী, সফল, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির মহিলা সেক্সিস্ট ধারণা ভাঙছেন। সেই সব পুরুষ ও নারীকে আমার কুর্নিশ যাঁরা জেন্ডার স্টিরিওটাইপ ভেঙে ফেলছেন।’

প্রসঙ্গত, ক্যাটরিনার থেকে বয়সে পাঁচ বছরের ছোট ভিকি কৌশল। বছর ৩৮-এর অভিনেত্রী, ৩৩ বছর বয়সী উরি অভিনেতাকে বিয়ে নিয়ে চর্চাও কম হয়নি নেটদুনিয়ায়। যদিও বয়সকে তুড়ি মেরে উড়িয়ে নতুন জীবনে পা রাখতে চলেছেন এই তারকা জুটি। বয়সে ছোট পুরুষকে বিয়ে করার ঘটনা ক্যাটরিনা-ভিকির ক্ষেত্রে প্রথম ঘটছে, এমন নয়। এর আগে, তিন বছরের ছোট অভিষেক বচ্চনকে বিয়ে করেছিলেন ঐশ্বর্য রায়। ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।