পরমব্রত ༺চট্টোপাধ্যায়ের স্ত্রী আগেই বিজেপি বিরোধী ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এমনকি লোকসভা নির্বাচনে বিজেপির সেই দাপট কমার পাশাপাশি ইন্ডিয়া জোট শক্তি বাড়ালে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এবার কথা বললেন সোশ্যাল মিডিয়ায় লক্ষ্মী ভান্ডার নিয়🔯ে চলা ট্রোল নিয়ে।
লক্ষ্মী ভান্ডার নিয়ে কী বললেন পিয়া?
লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই প্রবল ভাবে সমালোচিত হচ্ছে রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, কন্যাশ্রী, ইত্যাদির মতো প্রকল্প। অনেকেরই মতে মূলত বাম এবং বিজেপি সমর্থকদের মতে লক্ষ্মী ভান্ডারꦍ, কন্যাশ্রী, বিধবা ভাতা সহ রাজ্য সরকারের তরফে যে সব ভাতার ব্যবস্থা করা হয়েছে সেগুলো নাক স্রেফ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা। এব𒉰ার এই বিষয়ে প্রতিবাদ করলেন পিয়া চক্রবর্তী।
লক্ষ্মী ভান্ডার নিয়ে চলা ট্রোলের প্রতিবাদে সীমান্ত গুহঠাকুরতা নামক এক ব্যক্তি একটি পোস্ট করেন। সেটাই শেয়ার করেন এদিন পরম ঘরণী। তারপর সেই পোস্টে তিনি লেখেন, 'এগুলো শুনেও যাঁরা হাহা react দেবেন বা কদর্য ভাষায় আক্রমণ করতে আসবেন- তাঁদের এইটুকুই বলার, যে চালিয়ে যান। আত্মসমীক্ষౠা না করে এগিয়ে চলুন।তৃণমূল কংগ্রেস খুবই সমস্যাজনক। তার শক্তিশালী বিরোধিতা দরকার। তবে আপনারা সেই যোগ্যতা অর্জন করতে পারছেন না কেন, তাও বুঝতে পারছি। আপনারা বরং মিম বানাতে থাকুন আর খিল্লি করতে থাকুন। বামেদের ঔদ্ধত্য আর ভিক্টিম কার্ডের খেলা দেখে আরও হতাশ।'
আরও পড়ুন: অথৈ মুক্তির একমাস পরেই ছাদনাতলায় যাচ্ছেন ♌সোহিনী! কবে বিযꦏ়ে করছেন ৬ বছরের ছোট শোভনকে?
কে কী বলছেন?
কেউ কেউ যেমন বিজেপিকে সমর্থন করেছেন। কেউ আবার পিয়ার এই পোস্টের বিরোধিতাও করেছেন। এক ব্যক্তি লেখেন, 'সব গর্ত থেকে বেরোচ্ছে ধীরে ধীরে। মা মাসীদের নিয়ে আকুল হয়ে চোরদের সমর্থন করছেন।' কেউ আꦬবার লেখেন, 'এরা মনে মনে আসলে বিজেপির দোসর। সীমান্ত খুবই আদর্শবাদী ও আবেগপ্রবণ মানুষ, ওর লেখা মন ছুঁয়ে যায় বরাবর, অনেক কিছুই শিখি।'