সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরে মেয়ে রাশা থাডানিকে নিয়ে পুজো দিলেন রবিনা ট্যান্ডন বুধবারে। অভিনেত্রী, যিনি তার আসন্ন সিরিজ ‘কর্মা কলিং’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন, তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল শেয়ার🎃 করেছেন যাতে সাম্প্রতিক ভ্রমণের ছবি এবং ভিডিও রয়েছে।
সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিলেন রবিনা বুধবহারে। গায়ে ছিল থ্রি কোয়াটার ব্লাউড আর হলুদ এবং বাদামী রঙের সিল্কের শাড়ি। অন্যদিকে রাশা পরে এসেছিলেন গোলাপি রঙের কুর্তা আর হলুদ ওড়না। রিলে তিনি মন্দিরের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে অন্যান্য ভক্তদের মাঝে দাঁড়িয়ে প্রার্থনা করছেন মা আর মেয়ে। পাশাপা🐬শি মন্দিরের ভিতরে কিছু ছ💦বিও শেয়ার করেছেন সেই রিলে। দুজনের কপালেই শিব তিলক। মন্ত্রোচ্চারণ করে পুজো দিতে দেখা গিয়েছে রাশা আর রবিনাকে।
বেশ রয়েকজন ভক্ত রবিনার এই পোস্টে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'রাশার মধ্যে আপনি এমন ভালো মূল্যবোধ ও সংস্কৃতি গেঁ𒈔থে দিয়েছেন দেখে খুᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚব ভালো লাগছে।' আরেকজন বলেন, ‘রাশা দেখতে সুন্দর এবং হুবহু আপনার মতোই’। একজন কমেন্টে লেখেন, ‘হর হর মহাদেব!’
জনপ্রিয় মার্কিন সিরিজ 'রিভেঞ্জ' অবলম্𓄧বনে তৈরি হয়েছে 'কার্মা কলিং'। এতে আরও অভিনয় করেছেন 𝄹বরুণ সুদ। এটি ২৬ জানুয়ারি থেকে ডিজনি+ হটস্টারে স্ট্রিমিং হবে।