বাংলা নিউজ > বায়োস্কোপ > ICC World Cup Final 2023: ফাইনালের আগে খোশমেজাজে রোহিত-শ্রেয়সরা, কারা কারা খেতে গেলেন আমদাবাদের রেস্তোরাঁয়?
পরবর্তী খবর
ICC World Cup Final 2023: ফাইনালের আগে খোশমেজাজে রোহিত-শ্রেয়সরা, কারা কারা খেতে গেলেন আমদাবাদের রেস্তোরাঁয়?
1 মিনিটে পড়ুন Updated: 18 Nov 2023, 12:57 PM ISTSubhasmita Kanji
ICC World Cup Final 2023: আর মাত্র কয়েক ঘণ্টা তারপরই আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। তার আগে হালকা মেজাজে দেখা গেল রোহিত শর্মাদের।
ফাইনালের আগে খোশমেজাজে রোহিত-শ্রেয়সরা
এবারের বিশ্বকাপের প্রতিটা ধাপ সাফল্যের সঙ্গে পেরিয়ে এসেছে ভারত। আর বাকি কেবল একটা মাত্র ধাপ। এটা পেরোলেই তৃতীয়বারের জন্য বিশ্বকাপ আসবে দেশে। তার আগে ১৯ নভেম্বরের আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ নিয়ে চড়ছে পারদ। বাড়ছে উন্মাদনা। তার আগেই আমদাবাদের একটি রেস্তোরাঁয় দেখা গেল রোহিত শর্মাদের।
আমদাবাদের রেস্তোরাঁয় রোহিত শর্মারা
১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ২০০৩ এর পর এবারের বিশ্বকাপে আবারও ভারতের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। সেবারের হারের বদলা টিম ব্লুজ নিতে পারে কিনা সেটার দিকেই মুখিয়ে রয়েছে। এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। এবারের বিশ্বকাপে একটি ম্যাচ হারেনি রোহিত শর্মার টিম। ফলে এই দলকে নিয়ে দেশবাসীর প্রত্যাশা অনেকটাই বেশি। ফলে রবিবারের ম্যাচ নিয়ে যেমন উন্মাদনা আছে তেমনই আছে চাপ। আর সেই চাপ কাটাতে ম্যাচের দুদিন আগে আমদাবাদের রেস্তোরাঁয় দেখা গেল রোহিত শর্মা, তাঁর স্ত্রী, রাহুল দ্রাবিড় এবং শ্রেয়স আইয়ারকে।