সদ্য মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়া’। ছবি ঘিরে চর্চার শেষ নেই। এরই মধ্যে দীপিকার সিনেমার গান ‘ডুবে’ নিয়ে টুইস্ট করলেন পরিচালক করণ জোহরের দুই যমজ ছেলেমেয়ে যশ এবং রুহি। দুই ছেলেমেয়ের ভিডিয়ো সামাজিক মাধ্য়মে শেয়ার করেছেন করণ। ভিডিয়োতে যশ এবং রুহিকে ‘ডুবে’-এর পরিবর্তে ‘ডুগে’ উচ্চারণ করতে শোনা যায়। ভিডিয়োর শুরুতেই ছেলেমেয়েকে করণ প্রশ্ন করেন, কোনও গান গাইছে তাঁরা? সঙ্গে সঙ্গে যশ-রুহি একসঙ্গে গেয়ে ওঠে ‘হানন.. ডুগে’। চিৎকার করে করণ বলে ওঠেন, ‘ডুগে না। এটা ডুবে’। যদিও ওই শব্দটাই মজার লেগেছে যশ-রুহির। তাই ‘ডুগে'ই পুনরাবৃত্তি করতে দেখা যায় তাঁদের। এরপরই চেয়ার থেকে নেমে যশ বলে ওঠে, 'টেক আ চিপ পিল ড্যাডা'। ক্যামেরার পিছন থেকে হাসতে হাসতে করণ বলে ওঠেন, ‘তুমি আমাকে চিল পিল খেতে বলছ? তোমাকে টুডলস’। ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে করণ লেখেন, ‘দয়া করে দেখুন কি হচ্ছে!!!! (হাসির ইমোজি)’ ‘ডুবে’ গানটি লথিকার গাওয়া। গানটি লিখেছেন কৌসর মুনির। সম্পর্কের বেড়াজালকে বোনা এই গান কম্পোজ করেছেন OAFF এবং সাভেরা। নিষিদ্ধ প্রেমের গল্প নিয়ে হাজির দীপিকা পাড়ুকোন। বোনের হবু বরের প্রতি তীব্র শরীরী আকর্ষণ, আর সেই নেশাতেই একের পর এক ‘ভুল’ করে চলেছেন অভিনেত্রী! অথচ এই প্রেমের মায়াজাল কাটিয়ে বেরিয়েও আসতে পারছেন না। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গেহরাইয়া’র সিনেমার গান ‘ডুবে’।দুই যমজ সন্তানের ‘ড্যাডা’ পরিচালক-প্রযোজক করণ জোহর। গত ৭ ফেব্রুয়ারি পাঁচ বছরে পা দিয়েছে যশ-রুহি। তাঁদের জন্ম সারোগেসির মাধ্যমে। সন্তানদের একটি ভিডিয়ো পোস্ট করে, নেটমাধ্যমে মিষ্টি ক্যাপশন দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন করণ।ছেলে এবং মেয়ের ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে পরিচালক-প্রযোজক লিখেছিলেন, ‘আমার লাইফলাইন... আমার সবটা তোমাদের জন্য…. আমার সবকিছু। তোমাদের আমার জীবনে আনার জন্য আমি প্রতিদিন মহাবিশ্বকে ধন্যবাদ জানাই... আজ পাঁচ বছরে পা দিল তাঁরা। বাকি জীবনের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই আমার। আমি জানি ওরা আমার সঙ্গেই রয়েছে… রুহি ও যশ’।